ইয়া নবী সালাম আলাইকা
ইয়া রাসুল সালাম আলাইকা
ইয়া হাবীব সালাম আলাইকা
সালাওয়া তুল্লা আলাইকা।।
তুমি যে নূরের নবী
নিখিলের ধ্যানের ছবি
তুমি না এলে দুনিয়ায়
আঁধারে ডুবিত সবি।।
চাঁদ সুরুজ আকাশে আসে
সে আলোয় হৃদয় না হাসে
এলে তাই হে নব রবি
মানবের মনের আকাশে।।
তোমারি নূরের আলোকে
জাগরণ এল ভুলোকে
গাহিয়া উঠিল বুলবুল
হাসিল কুসুম পুলকে।।
নবী না হয়ে দুনিয়ার
না হ'ইয়ে ফেরেশ্তা খোদার
হয়েছি উম্মত তোমার
তার তরে শোকর হাজারবার।।
-গোলাম মোস্তফা-
many many thanks,onek din dore khujsilam.aj k
ReplyDeletepalam
অনেক সুন্দর❤
Deleteইয়া আল্লাহ, আপনি হুজুরে পাক সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান দান করেন, আপনি আমাদের ও হিদায়েত দান করেন। আমাদের বাবা মায়ের জন্য রহমত বর্ষন করেন, সমস্ত কবর বাসীর রুহের মাগফিরাত দান করেন
ReplyDeleteইয়া আল্লাহ, আপনি হুজুরে পাক সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান দান করেন, আপনি আমাদের ও হিদায়েত দান করেন। আমাদের বাবা মায়ের জন্য রহমত বর্ষন করেন, সমস্ত কবর বাসীর রুহের মাগফিরাত দান করেন
Deleteআমিন
Deleteসুন্দর একটি দরূদ
ReplyDeleteঅসাধারন বানী
ReplyDeleteমহানবীর তরে
অসাধারন বানী
ReplyDeleteমহানবীর তরে
অসাধারণ
ReplyDeleteমন জুড়িয়ে গেল
এই নাতটি কার লেখা??
ReplyDeleteগোলাম মোস্তফা💜
Delete🤲🕋
ReplyDeleteশুকরিয়া
ReplyDeleteআলহাদুলিল্লাহ
ReplyDeleteফালতু একটা সঙ্গীত তৈরি করছে ।
ReplyDeleteকেমন বুজিয়ে বলবেন তো
Deleteআপনার মত জ্ঞানপাপীদের কাছে হয়তো বা ফালতু হতে পারে।
Deleteশুধু ফালতু নয়, শিরক, বিদআত ও মুসলমানদের ঈমান বিধ্বংসী লেখা।
Deleteনেক সুরতে শয়তানের ধোঁকা
না বুঝে এমন মন্তব্য করা ঠিক নয়
Deleteগলার নিচেও ইলম নামে নাই আসছে বিদাআত শিখাইতে!!
Delete১ রাসুল (সাঃ) যেইটা নিষেধ করে নাই সেইটা নিষেধ করা বিদাআত না?
২ তাওহিদ এর ঘোষণা হয়ছে রিসালাত দিয়ে, রাসুলুল্লাহ (সাঃ) এর দুরুদু পড়লে শিরক হবে, এইটা ২ লাইন বেশি বোঝা।
৩ অন্তরে মুনাফেকি রেখে ইমান? খিলাফত এর সাথে কারা বেইমানি করছে?
আল্লাহু ওয়া রাসুলু দ আলাম
আলহামদুলিল্লাহ
ReplyDeleteমাশাআল্লাহ অসাধারণ
ReplyDeleteমাশাআল্লাহ অনেক সুন্দরহইছে।
ReplyDeleteমাশাল্লাহ। যাযাকাল্লাহু খাইরান।
ReplyDeleteমাশাআল্লাহ্
ReplyDeleteমাশাআল্লাহ
ReplyDeleteএক সময় সারা বাংলাদেশে খুব মিল্লাদ হত, তখন এই ইসলামিক সঙ্গীত বলা হত, কিছু বক্তাদের ভুল মিথ্যা ফতুয়া দেয়ার কারনে
ReplyDeleteএখন আর হয় না🥺 আফসোস কোন সমাজে বাস করি আমরা, ধিক্কার জানাই ঐ সব মানুষ গুলোকে যারা আমাদের ইসলামকে শেষ করে দিচ্ছে 😞
ইসলাম শেষ হবেনা ইসলাম আছে আমরা মুসলিম আছি ইসলাম থাকবে ইনশাআল্লাহ
Deleteমহান রাব্বুল আলামীন নবী সকলকে নাম ধরে ডেকেছেন,যেমন ইয়া মূসা, ইয়া হারুন, ইয়া ঈসা, ইয়া জাকারিয়া, কিন্তু আমাদের নবীকে ইয়া নবী বলেন নাই, ইয়া আইয়ুহান নবী বলেছেন । ইয়া আইয়ুহান মানে সে মাননীয় নবী,হে সন্মানিত নবী, কিন্তু আমাদের এক শ্রেণীর মানুষ ইয়া নবী বলে তাচ্ছিল্য করে। সকলকে সঠিক দীন বুঝবার তৌফিক দান করুন আমীন
ReplyDeleteAmeen
ReplyDeleteAlhumdolillah porom santi laghay joto ber pori….
ReplyDelete