ইসলামী সঙ্গীত লিরিক্স

Friday 25 February 2011

হে খোদা দয়াময় রহমান রহিম

হে খোদা দয়াময় রহমান রহিম
হে খোদা দয়াময় রহমান রহিম
হে বিরাট, হে মহান, হে অনন্ত অসীম।।

নিখিল ধরণীর তুমি অধিপতি
তুমি নিত্য ও সত্য পবিত্র অতি
চির অন্ধকারের তুমি ধ্রুব- জ্যোতি
তুমি সুন্দর মঙ্গল মহামহিম।।

তুমি মুক্ত স্বাধীন বাধা- বন্ধনহীন
তুমি এক তুমি অদ্বিতীয় চিরদিন
তুমি সৃজন- পালন- ধ্বংসকারী
তুমি অব্যয় অক্ষয় অন্ত- আদিম।।

আমি গুনাহগার পথ অন্ধকার
জ্বালো নুরের আলো নয়নে আমার
আমি চাইনা বিচার হাশরের দিন
চাই করুনা তোমারি ওগো হাকিম।।

-গোলাম মোস্তফা-

27 comments:

  1. অতিব সুন্দর লেখা।মনটা ভরে গেল।

    ReplyDelete
    Replies
    1. সুর দিয়ে গাইলে অারো সুন্দর লাগে

      Delete
    2. Alhamdulillah nice

      Delete
    3. Golam mostofa

      Delete
  2. অতুলনীয়

    ReplyDelete
  3. সত্যি অতুলনীয়

    ReplyDelete
  4. এটা কাজী নজরুল ইসলামের লেখা না?

    ReplyDelete
    Replies
    1. আমি সেটাই জানতাম।

      Delete
    2. না। এটা গোলাম মোস্তফার লেখা; প্রার্থনা সংগীত।

      Delete
    3. এটা আমাদের কবি কাজি নজরুল ইসলামের লেখা। কেঊ ভুল তথ্য দিবেন না প্লিজ। ভালো করে জেনে তথ্য দিবেন।

      Delete
    4. আপনিই না জেনে বলবেন না pls

      Delete
  5. আল্লাহর গুনগানের জন্য এর চেয়ে ভালো কোন সংগীত আছে বলে আমার জানা নেই।

    ReplyDelete
  6. সুন্দর আমাদের জাতীয় সংগীত হলে কতই না ভাল হতো

    ReplyDelete
  7. আলহামদুলিল্লাহ।

    এঁরাই কবি। কবি।

    ReplyDelete
  8. খুব সুন্দর

    ReplyDelete
  9. সঙ্গীত টা যতবার শুনি মনটা ততবারই শীতল হয়ে যায়।

    ReplyDelete
  10. অসাধারন একটি সঙ্গীত

    ReplyDelete
  11. মনে হচ্ছে, কোথাও ভূল হচ্ছে। কবিতাটি সম্ভবতঃ কাজী নজরুল ইসলামের লিখা।

    ReplyDelete
  12. কাজী নজরুল ইসলামের লেখা

    ReplyDelete
    Replies
    1. Na Golam Mostofar laka 😌

      Delete
    2. kire bhai sobair boye lekha kaji nozrul islam er lekha.matha thik ass😑

      Delete
  13. এটা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর।

    ReplyDelete