ইসলামী সঙ্গীত লিরিক্স

Sunday 2 March 2014

কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়

কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায় ॥
তোমার প্রেমে যে মজেছে মাওলা প্রেমেই ডুবে মরেছে।

ইব্রাহিমকে হাত-পা বেঁধে,
নমরুদ মনের জ্বালা মেটাতে
ছিটকে দিল অনল ও কুপে।
তুমি সেই অনলে ফুল ফোটাইলে নিখুঁত কলাকৌশলে।

ইসমাইলের গলা খানি,
দুই ভাগ হবে ভেবে স্বামী
অবলারে করলা কুরবানী।
তুমি মরিয়ামকে মা বানাইলে নিখুঁত কলাকৌশলে।

কিযে ভেবে নদীর মাছে,
ঠায় দিলো ইউনুসকে পেটে
রাখে আল্লাহ মারে বলো কে।
তুমি মুসাকে ছেড়ে তুর পুড়াইলে নিখুঁত কলাকৌশলে ।

কথা ও সুরঃ লিটন হাফিজ চৌধুরী
এলবামঃ চেতনা
প্রত্যয় শিল্পীগোষ্ঠী, রাজশাহী

ছেড়ে দাও অন্যায় অনাচার

ছেড়ে দাও অন্যায় অনাচার
ভুলে যাও জীবনের যত ভুল
ফিরে এসো সত্যের নতুন পথে
কোরানের পথ শুধু নির্ভুল ॥

মানুষে মানুষে কেন বিভেদ আছি
কেউ বা মুনাফিক কেউ বা গাজি।
কেউ গেছে শহীদের বেশে পরপার
কেউ আজও খোঁজে ফেরে নরকের দ্বার।

ছাড়লে খোদার পথ হবেই পতন
লগ্ন ফুরাবে ভুল হবে না শোধন।
দু'চোখে আসবে ছেয়ে যখনি আঁধার
মনে হবে ফিরে চলি যে পথ খোদার।

কথা ও সুরঃ লিটন হাফিজ চৌধুরী
এলবামঃ চেতনা,
প্রত্যয় শিল্পীগোষ্ঠী, রাজশাহী

ওরা আমায় বুঝলো না মা

ওরা আমায় বুঝলো না মা
জীবনের দাম দিতে জানলোনা মা
তোমার কোলে জড়িয়ে গিয়ে
শেষ কথাটি বলতে দিল না ॥

তুমি তো বলেছিলে মা,
বাতিলের কাছে মাথা নোয়াবে না
শুধু এই টুকু অপরাধে, তোমার খোকার বুকে
রক্ত ঝরালো মা, ওরা আমার বুঝলো না মা।

তুমি না বলেছিলে মা,
কোরানের পথ ছেড়ে যাসনে খোকা।
শুধু এই টুকু অপরাধে, তোমার খুশির চোখে
অশ্রু ঝরালো মা, ওরা আমায় বুঝলোনা মা ।

আসলামও নেই মা আসগরও নেই
শফিক আর ইয়াহিয়া, সাব্বির ও নেই মা
মালেকও নেই মা, জাব্বারও নেই
কাসেম আর রশিদ ইকবালও নেই মা
প্রাণের মায়া ভুলে, তাঁরাও তোমাকে ফেলে
খোদার প্রিয় হতে চলে গেছে মা আলবিদা মা আলবিদা ।

কথা ও সুরঃ লিটন হাফিজ চৌধুরী
এলবামঃ চেতনা,
প্রত্যয় শিল্পীগোষ্ঠী, রাজশাহী

আমারে পার করো হে মাঝি (এ নদী )

