ইসলামী সঙ্গীত লিরিক্স

Saturday 31 July 2010

ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এল রে দুনিয়ায়

ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এল রে দুনিয়ায়
আয় রে সাগর আকাশ বাতাস, দেখবি যদি আয়।।

ধুলির ধরা বেহেশ্ত আজ
জয় করিল, দিল রে লাজ,
আজকে খুশীর ঢল নেমেছে ধূসর সাহারায়।।

দেখ আমিনা মায়ের কোলে
দোলে শিশু ইসলাম দোলে,
কচি মুখের শাহাদাতের বানী সে শোনায়।।

আজকে যত পাপী তাপি
সব গুনাহের পেল মাফি
দুনিয়া হতে বে-ইনসাফী জুলুম নিল বিদায়।।

নিখিল দরুদ পড়ে ল'ইয়ে ও নাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসাল্লাম
জীন পরী ফেরেশ্তা ছালাম জানায় নবীর পায়।।

-কাজী নজরুল ইসলাম-

নিখিলের চির সুন্দর সৃষ্টি

নিখিলের চির সুন্দর সৃষ্টি
আমার মোহাম্মদ রসুল
কুল মাখলুকাতের গুল্বাগে
যেন একটি ফোটা ফুল।।

নুরের রবি যে আমার নবী
পুণ্য করুনা ও প্রেমের ছবি
মহিমা গায় তারি নিখিল কবি
কেউ নয় তার সমতুল।।

পিয়ারা নবী যেই এলো দুনিয়ায়
হাসিল নিখিল আলোক- আভায়
পুলক লাগিল তরু ও লতায়
খুশিতে সবাই মশগুল।।

আঁধার রাতের সে যে চাঁদের কিরণ
করু সাহারার বুকে সুধা বরিষন
নীরব ধরার গুল বাগিচাতে যেন
গান গেতে এল বুলবুল।।

-গোলাম মোস্তফা-

কোন এক শিল্পীর

কোন এক শিল্পীর শিল্পে ভরে আছে পৃথিবী
যার মহিমা বুকে এঁকে বন-বনানীর সবুজ সবি
সেই শিল্পীর জন্যে আমার
জীবনের সকল গীতিকা
পুষ্প নিয়ে এই মালিকা।

নিসর্গ মগ্ন প্রকৃতির দেশে
যেদিকে তাকাই খুঁজে পাই তারে শেষে
মৌন ফুলের বুকে তারই সুধা
কোকিলের তানে তার স্বরলিপিকা।।

মরন নদীর গিয়ে ওপারে
পাবই খুঁজে আমি পাব যে তারে
যে জন চাইবে যা তা যেন পায়
আমি যেন পাই শুধু ফুলবীথিকা।।

-মোস্তফা শওকত ইমরান-

রাব্বুল আলামীন আল্লাহ মহান

রাব্বুল আলামীন আল্লাহ মহান
কোতী কোটি শুক্রিয়া
গাবো তারি গান।।

এই পৃথিবী
সাজানো এ সবই
কার ভালোবাসা আর মমতার দান
কে সে কে বলো এতো মেহেরবান।

চাঁদোয়া রাত
জোনাকীর আলো
ঝিক্মিক তারা
লাগে কি যে ভালো
কে দিলো
বলোতো
তাকে কি ভোলা যায়
ভুলে থাকা যায়
না না না না
ভোলা যায় না
ভোলা যায় না
ভুলে থাকা যায় না
ভুলে থাকা যায় না
তাকে তো ভোলা যায় না।
ভুলে থাকা যায়না
তাকে তো ভোলা যায় না।
আমরা সবাই আজ
তাঁরই গান গাইবো
তাঁরই দেয়া ইসলামে
আজীবন চল্বো।
আমরা সবাই আজ
তাঁরই গান গাইবো
তাঁরই রঙ্গে আমাদের
জীবঙ্কে রাঙ্গাবো
এ শপথ
এ দোয়া
কবুল করো হে আল্লাহ।
এসো তবে
আজ সবে
গেয়ে যাই
কোরানের আলোকে
জীবনের গান
সত্য সুন্দর
জীবনের গান

এসো ভাই সকলে
গেয়ে যাই জীবনে
কোরানের আলোকে
জীবনের গান
ঝলমনে রবি
সোনাঝরা পৃথিবীটা
অপরুপ ছবি
ফুলকলি হেসে উঠে
পাপড়ি মেলে
সে অনন্য শিল্পীর
তুলনা কি চলে
না না না না
তুলনা হয়না
তুলনা হয় না।

ফুলগুলো কি কথায়
হেসে ওঠে
কোন গানে পাখিদের
মুখ ফোটে
জানো কি না জানো না
বোঝো কি না বোঝো না
বলোতো
কে সে কে
তাকে কি ভোলা যায়
ভুলে থাকা যায়
ভোলা যায় না
ভোলা যায় না
ভুলে থাকা যায় না
সত্য সুন্দর জীবনের গান
রাব্বুল আলামীন
আল্লাহর গান
মহানবী মহানেতা
রাসুলের গান
ইসলামী জীবনের
বিজয়ের গান

-মাঞ্জুর মোয়াজ্জম-

মোরা হতে চাই

মোরা হতে চাই প্রিয়তম তোমার
মোদের কবুল কর হে পরওয়ার।।

মোরা হতে যেন পারি সত্যবাদী
যেমন ছিলেন আবুবকর
মোরা হতে যেন পারি নির্ভিক সৈনিক
যেমন ছিলেন নেতা ওমর
এই মোনাজাত তোমার কাছে খোদা
করি মোরা বার বার।।

