যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়
এঁকেছি সে ফুল মোরা
মনের ওই কাবায়।।
হাবীবে খোদা তিনি নবী কামলিওয়ালা,
তাঁরই ছোঁইয়াতে আজো দুনিয়া উজালা,
তাঁরই বিরহে দু'চোখ
অশ্রু ঝরায়।।
গাহে গুণগান যার খোদ খোদাতায়ালা,
কবি- আকবি গাঁথে শত সুরমালা,
ঝরে ধারা অবিরত
কভু না ফুরায়।।
যাঁরে খোদা ডেকে নিয়ে আরশ পাকে,
মধুর সুমধুর সুরে নাম ধরে ডাকে,
তাঁরই প্রেমে কাতর এ বুক
জ্বলে পুড়ে যায়।।
-তোফাজ্জল হোসাইন খান-
ভায়া গজলটার কোন MP3/Video ডাউনলোড লিঙ্ক জানা থাকলে একটু জানিয়ে দিলে ভাল হত।
ReplyDeletevidmat থেকে নামানো যাবে
DeleteVidmate দিয়ে ও পারবেন।
Deleteপ্রিয়গজল
ReplyDelete১৯৯২-১৯৯৩ সনের কথা, ছোটবেলায় এই গানটা বেশী শুনেছি আমাদের সবাইর প্রিয় স্যারের কন্ঠে। উনি গান শিখাতো-বৃহস্পতিবারে স্কুল ছুটির পরে জলসার আয়োজন ছিল।
Deleteদরদ ভরা একটি অসামান্য নাতে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
ReplyDeleteঅসাধারণ নাত
ReplyDeleteমাশা আল্লাহ। প্রিয় সংগীত ❤️
ReplyDeleteমাশাআল্লাহ
ReplyDeleteআলহামদুলিল্লাহ
DeleteSk yamin raz
ReplyDeleteমাশাআল্লাহ
ReplyDeleteবাংলা ইসলামী সংগীতের প্রারম্বিক সুচনার অন্যতম সাড়া জাগানো সংগীত ছিল এটি…
ReplyDeletenice
ReplyDeleteমাশা-আল্লাহ
ReplyDelete