আমারে পার করো হে মাঝি (এ নদী )
আমি অধম ভবের মেলায় হারাইয়াছি কড়ি।

আর কত বসিবো আমি বেলা গেল গড়ি
এত কাঁদলাম তবু ওকি শোধ হলো না কড়ি।

জানতাম যদি পারা ঘাটে এত কড়াকড়ি
তাহলে কি হারাইতাম কও এমন সাধের কড়ি।

কত আশিক উঠলো নায়ে গেয়ে প্রেমের সারি
দয়া কইরা আমায় তোল তোমার পায়ে পড়ি।

এলবামঃ চেতনা
প্রত্যয় শিল্পীগোষ্ঠী, রাজশাহী

মত্ত হইবিনারে মন চিত্তেরো লাগিয়া

মত্ত হইবিনারে মন চিত্তেরো লাগিয়া,
বিত্তেরো পিছে ছুটিয়া যাইবি না ডুবিয়া।

সংসারে সং সাজিলি আসিয়া
তোর জীবন খেয়া পথ ভুলিয়া যায়তাছে ভাসিয়া।
রঙের সাগরে নতুন বাদাম তুলিয়া।
ও তোর সামনে যে সেই মহান প্লাবন রে
নে তোর নাওখানি সামলাইয়া।

হিরা ফেলে কাঁচ নিলি তুলিয়া
তুই কিনলি নারে ভবের সদা বিধির লাগিয়া।
চোরা বালিত ঘর বাধিলি গোসল করিয়া।
ও তোর সামনে যে হিসেবের পালা রে
নে তোর হুশখানি ফেরাইয়া।

এলবামঃ চেতনা
প্রত্যয় শিল্পীগোষ্ঠী, রাজশাহী

নীল আকাশে লক্ষ তারার জোনাক জ্বলেছে

নীল আকাশে লক্ষ তারার জোনাক জ্বলেছে
আল্লাহ তায়ালা রহমতের দোয়ার খুলেছে ॥

মক্কা ধামে ছিল আমার মা আমিনার ঘর
এলেন সেথায় জ্যোতির্ময় এক আলোর সওদাগর।
তামাম জাহান তাই তো খুশির জোয়ার তুলেছে।

সর্ব কালের সেরা মানুষ নবী কূলের তাজ
স্বর্গলোকে নিয়ে এলেন আল- কোরআনের রাজ।
খোদাদ্রোহী শক্তি গুলোর মুখোশ খুলেছে।

আকাশ, মাটি, ফুল-পাখিদের আজকে মধুর মিতালী
মারহাবা মারহাবা বলে গাইছে সবাই গিতালী।
অন্ধকারে নতুন দিনের প্রদ্বীপ জ্বলেছে।

রহমতের ফলগুধারা মোহাম্মদ রাসূল
মরুর বুকে ফুটলো যেন মনমাতানো ফুল।
সালাম দিতে বনের পশুর জবান খুলেছে।

কথা ও সুরঃ হাসিনুর রব মানু
এলবামঃ চেতনা
প্রত্যয় শিল্পীগোষ্ঠী, রাজশাহী

এক পা দুপা করিয়া মাওলা গো

এক পা দুপা করিয়া মাওলা গো
আমারে নিইয়া চলো তুমি,
গুনার বোঝা বইবো আর কত কাল আমি।

অন্তর দহন সদায় সদায়,
প্রাণের জ্বালা কেউ বোঝে না
ঘাটের মরা ঘাটেই রইলাম,
পাড়ের ভাঙন আর থামে না।
দয়াল মোরে পার করো গো তুমি।

এই বুঝি এই বেলা যায়রে হায় ডুবে
একটু খানি আলো জ্বালো আমার আধার ভবে ।
(মাওলাগো) তোমার নামে সকল আসান পার হয়ে যায় জানি
(মাওলাগো) তুমি আমার জীবন খেযার মাঝি।

কথা ও সুরঃ লিটন হাফিজ
এলবামঃ চেতনা
প্রত্যয় শিল্পীগোষ্ঠী, রাজশাহী

Sunday 16 February 2014

আমি অনেক বরষার বৃষ্টি ঝরায়ে

আমি অনেক বরষার বৃষ্টি ঝরায়ে তোমার দুয়ারে এসেছি
আমি অনেক ফুলের হাতছানি মাড়ায়ে তোমায় ভালবেসেছি

