ইসলামী সঙ্গীত লিরিক্স

Wednesday 5 October 2011

জানিনা কত সুন্দর তুমি আল্লাহ

দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর
আসমান সুন্দর, জমিন সুন্দর
সুন্দরে সুন্দরে পাল্লা
জানিনা কত সুন্দর তুমি আল্লাহ

ঝরণা ছুটে চলে এঁকেবেঁকে
পৃথিবীর পটে কত ছবি এঁকে
নদীর কলতানে
সাগরের গর্জনে
ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা
জানিনা কত সুন্দর তুমি আল্লাহ

বাগানে ফুটে ফুল রাশি রাশি
রাতেরই তারা ভরা চাঁদের হাসি
গুণগুণ গানে ডেকে
মৌমাছি মধু চাকে
ফুলে ফুলে করে হল্লা
জানিনা কত সুন্দর তুমি আল্লাহ


দখিনা বাতাস গায়ে পরশ বুলে
টানটানে পাল তুলে নৌকা চলে
তোমারি নামে মনে
ভাটিয়ালি সুরের তানে
দাঁড় টেনে যায় মাঝি মাল্লা
জানিনা কত সুন্দর তুমি আল্লাহ

Sunday 2 October 2011

অডিও লিস্ট

সাইমুমের অডিও গানের ক্যাসেট/ সিডির লিস্টঃ

১. ইসলামী সঙ্গীত -১
২. ইসলামী সঙ্গীত -২
৩. ইসলামী সঙ্গীত -৩
৪. ইসলামী সঙ্গীত -৪
৫. ইসলামী সঙ্গীত -৫
৬. ইসলামী সঙ্গীত -৭
৭. ইসলামী সঙ্গীত -১০
৮. ইসলামী সঙ্গীত -১২
৯. সাইমুম-১ শিশু কিশোরদের গান
১০. সাইমুম -২ জারী গান

১১. সাইমুম -৩ মাহে রমজানের গান
১. আকাশে মেঘের দেশে
২. আবার এলো রমজান
৩. মাহে রমজান এলো
৪. রমজানের ঐ সওগাত
৫. রমজানের ঐ পবিত্রতা
৬. এ যে মাহে রমজান
৭. রহমত বরকত মাগফেরাতের
৮. দিন যাকাত দিন
৯. রমজানের ঐ রোজা পালন
১০. সেহরীর সময় হলো জাগো মুমিন
১১. ঘুম থেকে কেউ ডাকলো না যে তাকে
১২. সারা দিনের রোজা শেষে
১৩. হাজার মাসের চাইতে যে রাত

১২. সাইমুম -৪ গীতি আলেখ্য
১৩. সাইমুম -৫ ইসলামী সঙ্গীত
১৪. সাইমুম -৬ নাত ও কাওয়ালী
১৫. সাইমুম -৭ ভোরের পাখিরা
১৬. সাইমুম -৮ জারী গান
১৭. সাইমুম -৯ ইসলামী সঙ্গীত
১৮. সাইমুম -১০ ইসলামী সঙ্গীত
১৯. সাইমুম -১১ ইসলামী সঙ্গীত
২০. সাইমুম -১২ ইসলামী সঙ্গীত

২১. সাইমুম -১৩ অনুপ্রাণনঃ

১.তোরা চাসনে কিছু
২.সালাম সালাম হাজার সালাম
৩.সত্যের সংগ্রামে ফোটা ফুল
৪.হে রাসুল বুঝি না
৫.আমরা একটা নতুন সমাজ
৬.সালাম বীর জোয়ান
৭.সত্যের এ পথে চলো
৮.শাহজালালের শা মাখদুমের
৯.আমি তোমার মতন আপন করে
১০.এসো আল্লাহর পথে
১১.মুসলিম আজ ওঠো
১২.হে ঘুমন্ত মানুষ জাগো