তোমার কাছে একটি শপথ করছি মোরা
আনবো এবার আমরা নতুন স্রোতের ধারা
জাগাবো সকল ঘুমের পাড়া

সেই ধারাতে আসবে সুদিন
সাজবে ধরা নব সাজে
সেই ধরাতে কায়েম হবে ফের
খোদার বিধান এ সমাজে
দুঃখ যাতনা ঘুঁচবে সেদিন আর শান্তির আসবে জোয়ার।।

-সালমান আযামী-

আল্লাহ তুমি সৃষ্টিকারী

আল্লাহ তুমি সৃষ্টিকারী
সকল জীবের লালনকারী
তোমার নামে নিরবধি
জীবন পথে দেব পাড়ি।।

তোমার নামে পাখি গায়
ঝর্ণা ধারা ছুটে যায়
কুলুকুলু নদীর ঐ তান
কোকিলের ঐ কুহু তান
সবই তোমার সৃষ্টি প্রভু
তুমি সবার পালন কারী।।

মৌনতা ঐ আকাশে
ছবি আঁকা সবুজে
মুগ্ধ মধুর হৃদয় আমার
পায় খুঁজে যে রুপ তোমার
শিল্পীর সেরা শিল্পী তুমি
গাই যে গান তোমারি।।

-হাসান আখতার-

Friday 30 July 2010

যদি সাগরের জলকে কালি করি

যদি সাগরের জলকে কালি করি
আর গাছের পাতাকে করি খাতা
আর একে একে লিখে যাই মহিমা তোমার
তবুও রইবেনা একটিও পাতা।

তুমি মাঠ ভরে দিলে ফসলেও সম্ভার
সঘন বরষা দিলে রৌদ্রেরও উপহার
ভালবেসে দিলে প্রেম প্রীতি মায়া মমতা
আর একে একে লিখে যাই মহিমা তোমার
তবু রইবেনা একটিও পাতা।

যেমন দিয়েছ আলো তেমনি বাতাস
অন্তরে দিলে জ্ঞান আকাশ আকাশ

তুমি শেষ নবী দিলে আমাদেরও জন্য
যেন পথ ভুলে না হই পাপীদের মাঝে গন্য
ভালবেসে দিলে পাক- কোরানের বারতা
আর একে একে লিখে যাই মহিমা তোমার
তবু রইবেনা একটিও পাতা।

-রেজাউল করিম-

Saturday 24 July 2010

তোমার বন্দনার ভাষা খুঁজে পাইনা

তোমার বন্দনার ভাষা খুঁজে পাইনা,
কোন গানে ডাকি তোমায়
কোন সুরে ডাকি তোমায়
বুঝে আসে না।

আ আ আ আ
কোকিলের মত যদি কন্ঠে থাকিত সুর,
তোমার নামে গান গাইতাম সুমধুর।
দোয়েলের মত করে
মুহু মুহু মুহু স্বরে।
ডাকা হয় না।

জোছনা বিলিয়ে চাঁদ তোমাকে স্মরে,
সুবাস ছড়ায় সুল তোমার তরে।

সময়ের বাঁকে বাঁকে পথ চলা অবিরাম,
জীবনে প্রয়জনে অবিরত সংগ্রাম।
পাহাড়ের বুক চিরে
ঝর্ণার মত ধীরে/ নিভৃতে ধীরে ধীরে।
ডাকা হয় না।

কথা ও সুরঃ আব্দুস শাকুর তুহিন

রাসুলুল্লাহ

লাখো মানুষের ভিরে
এ চোখ খুঁজে ফিরে
সে মানুষ, যিনি শুধু একজন।

রাসুলাল্লা হাবীবাল্লা শাফিআল্লা নাবীআল্লা

দুশমন পথে তাঁর কাঁটা বিছিয়ে দিতো
হাসি মুখে তিনি তা সয়ে যেতেন
যদি কোনো একদিন থাকতোনা পথে কাঁটা
তার কথা ভেবে মনে দুঃখ পেতেন

হয়তো বিপদ তার নয়তো কোনো অসুখ
শত্রুর তরেও বিলিয়ে যেতেন সুখ
এসো তার মতো আজ ভালোবেসে যাই
সকলের তরে আজ নিজেকে বিলাই

অভাবীর দূঃখে তার ঝরতো চোখের জল
বুক ভরা বেদনার নদী বয় অবিরল
অনাহারী অভাগা অসহায়ের মুখে
নিজের খাবার তুলে দিতেন কত সুখে

আজকে এ পৃথিবীর অসহায় মানবতা
খুঁজে ফেরে তেমনি মানুষ একজন
অন্যায় প্রতিরোধে সাহসী পাহাড়
সত্য ও মুক্তির চির আপন

হাসান আল বান্না
(coming soon...)

Man Ahabba Lillah

Man Ahabba Lillah, Wa Abgodha Lillah.
Wa Mana’a Lillah, Wa A’ta Lillah.
Fa Qa Dis Takmalal Eman.
Allah Allah, Allahu Allah.

If u love someone then love for only Allah,
If u hate someone then hate for only Allah.
If u give something then give for only Allah,
If u give nothing, don’t give for only Allah.
Only for Allah, Only for Allah.
Everything should be done only for Allah.

