হে খোদা দয়াময় রহমান রহিম
হে খোদা দয়াময় রহমান রহিম
হে বিরাট, হে মহান, হে অনন্ত অসীম।।
নিখিল ধরণীর তুমি অধিপতি
তুমি নিত্য ও সত্য পবিত্র অতি
চির অন্ধকারের তুমি ধ্রুব- জ্যোতি
তুমি সুন্দর মঙ্গল মহামহিম।।
তুমি মুক্ত স্বাধীন বাধা- বন্ধনহীন
তুমি এক তুমি অদ্বিতীয় চিরদিন
তুমি সৃজন- পালন- ধ্বংসকারী
তুমি অব্যয় অক্ষয় অন্ত- আদিম।।
আমি গুনাহগার পথ অন্ধকার
জ্বালো নুরের আলো নয়নে আমার
আমি চাইনা বিচার হাশরের দিন
চাই করুনা তোমারি ওগো হাকিম।।
-গোলাম মোস্তফা-
অতিব সুন্দর লেখা।মনটা ভরে গেল।
ReplyDeleteসুর দিয়ে গাইলে অারো সুন্দর লাগে
DeleteAlhamdulillah nice
DeleteGolam mostofa
Deleteঅতুলনীয়
ReplyDeleteসত্যি অতুলনীয়
ReplyDeleteMash allah
ReplyDeleteএটা কাজী নজরুল ইসলামের লেখা না?
ReplyDeleteআমি সেটাই জানতাম।
Deleteনা। এটা গোলাম মোস্তফার লেখা; প্রার্থনা সংগীত।
DeleteNa via
Deleteএটা আমাদের কবি কাজি নজরুল ইসলামের লেখা। কেঊ ভুল তথ্য দিবেন না প্লিজ। ভালো করে জেনে তথ্য দিবেন।
Deleteআপনিই না জেনে বলবেন না pls
Deleteআল্লাহর গুনগানের জন্য এর চেয়ে ভালো কোন সংগীত আছে বলে আমার জানা নেই।
ReplyDeleteসুন্দর আমাদের জাতীয় সংগীত হলে কতই না ভাল হতো
ReplyDeleteআলহামদুলিল্লাহ।
ReplyDeleteএঁরাই কবি। কবি।
খুব সুন্দর
ReplyDeletehmm
Deleteসঙ্গীত টা যতবার শুনি মনটা ততবারই শীতল হয়ে যায়।
ReplyDeleteঅসাধারন একটি সঙ্গীত
ReplyDeleteমনে হচ্ছে, কোথাও ভূল হচ্ছে। কবিতাটি সম্ভবতঃ কাজী নজরুল ইসলামের লিখা।
ReplyDeleteঠিক
Deleteনা মোস্তফা কামাল, আমাদের স্কুলের প্রর্থনা সংগীত ছিল
Deleteকাজী নজরুল ইসলামের লেখা
ReplyDeleteNa Golam Mostofar laka 😌
Deletekire bhai sobair boye lekha kaji nozrul islam er lekha.matha thik ass😑
Deleteএটা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর।
ReplyDeletethik bolsen
Delete