কত যে ফাগুন আগুন ঝরায়ে আমায় কাছে ডেকেছে
কতো যে শরৎ কোমলতা দিয়ে আমায় আপন করেছে
প্রভু আমি শুধু তোমারি খুশির জন্য
সবাইকে ফিরিয়ে দিয়েছি


জোছনার কতো রাত আমায় নিয়ে করেছে যে খেলা
কতো যে বসন্ত ফুলের বাসর দিয়ে জমায়েছে মেলা
কতো যে শুকতারা সুখ দিতে চেয়েছে
রাশি রাশি সম্পদ ভোগের জীবন দিতে চেয়েছে
প্রভু আমি শুধু তোমারি খুশির জন্য
শ্রাবণ বরণ করেছি

সত্যের পথিকদের হতে হবে নির্ভিক

সত্যের পথিকদের হতে হবে নির্ভিক
যেতে হবে এগিয়ে সাহসের মশাল জ্বেলে ।।
পবিত্র কুরআনের সুমহান বাণী
হামযা খালেদ ও এপথে জানি
জীবন বিলাতে হবে হেসে খেলে
যেতে হবে এগিয়ে সাহসের মশাল জ্বেলে ।।

হৃদয় তোমার ইসলামের আলোয় আলোকিত
তবে কার ভয়ে আজ তুমি ভীত
বাতিলের সাথে লড়াইয়ে জিততে হলে

যেতে হবে এগিয়ে সাহসের মশাল জ্বেলে ।।

জান্নাত যদি শুধু কামনা হয়
সত্যের পথে কেন তবে আর ভয়
বিজয় তো তোমারি শহীদ হলে

যেতে হবে এগিয়ে সাহসের মশাল জ্বেলে ।।

আলোর পথ তো চিরদিনই কাঁটায় ভরা
চলবেই সত্যের ভাংগা গড়া
তবু থাকবে অবিচল আলোর পথে

যেতে হবে এগিয়ে সাহসের মশাল জ্বেলে ।।

জাগতেই হবে তোমাকে নতুন করে
কাঁপবে বাতিল মরু সাইমুম ঝড়ে
বিশ্বটাকে সত্যের পথ দেখাতে হলে

যেতে হবে এগিয়ে সাহসের মশাল জ্বেলে ।।

আল্লাহ তালার রাস্তা ধর

আল্লাহ তালার রাস্তা ধর
সহজ সরল রাস্তা ধর
শক্ত করে ধর।
এই তুফানে নয়তো উড়ে যাবে।
বাকীর খাতায় সবকিছু হারাবে।

আজকে করো যতো আয়োজন
দেখবে এসব নেয়ার প্রয়োজন।
এক পলকে সবকিছু ফুরাবে।
বাকীর খাতায় সবকিছু হারাবে।

মালাকুল মউত সামনে হবে খাড়া
কেউ দেবে না তোমার ডাকে সাড়া।
হীরের খনি দেয় যদি কেউ খুলে
তখন তুমি নিবে কি তা তুলে।
চোখ মেলে কি দেখার সুযোগ পাবে।
বাকীর খাতায় সবকিছু হারাবে।

মাগো মা ওগো মা তুমি কেঁদো না

মাগো মা ওগো মা
তুমি কেঁদো না।
তোমার ছেলে লড়বে মাগো
আল কোরানের পথে
লড়তে গিয়ে যায় যদি মা
এই না জীবন তাতে,
দু'চোখেরি জল মাগো তুমি ফেলো না।

বেঈমানেরা কোরানকে আজ
ধ্বংস করতে চায়।
বল মাগো এসব কি আর
মেনে নেয়া যায়।
মুসলিম আজ মজলুম
তুমি চেয়ে দেখো না।

মাগো তোমার চাঁদ মাখা মুখ

মাগো তোমার চাঁদ মাখা মুখ
দেখা হয়না কত দিন।
ঘরটা আমার খাঁ খাঁ করে
অশ্রু ঝড়ে দুচোখ ভরে
বুকে কষ্ট সীমা হীন।