There will be nothing to shade in the doomsday,
Everyone will be burnt by the hot sun ray.
Those who love each other only for Allah,
They’ll get shelter under shade of A’rshallah.
Allahu Allah, Allahu Allah,
Everything should be done only for Allah.



Lyric, Composition & Sung: Abdus Shakur Tuhin

Friday 23 July 2010

সময়ের গান

সময় সময় সময়ই হয়
সময় পথের বাধা,
কখনো সে জীবন হাসায়
কখনো সে কাঁদা ।।

সময় আনে পথের গ্লানী
সময় ধরে বাজি,
সময় ঘুমায় সময় সময়
কখনো বা তাজী ।
সময় সহজ সমীকরণ কিংবা কঠিন ধাঁধাঁ ।

সময় আনে অনেক প্রাণে
আঁধার কালো রাতি,
সময় জ্বালে স্বপ্ন সকাল
সময় আশার তাঁতী ।
আমার সময় বাগানে হায় ঝরে সজীব গাঁদা ।

কথা ও সুর : আব্দুস শাকুর তুহিন

Mother My Mother

None is so affectionate like her,
So kind with heartfelt love like her.
Mother….mother…mother, O dear mother.

In our childhood Who cared for us all the times.
Who did cover and guard over us All the nights.
Morning and evening, When we’re crying,
Who fed us and gave shelter.

Al Jannatu Tahta Akdamil Ummahat.

Redar Rob Fi Redal Walidayin.
Sakhatur Rob Fi Sakhatil Walidayin.
Love Allah Allah, Love Rasulallah.
And then love beloved mother.

Lyric & Tune: Abdus Shakur Tuhin

আমার যখন ফুরাবে দিন

হায়রে জীবন......
মৃত্যুই শেষ ঠিকানা
পৃথিবীর সবব্রে মুছে দেবে
(তখন আর কেউ সাথে থাকবেনা x2)

আমার যখন ফুরাবে দিন
আসবে গহীন রাতি
থেকো প্রভু এ জীবনে
হয়ে চির সাথী x2

জীবন নদীর দুকুল জুড়ে
আসলে অমানিশা
থাকবেনা আর দু'চোখ জুড়ে
একটু আলোর দিশা

সেদিন আমার সেদিন আমার সেদিন আমার
আঁধার গোরে তুমি থেকো বাতি
আসবে গহীন রাতি

আমার যখন ফুরাবে দিন
আসবে গহীন রাতি
থেকো প্রভু এ জীবনে হয়ে চির সাথী
আসবে গহীন রাতি

আমার আমার বলে যখন
কাউকে পাবোনে
(সেদিন আমার শুন্য হিয়ায়
তুমি থেকো শান্তনা x২ )

আঁখির আলো নিভবে যেদিন
মনে আলো দিয়ে
আসবেনা কেউ অন্ধ চোখে
একটু আলো নিয়ে x2

সেদিন আমার সেদিন আমার সেদিন আমার
আঁধার গোরে তুমি থেকো বাতি
আসবে গহীন রাতি

আমার যখন ফুরাবে দিন
আসবে গহীন রাতি
থেকো প্রভু এ জীবনে হয়ে চির সাথী
আসবে গহীন রাতি

আমার আমার বলে যখন কাউকে পাবোনা
সেদিন আমার শুন্য হিয়ায়
তুমি থেকো শান্তনা
তুমি থেকো শান্তনা

আঁখির আলো নিভবে যেদিন
মনের আলো দিয়ে
আসবেনা কেউ অন্ধ চোখে
একটু আলো নিয়ে

সেদিন আমার সেদিন আমার সেদিন আমার......
অন্ধ চোখে তুমি আলোর জ্যোতি
আসবে গহীন রাতি

আমার যখন ফুরাবে দিন
আসবে গহীন রাতি
থেকো প্রভু এ জীবনে হয়ে চির সাথী
আসবে গহীন রাতি

কথা, সুর ও কন্ঠঃ তারিক মুনাওয়ার

Thursday 22 July 2010

হাজার ফুলের মাঝে গোলাপ যেমন

হাজার ফুলের মাঝে গোলাপ যেমন
হাজার ছাত্রের মাঝে তোমরা তেমন।
স্বাগতম সুস্বাগতম,
তমাদের সুস্বাগতম।

তোমরা হলে দেশ ও জাতির ভবিষ্যত
সব বাধা পায়ে দলে,
সত্যের পথে চলে
নাওনা দৃড় শপথ।
থেমে যেওনা কভু সংশয়ে
দেশ গড়ার দৃড় প্রত্যয়ে।
মাড়িয়ে দাও পথ দুর্গম।

হাজার স্বপন দেয় যে উঁকি মা-বাবার বুকে
স্বপ্নের চাষ কর,
জীবনের হাল ধর
কঠিন স্রোতের মুখে।
স্বপ্নের মোহনায় চলো চলো
ঝড় এলে পাল তোলো পাল তোলো।
গান গাও জীবনের হরদম।

আব্দুস শাকুর তুহিন

আমার হাতের কলমটা হায়

আমার হাতের কলমটা হায়
কোথায় জানি হারিয়ে গেছে,
কলম! না, সে তুর্ণ শায়ক-
মরীচাতে জড়িয়ে গেছে।

খাতায় আমার নেইকো পাতা
বিরান ফাঁকা শুষ্ক মরু,
উধাও! একি! পাইনা খুঁজে
ছায়া দেবে- এমন তরু।
কলম খাতার শোকে আমার
শব্দ পুকুর শুকিয়ে গেছে।

পাখির ডানায় নেইকো পালক
কেম্নে ডাকে কুহু,
আঁৎকে উঠি, একি শুনি!
কুহু তো নয়, উহু!

