ইসলামী সঙ্গীত লিরিক্স

Wednesday 28 September 2011

বেকায়দায়- লেডিস ফাস্ট

রম্য গান- বেকায়দায়- লেডিস ফাস্ট

ডাইনে বায়ে দেখতে মানা
সামনে পিছে চলতেও মানা
পড়িয়া গেলাম বেকায়দায়...।।

শার্ট পড়িয়া প্যান্ট পড়িয়া
মাইয়ারা ভাই পুলা হয়
হাতে চুড়ি কানের দোলে
পুলারাও পিছে নয়
কোনটা পুলা কোনটা মাইয়া
চেনা হয়গো ভিসন দায়...।।

ভার্সিটি কলেজে গেলে
চাইয়া দেখি গাছ তলায়
বৃত্ত হইয়া পুলা মাইয়া
একই সাথে প্রেম খেলায়
পুলা মাইয়ার ঢং দেখিয়া
ইবলিশে হার মাইনা যায়...।।

লাজ শরমের মাথা খাইয়া
মাইয়ারা শপিং এ যায়
গলাতে গামছা ঝুলাইয়া
পুরুষ পুরুষ ভাব দেখায়
আল্লায় জানে সামনে কি হয়
লেডিস ফাস্টের দুনিয়ায়...।।

কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ

এফডিসি

রম্য গানঃ এফডিসি
কলেজ তো নয় যেন এফডিসি
দাদা দাদি বইসা থাকে কাছাকাছি
লজ্জায় বাঁচিনা কি যে করি বলনা
জুটির বাহার দেখো ছিঃ ছিঃ ছিঃ...।।

ক্লাসের বারান্দা লুকুরের ঘাট যেন
পার্কের মনোরম পরিবেশ
ক্লাস্টাস ফাঁকি দিয়া গার্লফ্রেন্ড সাথে নিয়া
হাম্বা হাম্বা করে মোখলেছ
নাই কোন ভেদাভেদ জুনিয়র সিনিয়র
লজ্জায় মরমে মরেছি...।।

জিন্সের পড়ে প্যান্ট, সাথে নিয়ে বয়ফ্রেন্ড
হেঁটে চলে যেন কোন নায়িকা
ভাব দেখে বাঁচিনা মনে মনে কারিনা
ঘোমটার মাঝে নাচে খেমটা
এই সব দেখে ঐ ইবলিশ বেটা বলে
তোমাদের ছেড়ে আমি ভাগছি...।।

নির্ঘুম রাত কেটে যায়

নির্ঘুম রাত কেটে যায়
দুঃখের বাণে ভাঙ্গে বুক
কতদিন কতরাত যায় কেটে যায় মাগো
দেখিনা তোমার ঐ মুখ।।

সেই যে কবে মাগো দেখেছি তোমায়
জুড়িয়ে তৃষিত নয়ন
তোমার স্নেহের ক্ষুধা আমাকে কাঁদায়
কাটেনা বিরহী লগন
বেদনার ঢেউ দোলে হৃদয়ে আমার
অশ্রু প্লাবনে ভাসে চোখ।।

কষ্টের হিমালয় তোমার বুকে মাগো
রেখেছো হাসির আড়ালে
তোমার দুঃখের ভার সইবো কি করে বলো
মন পুড়ে তুষের অনলে
বেদনার ঢেউ দোলে হৃদয়ে আমার
অশ্রু প্লাবনে ভাসে চোখ।।

কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ

গরম গরম কিযে গরম গরম চারদিকে

গরম গরম কিযে গরম গরম চারদিকে
এই গরমে বেঁচে থাকার স্বপ্ন হলো ফিকে।।

বাজারে মাছের দরে লাগ্লো আগুন গরম গরম
সবজি আলো পটল কিনতে লাগে শরম শরম
চাল ডাল তেল মরিচের মুল্য এখন আকাশ ছোঁয়া
এখন আর একশ টাকায় পদ্মার ইলিশ যায় না পাওয়া
দ্রব্য মূল্যের এত উর্ধ গতি কেনরে ভাই
মধ্যবিত্তের এখন বেঁচে থাকা হলো যে দায়।।

দেশে আজ বইছে হাওয়া উলটো হাওয়া গরম গরম
নেতাদের কীর্তি কলাপ শুনতে লাগে শরম শরম
ক্ষমতার অপব্যায় আর র‍্যাব পুলিশের বাহাদুরি
ক্ষমা নেই নেইরে ক্ষমা যতই কর ছলচাতুরি
দাদা আর মাসি পিসির আর্শীবাদেই তুষ্ট তারা
মনেতে প্রশ্ন সবার কোন দেশে হায় আছি মোরা।।

কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ

আমরা দিশারী

দিশারী শিল্পী গোষ্টি সিলেট এর দলীয় সংগীত
আমরা দিশারীঃ
সত্যের কথকতা গানে গানে সুরে সুরে
আমরা করছি জারি
আমাদের কথা গান ছন্দ সুরে
কেটে যাবে ঘোর আঁধারি
আমরা দিশারী...
আমরা সত্যের দিশারী।।

গান নয় সুর নয় নয় কবিতা
এ যেন সত্যের পূতঃ বারতা
আমাদের অভিনয় আমাদের পরিচয়
মুছে যাবে সমাজের সব জড়তা।।

গড়বো সুন্দর সোনালী স্বদেশ
সত্যের মোহনায় সুবিমল আবেশ
আমাদের কথা গান অভিনয় সুর ও তান
বিশ্বাসী কোরাসের সুর লহড়ী।।

কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ

নতুন নতুন পল্লবে আজ খুশীর শিহরন

দিশারী শিল্পী গোষ্টির ৩৪ পূর্তি

উৎসবের গানঃ
নতুন নতুন পল্লবে আজ খুশীর শিহরন
বৃষ্টি জলে সিক্ত সবার মন
নতুন নতুন গল্প গানের মধুর আয়োজন
উৎসবে আজ সবার নিমন্ত্রন।।

এই আয়োজন ধন্য হবে খোদার করূনায়
হেরার পথে ডাক দিয়ে যাই ছন্দ কবিতায়
সুরের দোলায় নাট্য গানের মধুর আয়োজন
বিশ্বাদের প্রানে প্রানে জাগুক তোমার মহিমায়
আমাদের এই ক্ষুদ্র আয়োজন।।

মন পবনের পাল ভেসে যায় তেপান্তরের গায়
আলোর পথে ডাল দিয়ে যাই আয়রে ছুটে আয়
আর কত কাল রইবি ঘুমে ওরে বেখবর
জানিস না তুই আঁধার শেষে আসবে নতুন ভোর

সবুজ হবে মনের মিনার সতেজ হবে প্রান
আল্লহ নামের গান ধরেছি আল্লাহ নামের গান
হাজার মিলন মেলায় খুশীর কলরব
গানে গানে মুখর আজি 'দিশারী'র" উৎসব
নতুন আলোয় উঠবে হেঁসে সবুজ সবুজ মন
ফুলে ফুলে ওলির গুঞ্জরন।।

কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ

Saturday 24 September 2011

তোমার আগমনে আলোকিত হলো ত্রিভূবন

তোমার আগমনে আলোকিত হলো ত্রিভূবন
তোমার প্রেমের সুষমাতে ধন্য হলো এ জীবন
রাসুল তোমারই স্মরনে শুনি
ঈশারে ঈথারে নব গুঞ্জন
বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ্দুজা বিজামালিহি
হাসুনাত জামিয়ু খিসওয়ালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি

ঊষার মরুর বুকে তুমি এলে
আলোর শীতল ধারা ছড়িয়ে দিলে
আলোর পরশ মেখে প্রানে প্রানে
ছড়ালে নতুন আশার শিহরন
বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ্দুজা বিজামালিহি
হাসুনাত জামিয়ু খিসওয়ালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি

অথৈ প্রেমের শুধা হৃদয়ে তোমার
জান্নাতি রঙ্গে মন রাঙালে সবার
ধুসর মরুর বুকে ছড়ালে আহা
ছড়ালে নতুন আশার শিহরন
বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ্দুজা বিজামালিহি
হাসুনাত জামিয়ু খিসওয়ালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি

কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ

মনটা যদি হইতো পূবাল হাওয়া

মনটা যদি হইতো পূবাল হাওয়া
হইতো যদি শুভ্র কবুতর
মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারই পথে
যেথায় আমার প্রিয় নাবী ঘুমায় নিরন্তর ।।

মনের মিনার উতল নিরবধী
কাবার গিলাফ ছুঁয়ে দিতাম যদি
রওজা জিয়ারতের আশায় পিয়াসী অন্তর
যেথায় আমার প্রিয় নাবী ঘুমায় নিরন্তর ।।

মেঘ ময়ূরী পশ্চিমেতে যেও
আমার সালাম নবীর দেশে দিও
তাঁর বিরহে দু'চোখ ভাসে জলে...

কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ

জান্নাতই হলো তার বিনিময়

ফুলে ফুলে রাঙা নয় ঈমানের পথ
এই পথ সীমাহীন মরুময়
ত্যাগের মহিমা নিয়ে সারাটা জীবন
পুড়ে পুড়ে মুমিনেরা খাটি হয় ।।

মনে পড়ে বেলালের সেই ইতিহাস
কতনা জুলুম সয়ে কত পরিহাস
আহাদ আহাদ বলে কেঁদেছে কেবল
মানেনি মানেনি তবু পরাজয় ।।

চোখে যার দোল খায় খাবাবের মুখ
শাহাদাত পেতে সে যে থাকে উন্মুখ
হানজালা হামজার বিজয় গাঁথায়
খুজে পায় মুমিনের পরিচয় ।।

ঈমানের পথে আজও হলে আগুয়ান
দিতে হয় কত খুন দিতে হয় প্র্রাণ
কারাগারে কেটে যায় কত রাত দিন
জান্নাতই হলো তার বিনিময় ।।

কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ

Friday 23 September 2011

হিজল বনে পালিয়ে গেছে পাখি

হিজল বনে পালিয়ে গেছে পাখি
যতই তারে করুন কেঁদে ডাকি
দেয়না সাড়া নীরব গহীন বন
বাতাসে তার ব্যথার গুঞ্জরণ

কোথাও সাগর আকাশ মুখোমুখি
কিংবা পাতা ফুলের লুকোলুকি
কারো ঝরার নীবির নিমন্ত্রন
যেমন দিবস রাতের আলিঙ্গন

বিচিত্র এ অনন্ত সংসার
সবাই শুধু ছুটছে দুর্ণিবার
পাখির পাখায় সময় সন্দীপন
হৃদয় বুঝি তাই করে ক্রন্দন

কথাঃ কবি গোলাম মোহাম্মদ
শিল্পীঃ সাইফুল্লাহ মানসুর

জীবন তরী বাইতে গিয়ে

জীবন তরী বাইতে গিয়ে
যদি কোনদিন আমি করে ফেলি ভুল
ক্ষমা করে দিও সেই ভুল
সেই ভুল ধরে রেখোনা।

এতদিন আমি ছিলাম তীরে
ছিল না কোনো ভয় হৃদয় নীড়ে
আজ তরী বাইতে গিয়ে কেন কাঁপে আমার হিয়া
সেই কথা আমি,
আমি আজও জানি না।

আজ যে সুখ আছে কাল রবে না
পরশু দুঃখ এসে দেবে যন্ত্রনা
নদীর ঐ শান্ত জলে কোনদিন ঝড় উঠিলে
দুঃখের দিনে তুমি,
তুমি ভুলে যেওনা......


বল তো কার ইশারায়

বলতো কার ইশারায়
গোলাপ তার গন্ধ বিলায়
বলতো কার ইশারায়
মেঘের পাহাড় বৃষ্টি ঝরায়
এই দুনিয়ায়...এই দুনিয়ায়...

বলতো কার ইশারায় হাসে চাঁদ আকাশে
জোনাকি দেয় যে আলো মায়াবী আবেশে x2
সে কথা ভেবে ভেবে মন আমার যায় হারিয়ে
দূর অজানায়...দুর অজানায়...

বলতো কার ইশারায় সাগর জলধি
দোলে উঠে জোয়ার ভাটায় নিরবধি
বলতো কার ইশারায় রাসুল মরু সাহারায়
কোরানের আলো নিয়ে আঁধারের আঙ্গিনায়

কার এমন সৃষ্টি বলো এ জীবন ধন্য হলো
যার উসিলায়......যার উসিলায়......

মরতেই হবে যখন শহীদি মরন দিও আমাকে

মরতেই হবে যখন শহীদি মরন দিও আমাকে
শাহাদাত জানি শুধুই জীবন
সে জীবন দিও আমাকে।

মরনেও সুখ আমি পাব জানি শাহাদাতে
হিসেব ও নিকেশ হতে ত্রান আছে জানি শাহাদাতে
তাই মিনতি তোমার কাছে
হাজার শাহাদাত দিও আমাকে।

রোগে শোকে মরন দিও না আমায়
বিপদে মুসিবতে নিওনা আমায়
এমন মৃত্যু দিও চোখ বুঝে যেন দেখি তোমাকে।


Monday 19 September 2011

টিক টিক টিক টিক

টিক টিক টিক টিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে
কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ।।

ঝকঝক ফকফক করে যদ্দিন ঘড়ি চেহারা
তদ্দিন তারে কিনতে চায় যে খরিদ দারেরা
সময় মত সময় দিলে সব খানে বিরাজে ।।

চকচক তকতক জীবন ঘড়ি করে যতদিন
দাম খাকে তার সবার কাছে বদ্ধু তত দিন
মনের মধুরি মিশিয়ে সাজায় নানান সাজে ।।

হায় হায় হায় হায় আসল ঘড়ির অর্থ বুঝলাম না
সময় থাকতে সময়ের মূল অর্থ খুজলাম না
খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে ।


যায় যায় যায় যায় দিন চলে যায় কোরান পড়লাম না
কত নোভেল পড়লাম নাটক পড়লাম হাদিস ধরলাম না
সত্যি কারের খাটি মুমিন মুসলিম হলাম না যে ।।