ইসলামী সঙ্গীত লিরিক্স

Friday 28 June 2013

আল্লাহর পথে যারা দিয়েছে জীবন

আল্লাহর পথে যারা দিয়েছে জীবন
তাঁদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত

ওরা আছে চেতনায় আমাদের
ওরা আছে প্রেরনায় আমাদের
ওরা আছে সংগ্রামে সাধনায়
দুর্বার দুর্গম অপরাজিত।

তাঁদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত
ওরা আছে অলখে আমাদের
ওরা আছে পলকে আমাদের
ওরা আছে মিছিলে মিছিলে
চিরদিন চিরচেনা পরিচিত।

তাঁদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত
ওরা আছে সাহসে আমাদের
ওরা আছে সমুখে আমাদের
ওরা হল শহীদি জীবনের
সংগ্রামী পতাকা উচ্চকিত।
তাঁদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত

আজ আর করিনা ভয়

আজ আর করিনা ভয়
ঝড় আসুক মোরা নির্ভয় x3

লড়ব মোরা মরব
ও লড়ব মোরা মরব x3
যদিও তাগুত প্রানে না সয়
ঝড় আসুক মোরা নির্ভয়

(Chorus)

ঐ যে দিগন্তে সীমানার প্রান্তে
রক্তিম সূর্য উদয়
ভয় কিরে তোদের, আয় সাথে মোদের
হবেই আমাদের জয় x2

(chorus)

আজ আর করিনা ভয়
ঝড় আসুক মোরা নির্ভয় x2

আজ এই জীবনে মায়া তুলেছি
আপন মরনে শংকা ভুলেছি x2

ঝান্ডা উড়িয়ে আনব ফিরিয়ে
বিজয়ী সেই সে নিশান
বুকেতে ঈমান হাতেতে কোরান
মুখেতে সংগ্রামী গান
ওওও দীপ্ত শপথে শহীদ হতে
বেঁধেছি মৃত্যু কাফন
কোরানী সমাজ কায়েম হবে আজ
দু চোখে এইতো স্বপন



হে খোদা মোর হৃদয় হতে

হে খোদা মোর হৃদয় হতে
দূর করে দাও সকল বেদনা
সকল ভাবনা
দূর করে দাও সব যন্ত্রনা
সকল যাতনা

তুমি ছাড়া কেউ যেন আর
জায়গা না পায় লুকিয়ে থাকার
এই অন্তরে এই পরানে
তুমি কামনা

হে খোদা মোর হৃদয় হতে
দূর করে দাও সকল বেদনা
সকল ভাবনা

আলেয়া সব আলো তো নয়
মিথ্যা অমানিশা
খাঁটি প্রেমের তুমি আঁধার
আর সকলই বৃথা

তোমার প্রেমে হয়ে পাগল
দুই নয়নে নামিয়ে বাদল
তোমার প্রেমে হয়ে পাগল
দুই নয়নে নামিয়ে বাদল
যায় ভাসিয়ে
যেন আমি দহন বেদনা

হে খোদা মোর হৃদয় হতে
দূর করে দাও সকল বেদনা
সকল ভাবনা
দূর করে দাও সব যন্ত্রনা
সকল যাতনা
হে খোদা মোর হৃদয় হতে
দূর করে দাও সকল বেদনা
দহন
যাতনা...

-মতিউর রহমান মল্লিক-

সে কোন বন্ধু বল বেশী বিশ্বস্ত

সে কোন বন্ধু বল বেশী বিশ্বস্ত
কার কাছে মন খুলে দেওয়া যায়
কার কাছে সব কথা বলা যায়
হওয়া যায় বেশী আশ্বস্ত
তার নাম আহমদ বড় বিশ্বস্ত।

যে জন কখনো ব্যাথা দিতে জানেনা
যে জন কেবলই মুছে দেয় বেদনা
হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর
কার বুক এত প্রশ্বস্ত
তার নাম আহমদ বড় বিশ্বস্ত।

মহানবী বলে তারে কেউ বা ডাকে
আমি ডাকি প্রিয়তম
সে আমার ধ্যান ভালাবাসা প্রেম
মধুময় মনোহর স্বপ্ন সমর

যে জন করুণার অনুপম উপমা
যার মত মরমী/দরদী কোথায় আর মিলেনা
জীবনের আঙ্গিনায় আবাদ করে দিতে আর
কার বুক এত প্রশ্বস্ত
তার নাম আহমদ বড় বিশ্বস্ত।


-মতিউর রহমান মল্লিক-

Saturday 15 June 2013

পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি




পদ্মা মেঘনা যমুনার তীরে
আমরা শিবির গড়েছি
শপথের সঙ্গিন হাতে নিয়ে সকলে
নবীজির রাস্তা ধরেছি
আমরা শিবির গড়েছি।

এই শিবিরের শান্তিছায়ায়
মজলুম মানবতা নেবে যে গো ঠাঁই
মানুষ গড়ার এই আঙ্গিনায়
আল কোরানের বাণী পড়েছি
আমরা শিবির গড়েছি।।

আমাদের কেহ তিতুমীর হয়ে
জালিমের কন্ঠ রুখবে
শরীয়তুল্লাহর ইসলামী বিপ্লব
ছাত্র জনতা গড়বে।

এই জিহাদের দীপ্ত শপথে
পথচলা শুরু হোক তবে আজি হতে
শান্তি আনবো বিশ্ব জগতে
সত্য শপথ করেছি
আমরা শিবির গড়েছি।।

শাহজালালের পুণ্য জিহাদে
একদিন জনগণ জাগবে
শাহ মাখদুমের সংগ্রামী ছোঁয়া
প্রানে প্রানে সকলের লাগবে।

হে মহাদিশারী আলোর কাফেলা
জেগে ওঠো জেগে ওঠো তবে এই বেলা
মুক্তির সূর্য উদয়ের লগ্নে
তারি আয়োজন আজ করেছি।
আমরা শিবির গড়েছি।।