আমার কলম আমার খাতা
দে ফিরিয়ে সময়-বাজ,
পাখির ডানায় পালক দে তুই
তার স্বরে সে ডাকুক আজ।
শকুন- শেয়াল বাদ দে খেয়াল,
আকাশ নদি বাণ ডেকেছে।

আব্দুস শাকুর তুহিন

হাসো প্রান খুলে হাসো

হাসো প্রান খুলে হাসো
ধীরে কিবা জোরে হাসো,
বোকা বানিয়ে হাসো
হেসে হেসে সুখে ভাসো,
হাসির জোয়ারে সবে হওগো আকুল,
এপ্রিল ফুল, আজি এপ্রিল ফুল।

গ্রানাডার মসজিদে জ্বললো আগুব এই দিনে হায়,
অসহায় বন্দি মুস্লিম মা বোন পুড়ে হলো ছায়।
এ কি হাসির কথা!
একি স্বপ্রের কথা!
কোন লজ্জায় হাসো! হায়রে বেভুল!
এপ্রিল ফুল, ধিক! এপ্রিল ফুল!

বিশ্বজুড়ে আজো কত ফার্দিনান্দ জেগেছে,
তোমাদের রক্তে ওদের কালো হাত রেঙ্গেছে।
আর ঘুমাবে কত!
বসে থাকবে কত!
কোন লজ্জায় হাসো! হায়রে বেভুল!
এপ্রিল ফুল! ধিক! এপ্রিল ফুল!

হাসো প্রান খুলে হাসো
ধীরে কিবা জোরে হাসো,
বোকা বানিয়ে হাসো
হেসে হেসে সুখে ভাসো,
ধিক! শত ধিক! হাসো কন লজ্জায়!
গ্রানাডার মসজিদ কাঁদে নিরালায়।

আব্দুস শাকুর তুহিন

আমাদের বুকে জ্বলে কোরানের নুর

আমাদের বুকে জ্বলে কোরানের নুর
আমাদের বুকে বাজে কোরানের সুর।
মেনে নেবো না- না না নেবো না,
আল কোরানের অবমাননা-
হোক না এই পথ যত বেদনা বিধুর।

আমাদের দুচোখে স্বপ্ন ভাসে
গড়বো সমাজ কোরানের,
যায় যদি চলে যাক জীবন আমার
ভয় করিনা মরনের।
এ পথের বাঁকে বাঁকে আসলে বাঁধা
ভয় পেয়ে থেমে যাবো না।

ওমরের পথ ধরে মতিন সেলিম
চলে গেছে প্রিয় রশিদুল,
শীষ মোহাম্মদ শাহাবুদ্দীন
ওরা হলো জান্নাতী ফুল।

আকাশের সুর্যটা হয়ে যাবে ম্লান
কোরানের বানী অম্লান,
জেগেছে এখানে শত কোটই বীর
শত্রুরা হও সাবধান।
খোলাফায়ে রাশেদার সোনালী পথে
আমাদের পদচারনা।

কথা ও সুরঃ আব্দুস শাকুর তুহিন

মনের আকাশ মেঘলা আমার

মনের আকাশ মেঘলা আমার
মনের আকাশ মেঘলা,
চলছি পথে একেলা।

একলা পথে হাতছানি দেয় আঁধার অমানিশা,
হৃদয় ঘরে বসত করে দিশেহারা দিশা।
আমায় নিয়ে নষ্ট রথে
গভীর হতে গভীর পথে
ভাসালো কে ভেলা।

মনের গারির লাগাম ছিঁড়ে মন্ত্রনা দেয় কে যে,
হৃদ কাননে ক্ষনে ক্ষনে কান্না ওঠে বেজে।
ঝাপ্সা দেখি দোদুল দোলায়
স্বপ্নদাতা বলি তমায়
পথ দেখাও এই বেলায়।

আব্দুস শাকুর তুহিন

ও পাখি তুই কোথায় গেলি উড়ে

ও পাখি তুই কোথায় গেলি উড়ে,
তোরি মাতম সারা বাগান জুড়ে।

নেই বলে তুই-
পাতায় পাতায় বাতাসে দোল খায় না,
শাখায় শাখায় সুরের সুধা পাইনা।
তোর বিরহে কথামালা অঙ্কুরে যায় পুড়ে।

তোর বিরহে-
তন্ত্রী বিনায় ঢেউ খেলে না ধ্বনী,
কেইকো ফুলে অলীর গুঞ্জরণী।
আয় না ফিরে সুরের খাঁচায় রাখবো এবার মুড়ে।

কথা ও সুরঃ আব্দুস শাকুর তুহিন

ভালোবাসো যদি তুমি কাউকে

ভালোবাসো যদি তুমি কাউকে
ভালোবাসো আল্লাহ'র জন্য,
মন থেকে ঘৃনা যদি কর কাউকে
তাও করো আল্লাহ'র জন্য।