২২. সাইমুম -১৪ উঠনো গেয়ে বুলবুলি
২৩. সাইমুম -১৫ তোমাকেই শুধু মনে হয়
২৪. সাইমুম -১৬ শপথ নিলাম আজ
২৫. সাইমুম -১৭ ঈদের গান
২৬. সাইমুম -১৮ সত্যের গান
২৭. সাইমুম -১৯ জীবন নামের ছোট্ট ঘুড়ি
২৮. সাইমুম -২০ তুমি সুন্দর ও প্রভু
২৯. সাইমুম -২১ বখতিয়ারের ঘোড়া (আবৃত্তি)
৩০. সাইমুম -২২ জযবা
৩১. সাইমুম -২৩ আহবান
৩২. বন্ধন
৩৩. উৎসবের গান
৩৪. যুদ্ধ বিরোধী গান- ফোরাতের কান্না
৩৫. সাইমুম -২৫ স্বপ্নের পাল
৩৬. সাইমুম -২৬ মাহে রমজান বাহারে কুরআন
৩৭. সাইমুম -২৭ বিষয় ভিত্তিক আয়াত তেলাওয়াত তরজমাহ
৩৮. একজন মুজাহিদ কখনো বসে থাকে না
৩৯. সাইমুম -২৯ ঈমানের পথে
৪০. সাইমুম -৩০ প্রিয় হতে চাই
৪১. জোসনা মাখা রাত
৪২. পথের সন্ধানে
৪৩. সাইমুম -৩৩ আল্লাহকে সত্যিই ভালোবাসে যে
৪৪. সাইমুম -৩৪ স্বপ্নের রঙধনু
৪৫. সাইমুম -৩৫ তাওফীক দাও খোদা
৪৬. সাইমুম -৩৬ শুধুই তোমার শানে
৪৭. সাইমুম -৩৭ মণিহার
৪৮. সাইমুম -৩৮ কিশোরদের গান
৪৯. সাইমুম- ৩৯ পানসি
৫০. সাইমুম- ৪০ মল্লিকের গান
৫১. সাইমুম- ৪১ রূপের নদী
৫২. সাইমুম- ৪২ ইসলামী সঙ্গীত

এলব্যামঃ প্রতীতি-১
শিল্পীঃ মতিউর রহমান মল্লিক

১. হে খোদা মোর হৃদয় হতে
২. এই দুটি চোখ দিয়েছো বলে
৩. সে কোন বন্ধু বল
৪. না হয় হল মন
৫. এ আকাশ মেঘে ঢাকা রবে না
৬. যা কিছু করতে চাও
৭. কথায় কাজে মিল দাও
৮. সংগঠনকে ভালবাসি
৯. কার কতটা ঈমান আছে
১০. আম্মা বলেন ঘর ছেড়ে
১১. আমাকে যখন কেউ
১২. কি হবে হতাশ হয়ে
১৩. উত্তাপে উজ্জল রক্তিম
১৪. চলো চলো চলো মুজাহিদ
১৫. এখানে কি কেউ নেই

এলব্যামঃ প্রতীতি-২
শিল্পীঃ মতিউর রহমান মল্লিক

১.তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর
২.ধৈর্য্য ধারণ করার শক্তি দাওগো
৩.ঘন দূর্যোগ পথে দুর্ভোগ
৪.এই দূর্যোগে এই দুর্ভোগে
৫.আন্দোলন সেতো জীবনের
৬.আমার গানের ভাষা
৭.কোন সাহসে চাও নিভাতে
৮.দৃষ্টি তোমার খুলে রাখ
৯.রোদের ভিতর ইলশে গুঁড়ি
১০.গান শোনাতে পারি যদি তুমি
১১.এত শহীদ রক্ত ঢালে
১২.যদি কেউ বুঝে থাক
১৩.পৃথিবী আমার আসল ঠিকানা নয়

এলব্যামঃ শিল্পীর তুলি
প্রবাহ সাহিত্য সাংস্কৃতিক সংসদ

১.দ্বীনের পথে দেখো
২.তোমার নামে আমি
৩.সীসা ঢালা প্রাচীর
৪.স্বাধীনতা
৫.কত কারুকাজ
৬.আল্লাহু আল্লাহু
৭.বয়ে চলা নদী
৮.আল্লাহতে যার
৯.হৃদয় আকাশ
১০.তুমি এলে তাই
১১.সব মানুষের বন্ধু
১২.সবুজের ঢেউ
১৩.শিল্পীর তুলিতে
১৪.রঙধনু থেকে

এলব্যামঃ আল্লহকে সত্যিই ভালোবাসে যে
শিল্পীঃ শাহাবুদ্দিন

১. আল্লাহকে যে সত্যি
২. একট নদী
৩. যতদিন এই
৪. কি যে মধুর
৫. ঢেউ এর পরে
৬. আবার প্রাণ
৭. Allah created
৮. বাবা তুমি
৯. মেঘের চাঁদোয়া
১০. তোমার নামে
১১. আল্লাহ নামের
১২. তুমি আড়াল
১৩. মা যে আমার

