ইসলামী সঙ্গীত লিরিক্স

Tuesday 26 July 2011

Ahlan Sahlan- Mahe Ramjan

Ahlan Sahlan- Mahe Ramjan
Welcome Assalam.
Mahe Ramjan, Given By Allah, Allahu Subhan.
Ramjan Is Not Only Reciting Qur-an,
It’s a Training Period For The Nation.
Ramjan Tells Us `Be Afraid Of Allah.’
Ramajn Teaches Us `Obey Rasulallah.’
Remove Sinful Action.
Ramjan Not Only Fasting Starvation,
Sacrificing Himself For The Whole Nation.
Ramjan Calls Muslim For The Unity,
Raise Humanity And Equality.
Remove Discrimination.

Lyrics : Abdus Shakur Tuhin, Tune : M.R.Mamun

Days Have Been Passed Away

Days have been passed on.
Nights have been passed on.
Nothing was done, Nothing begun.
I don’t know, What’ll I say in the return day.
Night has been passed away In sleeping, only sleeping.
Passed in vain-the morning noon and evening.
I didn’t call you, Even remember you.
I don’t know What’ll I say in the return day.
I have bended my head being afraid of you.
Forgive me, and flow on me your blessing dew.
I’m not hopeless, Optimistic on bless.
So pardon me And guide to the right way.


Lyric : Abdus Shakur Tuhin

La Yarhamullah

La Yarhamullah
Mallam Yarhaminnas.
The sky is crying with the
Human lamentation.
Opressed are crying for food,
Cloth and habitation.
Why you are sleeping,
when they are crying ?
Fight for them and be conscious.
Look those who pass their days
Under open sky,
Summer-winter no matter,
Living with dog and fly.
For them you must stand,
Raise your helpful hand.
Fight for them and be conscious.

Lyric & Tune : Abdus Shakur Tuhin

বৃষ্টির গান

আহা বৃষ্টি কি যে বৃষ্টি
এই মন ছুঁয়ে ছুঁয়ে যায়
রিমঝিম নুপূরের ছন্দ তালে
ভেজা ভেজা ঘন বরষায় ।।

আম জাম কাঁঠালের বনে
কোলা ব্যাঙ ডাকে ক্ষনে ক্ষনে
ফোটা ফোটা বৃষ্টি ঝরে অবিরাম
ভেজা ভেজা ঘন বরষায় ।।

আকাশে ঘন কালো মেঘের ছড়াছড়ি
মনে হয় যেন কোন মেঘ রূপসী
এল কেশ দিয়েছে ছাড়ি

ঐ দূর বিজনের বনে
নাচে মন কদমের ঘ্রাণে
থোকা থোকা কেয়া রঙণ
ফোটে ভেজা ঘন বরষায় ।।

কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ

মে দিবসের গান

আজ মে দিবসে এসো ভাই
এসো মুক্তির গান গেয়ে যাই
এসো বঞ্চিত নিপীড়িত অসহায় মানুষ যত
এসো শোষিতের পাশে দাঁড়াই।।

শ্রমিকের ঘামে ভেজা এই জনপদ
লাঞ্চনা বঞ্চনা হয় যেন রদ
মজলুম এক সাথে তোলরে আওয়াজ
সব মানুষের যেন অধিকার পাই।।

দুনিয়ার মজদুর হাত রাখো হাতে
অধিকার আদায়ে রই একসাথে
ঘামে ভেজা এই দেহ শুকানোর আগে
সব শ্রমিকের যেন অধিকার পাই।।

কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ

বৈশাখ এসেছে আবার

বৈশাখ এসেছে আবার
নতুন পাতায় নতুন আশায়
রাঙাতে জীবন সবার
বৈশাখ এসেছে আবার।।

নীল আকাশ কালো করে বৈশাখ এলো
রুদ্র ঝড়ের টানে বৈশাখ এলো
নতুন ধানের ঘ্রানে খুশীর জোয়ার
ছড়াতে হৃদয়ে সবার
বৈশাখ এসেছে আবার।।

বটতলে মেলা বসে দারুন উৎসব
প্রভাতের সমীরণে পূতঃ বৈভব।।

আজ তবে ভুলে যাব সব ভেদাভেদ
পুরোনো দিনের ব্যথা দুঃখ ক্লেদ
নতুন দিনের হবে যাত্রা শুরু
হৃদয়ে স্বপ্ন অপার
বৈশাখ এসেছে আবার।।

কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ

রাত নিঝুম জোছনায় ভরেছে আকাশ

রাত নিঝুম জোছনায় ভরেছে আকাশ
জোনাকি আলো ঝিরিঝিরি দক্ষিনা বাতাস।।

নিরব রাত্রি আহা কি যে মধুময়
দ্বাদশীর চাঁদ একা একা জেগে রয়
হাসনাহেনা ও জাগে ছড়িয়ে সুবাস।।

তামাম পৃথিবী যেন নিথর হয়ে
প্রভূর প্রেমের ভারে পড়েছে নূয়ে
পড়েছে নূয়ে আজ এ মনেরও আকাশ।।

মনের মিনারে যত গান যত সুর
প্রভূর রহম দানে হয় সুমধুর
দক্ষিনা পবনে যেন সুখেরও আভাস।।

কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ

পূর্ণিমা চাঁদ হাসে দূর আকাশে

পূর্ণিমা চাঁদ হাসে দূর আকাশে
জোছনারা লুটোপুটি খায়
মধুময় এই রাতে কামিনীর সুরভীতে
মন শুধু তোমাকেই চায় (প্রভু )

অগনন তারা জ্বলে মিটিমিটি আঁধারে
তোমার প্রেমের গান শুনি আমি ঈথারে
মন শুধু পড়েছে নূয়ে
তোমারই করুনার আশায় ( প্রভু )

সিজদায় নতজানু আমার এই মন
তোমারই রহম যেন পাই সারাক্ষন

তটিনির বাঁকে বাঁকে সারি সারি কামিনী
জোনাকির মিছিলে মুখরিত যামিনি
মন শুধু পড়েছে নূয়ে
তোমারই করুনার আশায় (প্রভু)।।

কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ

দু'চোখের সীমানায় সবুজ খামের চিঠি

দু'চোখের সীমানায় সবুজ খামের চিঠি
মুগ্ধ নয়নে দেখি অপরূপ পরিপাটি।।

ফসলের মাঠে মাঠে ঢেউ খেলে যায়
উদাসী হাওয়া শাখে কোকিলেরা গায়
যতদুর চখ যায় অবারিত হয়
সবুজের কোমল পাটি।।

মহুয়ার শাখে দোলে দোয়েলেরা হায়
পাল তোলা নায় মাঝি ভাটিয়ালী গায়
বাংলার রূপ আহা কি যে অপরূপ
কি নিপুন নিখাঁদ খাঁটি।।

কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