বন্ধুত্ব হয় যদি কারো সাথে
লক্ষটা যেন থাকে সৎ
সততার গুনে যে হয় বলীয়ান
ভোলে না সে আল্লাহ'র পথ।
আল্লাহ'র জন্য বন্ধু যদি হও
ঈমান হবে তবে পূর্ন।

শত্রু ভাবো যদি তুমি কাউকে
লক্ষ যেন হয় আল্লাহর সন্তোষ,
হৃদয় ও মন হোক উদার আকাশ
ভুলে যাও ব্যক্তিগত রোষ।

কাউকে যদি তুমি কিছু দান করো
মনে রেখো আল্লাহ'র ভয়,
না যদি করো দান কাউকে কিছু
তাও যেনো আল্লাহ'র তরে হয়।
আল্লাহ'র জন্য নিজকে সঁপে দাও
হবেন তিনি তোমার জন্য।

কথা ও সুরঃ আব্দুস শাকুর তুহিন

তুমি রহমান তুমি মেহেরবান

তুমি রহমান তুমি মেহেরবান
অন্ধ গাহেনা শুধু তোমারই জয়গান
বুঝেও বুঝেনা তব শান।।

জনম জনম যদি গাহি
তোমারি মহিমা গাওয়া
শেষ হবে নাহি
ভরেও ভরে না যেন সাহারা এ প্রান।।

অশেষ অসীম অনুপম
হৃদয় সুষমা তুমি
তুমি প্রিয়তম
প্রেমের আকাশে তুমি চির মহীয়ান।।

তোমারই করুনা ঘেরা সারা দুনিয়া
সে কথা ভাবেনা শুধু বধির হিয়া

কখনো তোমারে যদি ভুলি
হেদায়েতের আলো জ্বেলে
নিও কাছে তুলি
ঠাঁই দিও প্রিয়তম ওগো দয়াবান।।

-তোফাজ্জল হোসাইন খান-

আল্লাহু আল্লাহু আল্লাহু

আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু
পিউ পাপিয়া জপে সেই নাম
কোকিল জপে কুহু।
আল্লাহু আল্লাহু- আলহামদুলিল্লাহ।

ঐ নামেরি গান গেয়ে যায় গ্রহ চাঁদ সেতারা
পাহাড়ী ঝর্ণাধারা ঐ নামে পাগল্পারা।
ঐ নামেরি রৌশনীতে ওঠে পুবে রবি
ঐ নামেরি রঙ মেখে ভাই রঙ্গিন হল সবি
ঐ নামেরি সহদ পিয়ে দোয়েল ডালে মুহু।

ঐ নামেরি সুবাস মেখে ফোটে ফুল্কলি
গুন গুনিয়ে ছন্দ তুলে ছুটে শত ওলি।
ঐ নামেরি রেণুমাখা যত ফুলের বুকে
ঐ নামেরি দীপ্তি পেয়ে আছে সবাই সুখে।
ঐ নামেরি প্রেমে শত প্রেমিক ঝরায় লহু।

কথা ও সুরঃ আব্দুস শাকুর তুহিন

আঁখি জলে ভাসি

(উৎসর্গঃ শহীদ শরীফুজ্জামান নোমানী)

আখিঁ জলে ভাসি
আঁখি জলে ভাসি
আঁখি জলে ভাসে বুক,
আঁখিতে যখন, ভেসে উঠে হায়
নোমানীর চাঁদ-মুখ..
নোমানীর চাঁদ মুখ

আ আ আ আ আ আ
ও ও ও ও ও ও ও

পারিনা ধরে রাখিতে চোখেরো পানি
চলে গেছো প্রিয় ভাই, শহীদ নোমানী

হাসিমাখা মুখে
কাছে টেনে বুকে
জড়ায়ে নিতো সবারে.......
হাসিমাখা মুখ আজো ভাসে চোখে
শুধু তুমি নাই; আহারে !
তোমার পায়ের পরশমাখা মতিহারে নাই সুখ

কোরানের পথে
কোরানের মতে
জীবনের নাও বেয়েছো

চাওয়া-পাওয়া যত জীবনের আশা
কুরবানী করে দিয়েছো
আল্লাহর রঙে জীবন রাঙিয়ে
ভুলেছো হাজারো দুখ ...

কথা, সুর ও কন্ঠঃ আব্দুস শাকুর তুহিন
কৃতজ্ঞতাঃ তরঙ্গ এম ইসলাম (এ গানের কথাগুলো বাংলায় টাইপিং এর জন্য)


Wednesday 21 July 2010

আমি যদি কোনোদিন পথ ভুলে যাই

আমি যদি কোনোদিন পথ ভুলে যাই
হাতছানী দিয়ে কাছে নিও
মমতার বন্ধনে আমায় বেঁধে
সব ভুল ক্ষমা করে দিও

জেনে না জেনে কত করি অপরাধ
কখনো করোনা তুমি বাধ- প্রতিবাদ
তোমার দয়ার সীমা নাই নাই নাই
সেই দয়া পেতে আজ কাঁদি আমিও

মমতার বন্ধনে আমায় বেঁধে
সব ভুল ক্ষমা করে দিও

আমি যদি কোনোদিন পথ ভুলে যাই
হাতছানী দিয়ে কাছে নিও
মমতার বন্ধনে আমায় বেঁধে
সব ভুল ক্ষমা করে দিও