এলব্যামঃ আঁখি জলে ভাসি
প্রত্যয় শিল্পি গোষ্ঠী

১. সুম্মা
২. আঁখি জলে
৩. এমন কিছু
৪. মেঘেরও আড়ালে
৫. মা জননী
৬. ঝরণা ধারা
৭. Allahumagfirli
৮. স্বপ্নে ভরা
৯. কেউ কেউ
১০. ধৈর্য্য শক্তি
১১. দিন বদলে
১২. সমৃদ্ধ বাংলাদেশ

এলব্যামঃ হৃদয়পুরের গীতি
আব্দুস শাকুর তুহিন

১.রাতের কালো ঘোর
২.চোখ জুড়িয়ে যায়
৩.ইয়া রাসুলুল্লাহ (সা.)
৪.সময় সময়
৫.মনের মাঝে প্রভূ
৬.man is crying in darkness
৭.রাব্বানা লা তুযুগ
৮.সুতো কাটা ঘুড়ি
৯.মাটির বাসন
১০.কতটা রাত কেটেছে
১১.বুকের ভেতর কান্না



এলব্যামঃ বর্ণমালার গান
অনুপম শিল্পিগোষ্ঠী

১. সালাম লিখেছে মা
২. সোনালী হরফে
৩. অ তে অযু
৪. একুশ
৫. মায়ের কোলে
৬. আমার ভাষা
৭. একটা আশা
৮. রক্ত চোখের
৯. মায়ের মুখের ভাষা
১০. কত ভাষা
১১. বাংলা ভাষা
১২. মাতৃভাষা
১৩. বাংলার পদ্মা নদী
১৪. বাংলা ভাষার নাম




এলব্যামঃ পাতা ঝরা মৌসুম
শিল্পীঃ মশিউর রহমান

১. হাজার বছর
২. তুমি যদি
৩. কোন এক
৪. ছলাত ছলাত
৫. কামিনী ফুটেছে
৬. হাজার স্বপ্ন
৭. টিক টিক
৮. পৃথিবীর
৯. যেনো আল্লাহ নামে
১০. শোন যার উছিলায়
১১. মনে বড় আশা
১২. সোনার পাখির
১৩. আমার কন্ঠে
১৪. হাজার গানের


এলব্যামঃ সুরের লহরী শুনুন
জাগরণ শিল্পী গোষ্ঠী


১. শিল্পের ভুবনে
২. দেখলে সবুজের সমারোহ
৩. সুন্নাত
৪. আমি আকাশে উড়ে
৫. তোমার দয়ার মূল্য
৬. আমার মনটা উড়ে
৭. পলাশীর আম্রকাননে
৮. সুশোভিত স্বর্ণালী
৯. আমাদের রক্তে
১০. মাতৃভাষা বাংলা তাই
১১. বেলায় বেলায়
১২. বজ্র আঘাতে
১৩. নদীর পাড়ে
১৪. নজরুল ফররুখ

এলব্যামঃ জীবন পাখি যায় উড়ে
সৃজন সাংস্কৃতিক সংসদ (পাবনা)

১. কি সুন্দর লাগে
২. দেশটা আমার
৩. মাঝিরে ও মাঝি
৪. চরিত্রবান মানুষ
৫. পরান পাখি মেলে
৬. পিছে থেকে খোকা
৭. তার ভালোবাসা
৮. সত্যের সেনানীরা
৯. ফেব্রয়ারির ২১
১০. ছোট্ট বেলার সেই
১১. আমি লাল
১২. পাবনা শহর দেখবার যাবো
১৩. জান না রে বন্ধু
১৪. রুখে দাঁড়াবো
১৫. আজ সবার কাছে
১৬. যুদ্ধে যাবো

এলব্যামঃ আমার প্রিয় মা
শিল্পীঃ নওশাদ মাহফুজ
শিল্পিগোষ্ঠীঃ কাফেলা


১. ওগো দয়াময়
২. এই পৃথিবীতে
৩. মমতা মাধুরী
৪. দিওনা আমায়
৫. ঐ নীল আকাশে
৬. খুব বেশী মনে হয়
৭. ওগো মা
৮. মাকে ভালবেসে
৯. নদী যেমন চলে
১০. মায়ের মতন
১১. আমার জীবনের
১২. নিঝুম রাতে
১৩. আমার প্রিয় মা

এলব্যামঃ পাহাড়ী ঝরণা
টাইফুন শিল্পীগোষ্ঠী


১. কার নামে ভেসে
২. এই উদাসী মন
৩. ও নদী একটু শোনো
৪. নিও না নিও না প্রভূ
৫. ও.. গন্ধরাজ