তুমি চলে গিয়ে আমার
হল কি যে ক্ষতি।
এলোমেলো হয়ে গেল
এই জীবনের গতি।
এখন বন্দি শুধু মনের ফ্রেমে
স্মৃতির কফিন।

ছিলে তুমি চলার পথে
সবচে প্রিয় সাথি।
হৃদয় জুড়ে ছিলে মাগো
হয়ে আলোর জ্যোতি, মাগো
হয়ে আলোর জ্যোতি।
এখন সঙ্গী হল আমার দেখো
আঁধার গহীন।

হে প্রভু মোর হৃদয়টাকে

হে প্রভু মোর হৃদয়টাকে
জ্ঞানের জন্য খুলে দাও।
কঠিন কঠিন পড়াগুলো
সহজ সরল করে দাও।
কবুল কর খোদা এই কলেমা
রাব্বি জিদনি ইলমা।

পাঠে আমার মন দিও গো
অংক যেন হয় না ভুল,
খেলাতে নয় পড়ার জন্য
মন যেন গো হয় ব্যাকুল।
কবুল কর খোদা এই কলেমা
রাব্বি জিদনি ইলমা।

যখন আমি পড়তে বসি
মনযে পাঠে রয়না।
পাখির মত উড়াল দেয় সে
পড়তে যে সে চায়না।
কবুল কর...

সবাই বলে মা নাকি ঐ মেঘের দেশে থাকে

সবাই বলে মা নাকি
ঐ মেঘের দেশে থাকে,
ও মেঘেরা দাওনা ডেকে
একটু আমার মাকে।

আর কতদিন মা কে ছেড়ে
একলা বল থাকি
মা আসেনা দেয় না সাড়া
মা কে এত ডাকি।

মায়ের মত এখন তো আর
কেউ করেনা আদর
কি বা এমন দোষ করিযে
সবাই বলে বাঁদর।

প্রজাপতির দুটি পাখায় রং মেখে দেন কে

প্রজাপতির দুটি পাখায় রং মেখে দেন কে?
মৌমাছির চাকে চাকে মধু যোগান কে?
তিনি মোদের পালনে ওয়ালা তাকে চিনে নে।
তাকে চিনে নে।

চমকে দেখা রংধনুটার রং তুলিতে কে?
আকাশ জুড়ে মেঘের ভেলা সাজিয়ে বেড়ান কে?
তিনি মোদের আল্লাহ তালা তাকে চিনে নে।
প্রজাপতির দুটি পাখায়...

সবুজ সবুজ বনবনানী সাজিয়ে দিলেন কে?
অবাক করা পাহাড়গুলো কে বানালেন কে?
তিনি মোদের মালিক মাওলা তাকে চিনে নে।
প্রজাপতির দুটি পাখায়....

বাগান ভরা ফুল ফুটেছে গাইছে পাখি গান

বাগান ভরা ফুল ফুটেছে গাইছে পাখি গান
চোখে আমার ধরল নেশা আল্লাহ মেহেরবান।

গানে গানে ভরল হৃদয় কি মধুময় কিযে বিস্ময়
কার তুলিতে এমন ছবি এমন রংয়ের বান।
আল্লাহ মেহেরবান...

তুলি রংয়ে আঁকা মুগ্ধ করে কেবল সবি
অবাক লাগে কি মোহময় কি অপরূপ দান।
আল্লাহ মেহেরবান..

আমরা চল শোকর করি বলি সবাই আল্লাহ বলি
তারি দয়ায় এই পৃথিবী পাখির মধুর গান।
আল্লাহ মেহেরবান...