ভুল ছাড়া জীবনে আর কি আছে
ভুল করে ফিরে আসি তোমার কাছে
তোমার দেয়া সেই আলোকিত পথ
যেই পথে খুঁজে পাই আসল কিমত
আজ শুধু ফরিয়াদ তোমার কাছে -২
সেই পথে চলবার শক্তি দিও

মমতার বন্ধনে আমায় বেঁধে
সব ভুল ক্ষমা করে দিও

আমি যদি কোনোদিন পথ ভুলে যাই
হাতছানী দিয়ে কাছে নিও
মমতার বন্ধনে আমায় বেঁধে
সব ভুল ক্ষমা করে দিও

কথাঃ জাকির আবু জাফর
সুরঃ মশিউর রহমান লিটন

Saturday 17 July 2010

ইয়া ইলাহী! দাও আমাকে বলার সাহস দাও

ইয়া ইলাহী! দাও আমাকে বলার সাহস দাও
দাও সে ঈমান, দাও সে মেধা, (২) দাও সে ক্ষমতা ।।

অন্ধকারে আমি যেন
হাড়িয়ে না যাই কভু,
আমায় দেখে ওড়াও যেন
পথ খুজে নেয় প্রভু। (২)

তোমার নূরের সুরমা দিয়ে (২)- আমার চোখ সাজাও ।।

আমায় দেখে ওদের মনে জাগে যেন আশা
কোরআন থেকে ওরাও যেন নেয় খুজে সে ভাষা

অনেক পাপে জড়িয়ে গেছি
আমি গুনাহগার,
সেসব তুমি গোপন রেখ
হে রব, হে সাত্তার। (২)

তোমার নামের সেফাত দিয়ে (২) আমায় ডেকে নাও।।

ঐ পাহাড় আর গাছ গাছালী

ঐ পাহাড় আর গাছ গাছালী নীল ঝর্ণার গান
জানিগো প্রভু জানি যে শুধু সকলই তোমার দান।

ঐ আকাশ এই যে বাতাস
ইতোমার নামে তাসবিহ আঁকে
এ নদী ঐ যে সাগর
কলতানে তোমায় ডাকে
প্রকৃতির সুরে সুরে তোমারই নাম তোমার গান।।

আকাশের মিষ্টি গানে
বৃষ্টি নামে তোমার দানে
ধরণী ফুলে ফুলে সুশোভিত
তোমার দানে
সুরুজ আর চন্দ্র তারা নিত্য ছড়ায় আলোর বান।।

-আব্দুল হালিম চৌধুরী-

আল্লাহ মহান-আল্লাহ মহান

সাগর-নদী আর পাহাড়-বনে
পাখিদের গুন-গুন-গুঞ্জরণে
ভেসে আসে ওই সুমধুর তান
চারিদিকে শোন আল্লাহর জয়গান
আল্লাহ মহান-আল্লাহ মহান
আল্লাহ মহান-আল্লাহ মহান

শোন তুমি মন দিয়ে কোকিলের সুর
শুনতে লাগছে দেখো কত-না-মধুর
মিষ্টি-মিষ্টি ওই দোয়েলের গান
রয়েছে তাহাতে কী সুধা অফুরান

কোথা পেলো তাহারা এ-সুর অম্লান
জবাব পাবে, দিলো খোদা মহীয়ান

আল্লাহ মহান-আল্লাহ মহান
আল্লাহ মহান-আল্লাহ মহান

বলো যদি আকাশের ও-চাঁদ-তারা
কোথা পেলে স্নিগ্ধ এ জোছোনা-ধারা
সূর্যকে বলো যদি কোথা পেলে আলো
রাত্রী হলো কেন নিকষ কালো

কোথা পেলো মানব এক জীবন বিধান
জবাব একটা; সব-ই আল্লাহর দান

আল্লাহ মহান-আল্লাহ মহান
আল্লাহ মহান-আল্লাহ মহান

পাখিরা যায় উড়ে যায়

পাখিরা যায় উড়ে যায়

পাখিরা যায় উড়ে যায়
আকাশের ঐ নীলিমায়
নদীরা যায় বয়ে যায়
সাগরের ঐ মোহনায় x2
(পাখ পাখালী সাগর নদী x2)
কার গুন গান গায়

আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
আল্লার গুন গান গায় x2


দূর আকাশের অসীম নীলে
শাপলা শালুক ভরা ঝিলে x2
কার সুষমা কার মহিমা
লুকিয়ে আছে হায়

আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
আল্লার গুন গান গায় x2

মাঠ ভরা ঐ সবুজ মায়ায়
বিজন ঘাটে বটের ছায়ায় x2
কোন কারিগর কোন মনোহর
হাত বুলিয়ে যায়

আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
আল্লার গুন গান গায় x2


ঐ পাহাড়ের নিরবতায়
ঝর্না ধারায় চপলতায় x2
হে রহমান আল্লাহ মহান
তোমায় দেখা যায়

আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
আল্লার গুন গান গায় x2

পাখিরা যায় উড়ে যায়
আকাশের ঐ নীলিমায়
নদীরা যায় বয়ে যায়
সাগরের ঐ মোহনায়
(পাখ পাখালী সাগর নদীx2)
কার গুন গান গায়

আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
আল্লার গুন গান গায় x৩

তপ্ত মরুর বুকে শীতল সমীরনে

১)তপ্ত মরুর বুকে শীতল সমীরনে

তপ্ত মরুর বুকে শীতল সমীরনে
আগমন হলো রাসুলের
যাহারী পরশতে শান্তি এলো যার
পরাজয় হলো বাতিলের।