এলব্যামঃ রোদেলা দুপুর
সন্দিপন শিল্পী গোষ্ঠী

১. সুন্দর আহবানে
২. তোমার নূরের রোশনীতে
৩. পৃথিবীর হাজারো কাজের ভীড়ে ইকামাতে দ্বীনের এ কাজ
৪. ও দেশের জনগণ, আসসালামু আলায়কুম
৫. শহীদের পথ ধরে আসবে বিজয়
৬. এক ঝাঁক পায়রা
৭. রোদেলা দুপুর
৮. মহান প্রভূর নামে গানের শুরু
৯. পাষাণ পাষাণ মন
১০. আমার গানের ভাষা জীবনের সাথে যেন
১১. Revolution, Revolution
১২. তুমি কাঁঠাল পাতার রং
১৩. তোমার উম্মত কেমন আছে


এলব্যামঃ বিকেলের সৈকতে
প্রবাহ সাংস্কৃতিক সংসদ


১. বহুদিন ধরে
২. রাতের আঁধার নিরব
৩. ওই দেখা যায় মাসজিদে নববী
৪. চাইবি কত বল রে মন
৫. আমার এই কণ্ঠে
৬. বিকেলের সৈকতে
৭. কাফনের কাপড়টাকে
৮. মরু সাহারায়
৯. হারানো দিন গুলো
১০. পৃথিবী যখন ঘোর আঁধারে
১১. জান্নাত লিখে দাও
১২. নীতির বল্গা ঘোড়াটা


এলব্যামঃ প্রথম ফোটা ফুল
টর্নেডো শিল্পী গোষ্ঠী


১. তিস্তাই আত্রাই ধরলা
২. নদীরো বসন্ত শেষেরে
৩. মারহাবা মারহাবা
৪. জীনটা সঁপে দিলাম তোমার পথে
৫. এসো আল কুরআনের পথে
৬. আল্লাহ তাঁদের বাঁচাও
৭. এখানে পাঠাও তুমি ওমর আবার
৮. আজ আর করি না ভয়
৯. এই দেহে স্টীমার


এলব্যামঃ আপন ঠিকানা
শিল্পীঃ আব্দুস সালাম
সন্দীপন শিল্পীগোষ্ঠী


১. এই পৃথিবী আকাশ
২. তোমার আপন ঠিকানা
৩. যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা
৪. ইয়া রাসুলু আল্লাহ
৫. গান আমার কাঁদে রে
৬. তুমি এলে হে রাসুল
৭. তোমাকে ছাড়া প্রভূ
৮. কুতিবা আলায়কুমুস সিয়াম
৯. আজ কেনো বারে বারে
১০. ওগো নবী কুল আলামের
১১. আমি সেদিন
১২. হায়াত আছে কার কদ্দিন
১৩. আল্লাহ মেহেরবান
১৪. আজ বড়ো অসহায় লাগে নিজেকে



এলব্যামঃ তোমাকেই শুধু মনে হয়

১. ঝরণার পাশে দাঁড়ালে
২. নীল আকাশে লক্ষ
৩. হাজার নদী মাঠ
৪. লক্ষ তারার মাঝে
৫. আল কুরআনের পথ
৬. নামের বড়াই করোনাকো
৭. We The Muslim Ummah
৮. আমার রবের দয়ার কথা
৯. গল্প বলি শোনো
১০. ফিরে ফিরে আসি
১১. দুঃখিদের প্রিয়জন
১২. হাজার দেশের এই
১৩. Tawaqqul Ya Akhi Adnan


সাইফুল্লাহ মানসুরের কন্ঠে কিছু গানঃ

১. আজ খুব পড়ছে মনে
২. আল্লাহ আমার রব
৩. আমারি গান আমার এ সুর
৪. একু মুহূর্তের নাই
৫. যখন আমায়
৬. যে কোনো কাজ
৭. মাসজিদেরই পাশে
৮. পৃথিবী আমার
৯. এই তো জীবন
১০. মীনারে সুর কি
১১. আল্লাহকে যে পাইতে
১২. বোনটি আমার ছিল
১৩. এই বাড়ি এই ঘর
১৪. এমন যদি হতো
১৫. হিজল বনে পালিয়ে গেছে
১৬. জীবন তরী বাইতে গিয়ে
১৭. কতদিন দেখিনা মায়ের মুখ
১৮. মরতেই হবে যখন

এলব্যামঃ মননের ছন্দ
বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদ


১. আল্লাহু আল্লাহু
২. পাখিদের উড়াউড়ি
৩. খোলাফায়ে রাশেদা
৪. মেঘের ভেলা
৫. চাঁদ মামা
৬. কার হুকুমে
৭. আল্লাহ তোমার
৮. যদি গভীর রাতে
৯. পড় তোমার
১০. আমের মুকুল