শোন আমার ফুলের মত ছোট্ট বন্ধুগন

শোন আমার ফুলের মত ছোট্ট বন্ধুগন
আল্লাহ তালার আদেশ মানো কর তার স্মরণ।

বেশি বেশি কসম করে যারা।
পদে পদে লাঞ্চিত হয় তারা।
করোনা কখনও এদের
পথ অনুসরণ।
শোন আমার ফুলের মত ছোট্ট বন্ধুগন
আল্লাহ তালার আদেশ মানো কর তার স্মরণ।

বদ দেমাগ আর রুক্ষ স্বভাব যার
করে যারা মিথ্যে অহংকার।
চোগলখোরি করতে ভালবাসে।
অভিশাপ আর গাল দেয় অনায়াসে।
বন্ধু ওরা নয় তোমাদের
ওদের হীনমন।
আল্লাহ তালার আদেশ মানো কর তার স্মরণ।
শোন আমার ফুলের মত ছোট্ট বন্ধুগন
আল্লাহ তালার আদেশ মানো কর তার স্মরণ।

আমার এক পড়শি ছিল পাশে ছিল ঘর

আমার এক পড়শি ছিল পাশে ছিল ঘর।
আমি তো কোন দিনই নিইনি তার খবর।
প্রতিবেশীর খবর নেয়া সুন্নাতে রাসুল
নবীর মত আমরা তো কেউ চলিনা এক চুল।
প্রতিবেশী ভাই সে তোমার নয় সে তোমার পর।
আমি তো কোন দিনই নিইনি তার খবর।

রসুল তাদের ঘরে গিয়ে খাবার দিয়েছেন।
সকল সময় আপন করে খবর নিয়েছেন।
দিওনা কখনও ব্যথা প্রতিবেশির বুকে
তোমার ঘরের ধোঁয়াও যেন তার ঘরে না ঢুকে
নবীর যারা প্রিয় তারা রাখে সে সবর।
আমি তো কোন দিনই নিইনি তার খবর।

আমার এক পড়শি ছিল পাশে ছিল ঘর।
আমি তো কোন দিনই নিইনি তার খবর।

বল রাজা কে তোমার?

বল রাজা কে তোমার?
আল্লাহ আল্লাহ।
কেবা বাদশাহ তোমার?
আল্লাহ আল্লাহ।
এই পৃথিবীটা কার?
আল্লাহ তালার।
আকাশ জমীন কার ?
ভারী পাহাড়?
আল্লাহ তালার, আল্লাহ তালার।

রেখে দাও সবি বাকি চেওনা নগদ।
চেওনা এ দুনিয়ার ধন সম্পদ।
চলে যাবে ছেড়ে যত বড় বড় পদ
পরে রবে দুনিয়ার সব সম্পদ
সব কিছু হয় বল নির্দেশে কার?
আল্লাহ তালার।আল্লাহ তালার।
বল রাজা কে তোমার?
আল্লাহ আল্লাহ।

কথা ও সুর: খাদিজা আকতার রেজায়ী
কন্ঠ: হাসনা হেনা আফরিন

সত্য কথা বলার মত কজন আছো বল

সত্য কথা বলার মত কজন আছো বল।
সত্য পথে চলার মত কজন আছো চল।
কথায় কথায় বাহাদুরী
হর হামেশা ছলচাতুরী।
এসব যারা করে তারা
কাকে করে ফলো।

আমরা জানি মোটেও তারা ভাল মানুষ নয়
ফালতু কাজে সময় যারা করে অপচয়
এর কাছে যায় ওর কাছে যায়
ঝগড়া বিবাদ ধন্ধ বাদায়।
তাদের যত ভালো আমল
নষ্ট সবি হল, কি লাভ ওদের বল?
সত্য কথা বলার মত কজন আছো বল।
সত্য পথে চলার মত কজন আছো চল।
সত্য পথে চলার সাহস কজন রাখো বল
তোমরা আমায় বল।

কথা ও সুর: খাদিজা আকতার রেজায়ী
কন্ঠ: জান্নাতুল ফেরদাউস

ছোট্ট মনি খোকন সোনা মন দিয়ে বই পড়

ছোট্ট মনি খোকন সোনা
মন দিয়ে বই পড়
লেখা পড়া শিখে তুমি
হবে অনেক বড়।

বিশ্বটাকে গড়তে হলে
নিজকে আগে গড়
কোরান হাদীস পড়ে তুমি
আলোর পথে চল।
ছোট্ট মনি……

পড়তে বসে দোয়া কর
রাব্বি জিদনি ইলমা পড়
তোমার জ্ঞানের আলো দিয়ে
দেশের সেবা কর।
ছোট্ট মনি...