জুলুমাত বদ্ধ মানুষ খুঁজে পেলো
আলোকিত শান্তির নীড়
শোষিত মানুষ পেলো সুখের ঠিকানা
কুলহারা মাঝি পেলো তীর।

মানবতার মাঝে জেগেছে আশা
ঐ হেরার আলো কোরানের।

ঐ আকাশে সুর্য জেগেছে
আধাঁর পরাভুত
মিথ্যার কালেমা মোচন করে আজ
সত্য সমাগত।

রাসুলের পদভারে জামিন সরে
কোন সে মায়াবী পথিক
সুরভী ছড়ায় ফুল
পাখির মিষ্টি সুর
পৃথিবীর দিক বিদিকে।

তামাম জাহান জুড়ে বইছে হাওয়া
ঐ আরবে রাসুল আমিনের।

সোনালী সে দিন কবে খুলবে দুয়ার

সোনালী সে দিন কবে খুলবে দুয়ার
ব্যাথিত মানুষের চোখের পানি
নীরবে নিভৃতে ঝরবে না আর

ক্ষুধার্ত লোকেরা খাবার পাবে
মজলুম অসহায় বিচার পাবে
বঞ্চিত ঘরহীন পাবে আশ্রয়

বুক থেকে নেমে যাবে কষ্টের ভার

পবিত্র আলোতে ভরবে উঠোন
হিংসা ক্রোধ হবে বন্ধ
মানুষ মানুষ হবে মধুর স্বজন
ছুটবে মৃগনাভী গন্ধ

উপকারী মানুষের মনের আভায়
দেশ ভরে উঠবে সবুজ রাঙায়
ইনসাফ আদলের সজীব ধারায়

দূর হয়ে যাবে সকল আধার

লাখো শহীদের রক্তে লেখা

লাখো শহীদের রক্তে লেখা
আমার এই বাংলাদেশ
কত ঘাম কত কথা কত রক্ত ব্যাথা
এরপর ফিরে পাওয়া হাড়ানো স্বাধীনতা
স্বাধীনতা, স্বাধীনতা
স্বাধীনতা, স্বাধীনতা
চারিদিকে চুপচাপ নিশ্চুপ কোলাহল
বন্ধুর আহবান যুদ্ধে যাবি চল!!
কোষে কোষে বিদ্রোহ নতুন এক জাগরন
স্বদেশের জন্য লড়ে যাব আমরণ...
এ হে হে...
আপন জনের সুখ মাখা দিন রাত্রী শেষে
বিদায়ের সুর ভাসে বিষ...ন্ন বাতাসে
ও...
তোমাদের তরে এক শান্তির দেশ
এনে দিতে যুদ্ধে যাচ্ছি আমি
ভয় পেয়োনা ওগো স্বজন আমার
দোয়া কর কভু যেনো
পিছু না নামি।


মা... মা...মা...
সিরাজের এই দেশ
তিতুমির বেরলভী শরিয়তুল্লাহ
ক্ষুদিরাম... সেই সাথে অজানা কত
ত্যাগীদের এই দেশ...
অন্যায় অনাচার শোষণের হাত থেকে
মুক্ত করতে আমি যাচ্ছি মাগো...
তোমার ঐ মায়া ভরা আঁচলে জড়িয়ে
আমায় তুমি আর বেঁধে রেখ নাগো...
যুদ্ধে যাচ্ছি মাগো তোমার ছেলে...
দোয়া কর শুধু তার জন্য
যদি আর কোনোদিন ফিরে না আসিও
তবুও এ জীবন হবে মোর ধন্য...
এক শহীদের... মা হবে তুমি...
এক শহীদের... মা হবে তুমি...
শহীদের মা...
এরপর একদিন থেমে যায় যুদ্ধ
সব পাখি ফিরে আসে আপন নীড়ে
তবু একজন আজো অপেক্ষায়
ছেলে তার আসেনি ফিরে...
দিয়ে গেছে সবুজ সোনালী স্বদেশ
হাজারো শহীদের ভিরে...
আমার সোনার বাংলাদেশ
আমার সোনার বাংলাদেশ
আমার সোনার বাংলাদেশ...

গাছের সবুজ পাতা নিয়ে গান লিখে অনেকে

গাছের সবুজ পাতা নিয়ে গান লিখে অনেকে,
সাগর জলের অতল নীলে সুর খুঁজে অনেকে।
আমি কোন গান জানিনা
সুরের কারু কাজ বুঝিনা
ডাকি শুধু তোমাকে ( ও আল্লাহ )।

চাঁদ সেতারা গ্রহ নিয়ে কাব্য লিখে কবি,
ছড়াকারের ধুসর খাতায় রঙ ছড়ালো রবি।
আমি কোন কবিও না
লেখিয়ে ছড়াকারও না
ভালোবাসি তোমাকে।

রঙ তুলিতে হাতের ছোঁয়ায় নানান ছবি ফোটে
অভিনেতার অভিনয়ে সমাজ আসে উঠে ।
আমি কোন শিল্পীও না
দক্ষ অভিনেতাও না
চাহি শুধু তোমাকে।

