ইসলামী সঙ্গীত লিরিক্স

Saturday, 15 June 2013

পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি




পদ্মা মেঘনা যমুনার তীরে
আমরা শিবির গড়েছি
শপথের সঙ্গিন হাতে নিয়ে সকলে
নবীজির রাস্তা ধরেছি
আমরা শিবির গড়েছি।

এই শিবিরের শান্তিছায়ায়
মজলুম মানবতা নেবে যে গো ঠাঁই
মানুষ গড়ার এই আঙ্গিনায়
আল কোরানের বাণী পড়েছি
আমরা শিবির গড়েছি।।

আমাদের কেহ তিতুমীর হয়ে
জালিমের কন্ঠ রুখবে
শরীয়তুল্লাহর ইসলামী বিপ্লব
ছাত্র জনতা গড়বে।

এই জিহাদের দীপ্ত শপথে
পথচলা শুরু হোক তবে আজি হতে
শান্তি আনবো বিশ্ব জগতে
সত্য শপথ করেছি
আমরা শিবির গড়েছি।।

শাহজালালের পুণ্য জিহাদে
একদিন জনগণ জাগবে
শাহ মাখদুমের সংগ্রামী ছোঁয়া
প্রানে প্রানে সকলের লাগবে।

হে মহাদিশারী আলোর কাফেলা
জেগে ওঠো জেগে ওঠো তবে এই বেলা
মুক্তির সূর্য উদয়ের লগ্নে
তারি আয়োজন আজ করেছি।
আমরা শিবির গড়েছি।।

52 comments:

  1. মা-শা-আল্লাহ

    ReplyDelete
    Replies
    1. মাশাল্লাহ

      Delete
  2. i still a favourite one 😊

    ReplyDelete
  3. মাশা-আল্লাহ

    ReplyDelete
  4. Bics is the best organisation in Bangladesh.

    ReplyDelete
  5. মাশাল্লাহ

    ReplyDelete
  6. ➤--🌺 ⃟ ⃟ ⃟ ╼মাশাআল্লাহ╾ ⃟ ⃟ ⃟➤--🌺

    ReplyDelete
  7. মাশাআল্লাহ

    ReplyDelete
  8. মাশাআল্লাহ

    ReplyDelete
  9. মাশাল্লাহ

    ReplyDelete
  10. কোনো একদিন কালমার এই পতাকা উড়বেই উড়বে,জালিমদের সকল পরিকল্পনা বাঞ্চাল করে বিজয় সুনিশ্চিত ইন-শাহ-আল্লাহ 💟

    ReplyDelete
  11. মাশাআল্লাহ

    ReplyDelete
  12. মাশা-আল্লাহ

    ReplyDelete
  13. আমি শিবির

    ReplyDelete
  14. মাশাল্লাহ্, প্রিয় একটি গান

    ReplyDelete
  15. মাশাল্লাহ

    ReplyDelete
  16. মাশাআল্লাহ

    ReplyDelete
  17. মাশাল্লাহ❤️

    ReplyDelete
  18. মাশাআল্লাহ ❤️❤️❤️

    ReplyDelete
  19. পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি।
    শিবির ছিলো আছে থাকবে ইনশাআল্লাহ।

    ReplyDelete
    Replies
    1. ইনশাআল্লাহ

      Delete
    2. ইনশাআল্লাহ

      Delete
  20. মাশাল্লাহ

    ReplyDelete
  21. মাশাআল্লাহ 🥰

    ReplyDelete
  22. ইসলামী ছাত্রশিবির জিন্দাবাদ

    ReplyDelete
  23. বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির

    ReplyDelete
  24. আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ

    ReplyDelete
  25. Masallah priyo songoyon

    ReplyDelete
  26. মাসা আল্লাহ

    ReplyDelete
  27. মাশাআল্লাহ,💝

    ReplyDelete
  28. মাশাআল্লাহ

    ReplyDelete
  29. মাশাআল্লাহ

    ReplyDelete
  30. প্রাণের কাফেলা।

    ReplyDelete
  31. মাশাআল্লাহ

    ReplyDelete
  32. মাশাআল্লাহ

    ReplyDelete
  33. মাশাআল্লাহ 💖💗

    ReplyDelete
  34. মাশাল্লাহ

    ReplyDelete
  35. 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

    ReplyDelete
  36. মাশাআল্লাহ

    ReplyDelete
  37. মাসায়াল্লাহ

    ReplyDelete
  38. মাশাআল্লাহ অনেক সুন্দর

    ReplyDelete
  39. মাশাল্লাহ

    ReplyDelete