কথা, সুর ও শিল্পীঃ আব্দুস শাকুর তুহিন

আল্লাহ তুমি অপরুপ

আল্লাহ তুমি অপরুপ
না জানি কতো সুন্দর x2
তোমায় আমি সপেছি প্রান
সপেছি এই অন্তর
আল্লাহ তুমি অপরুপ
না জানি কতো সুন্দর
তোমায় আমি সপেছি প্রান
সপেছি এই অন্তর
আল্লাহ তুমি অপরুপ

তোমার আলো ছড়িয়ে পড়ে
সুন্দর এই পৃথিবীতে
চাঁদ সুরুজ জেগে উঠে
তোমার ডাকে সাড়া দিতে x2

তুমি আছো বুকের গভীর
গহিন ভিতর
আল্লাহ তুমি অপরুপ
না জানি কতো সুন্দর
তোমায় আমি সপেছি প্রান
সপেছি এই অন্তর
আল্লাহ তুমি অপরুপ

এই দুনিয়ার মালিক তুমি
তুমি মেহেরবান
বৃক্ষলতা সাগর নদী
সবই তোমার দান x2

তোমার পথে চলি যেনো
সারাটি জীবন ভর
(আল্লাহ তুমি অপরুপ
না জানি কতো সুন্দর
তোমায় আমি সপেছি প্রান
সপেছি এই অন্তর x2)

জনতা সাগরে বলে যেতে চাই

জনতা সাগরে বলে যেতে চাই
মুমিনের কোনোদিন পরাজয় নাই x2

সুদিনের স্বপ্ন ভেঙ্গে গেলে ক্লান্তিতে
স্বপ্নের সমাধীতে সুরে শান্তিতে x2

এই পথে মুক্তির জানি কোনো আশা নাই x2
(Chorus)

আমাদের সামনে যে সীমাহীন পথ চলা
সুদুরের মাঞ্জিল যাত্রা
সাহস আর শক্তিতে বলীয়ান হওয়া চাই
চাই জীবনের নয়া মাত্রা

পৃথীবির এইটুকু জয় পরাজয়
সফলতা ব্যর্থতা শেষ কথা নয় x2

আল্লাহর সন্তোষ আমাদের পাওয়া চাই x2

হে রাসুল

হে রাসুল.........
বুঝিনা আমি
রেখেছো বেঁধে মোরে কোন সূতোয় তুমি

জানিনা গোপনে
কেমন করে
হৃদয়ে গড়েছো প্রেমের বলয়

তোমারি নামে আনন্দে দুলি
তোমারি নামে দুনিয়া ভুলি
কী যাদু রাখা এই নামে তে

খোদারও পরশে যে নাম আরশে
নাম মুহাম্মাদ শুধু মধুময়

স্বার্থবিহীন ছিলে চিরদিন
তুমি ইনসাফের প্রতীক
কুল আলমের শ্রেষ্ঠ নিয়ামাত
তুমি যে প্রাণের অধিক

তুমি প্রিয়তম আমিনা নন্দন
কুল মুসলিমের হৃদয় স্পন্দন
তুমি বিনে সবি অন্ধকার

থাকিতে দেহে প্রাণ
তোমারি সম্মান
দেবোনা দেবোনা লুটাতে ধুলোয়......

আল্লাহকে যারা বেসেছে ভালো

আল্লাহকে যারা বেসেছে ভালো
দু:খ কি আর তাদের থাকতে পারে
যারা লয়েছে মুখে কোরানের বাণী
হতাশা কি আর তাদের থাকতে পারে।।

সামনে বাড়ালো পা যারা আজ নতুন পৃথিবী গড়তে
জানাতো আছে তাদের সবার কত যে হবে লড়তে
জীবনের সব পিছুটান তাই হেরে যায় বারে বারে
দুঃখ কি আর .........

মায়ের আদর বোনের হাসি
সংসার সুখ প্রিয়ার ও মুখ
সব ছেড়ে চলে অজানার পথে
শত বেদনার স্মৃতি বয়ে যায়
মুখে যোদ্ধার হাসি

জীবন বাজি রেখেছে যে তারা মরন দিয়েও সুখ
আনবে আনবে ভাঙা মসনদে রাশেদার সেরা যুগ
শহীদি মিছিল চলে সম্মুখে রুখবে কে আজ তারে
দুঃখ কি আর .........

-চৌধুরী গোলাম মাওলা-

Thursday 15 July 2010

আমাকে দাও সে ঈমান আল্লাহ মেহেরবান

আমাকে দাও সে ঈমান আল্লাহ মেহেরবান
যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে
গায় জীবনের গান
আমাকে দাও সে ঈমান আল্লাহ মেহেরবান
যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে
গায় জীবনের গান

আল কুরআনের আহবানে হেরার পথে এসে
জীবন দেবার স্বপ্ন ছিল দ্বীনকে ভালবেসে
আমাকে দাও সে আবেগ
দাও সে ঈমান
প্রভু হে রহীম রহমান

কোনো এক শহীদ আমার সুনীল আকাশ জুড়ে
হাজার তারার জ্বালতো প্রদীপ স্মৃতির ব্যাথা জুড়ে
সে দিন যেমন পেরিয়ে গেছি সকল বাধা গুলো
সকাল সাঝে থাকতো লেগে পায়ে পথের ধুলো
সে দিন গুলো মুখর ছিল, মধুর ছিল
সতেজ ও দ্বীপ্ত ছিল প্রান
আমাকে দাও সে ঈমান আল্লাহ মেহেরবান
যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে
গায় জীবনের গান