ফুল ফোটে হেসে বলে ইয়া রাসুলাল্লাহ

ফুল ফোটে হেসে বলে ইয়া রাসুলাল্লাহ।
পাখি ওঠে গান গেয়ে বলে ইয়া রাসুলাল্লাহ।

সূর্য ওঠে আলো নিয়ে
জগতটাকে দেয় রাঙিয়ে।
রাঙা আলো উঠে বলে ইয়া রাসুলাল্লাহ।
ইয়া রাসুলাল্লাহ।

চন্দ্র হাসে গগন কোলে
তারি পাশে তারারা দোলে।
চাঁদ তারা গেয়ে উঠে ইয়া রাসুলাল্লাহ।
ইয়া রাসুলাল্লাহ।

মা বলে খোদার পথে চলো তুমি খোকন

মা বলে খোদার পথে
চলো তুমি খোকন।
এপথ ছাড়া অন্য পথে
ভরবে না তো মন।

ইসলামেরই ধ্বজা তুমি
শক্ত করে ধর।
তাকে চিনতে কোরান হাদীস
আরো কিছু পড়।
তার মহিমা আদায় কর
পূর্বে আসতে মরণ।

এ পথেতে চলতে তোমার
একটু কষ্ট হবে।
তবু সদা তার মহিমা
তোমার সাথে রবে।
প্রভুকেই মনে কর
তুমি অতি আপন।

গভীর রাত্রি শেষে আলোর প্রভাত আসে

গভীর রাত্রি শেষে আলোর প্রভাত আসে
ভোরের পাখিরা গাহে দিবসেরই গান।

আধারেঁর পরে আসে মুগ্ধ সকাল
ঝঞ্ঝা ঝড়ের শেষে দৃঢ় মন বিশ্বাসে
গড়ে ওঠে জনপথ নবচেতনায়।

গভীর রাত্রি শেষে আলোর প্রভাত আসে
ভোরের পাখিরা গাহে দিবসেরই গান।

অমারাত্রি শেষে পূর্ণিমা চাঁদ হাসে
ভোরে ওঠে জোসনায় কানায় কানায়।
ফাগুন ফুলেরা সুখ গন্ধ বিলায়।

গভীর রাত্রি শেষে আলোর প্রভাত আসে
ভোরের পাখিরা গাহে দিবসেরই গান।
আঁধারের পরে আসে মুগ্ধ সকাল।

নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে

নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে
ছোট্ট ছেলে মাকে বলে স্রষ্টা আমার কে?
মা বলল ধৈর্য ধর, যখন তুমি হবে বড়
জানতে পারবে তোমার আমার স্রষ্টা সে যে কে।

সেই ছেলেটির মন যে তবু ভরেনা
মায়ের কোন মানাই মনে ধরেনা।
আম খেয়ে সে ভাবতে থাকে
মিষ্টি ঢেলে দিয়েছে কে?
কার নামে বাসন্তি কোকিল কুহু ডাকে?

দিঘীর পাড়ে বসে ছেলে ভাবছে
শান্ত জলের কাছে প্রশ্ন রাখছে।
এমন সময় মামা এসে
বলল ভাগ্নে ভাবছ কি সে।
প্রশ্ন কর জবাব পাবে আশ্বাস রেখে।

মামার কাছে ভাগ্নে সবই বলল
মামাও তার জবাব তুলে ধরল।
সব সৃষ্টির স্রষ্টা যিনি
আল্লাহ তালা মহান তিনি।
দুজন মিলে প্রভু প্রেমের
প্রীতি আঁকে।।

তোমরা আল্লার কোন কোন নিয়ামত করবে অস্বীকার

তোমরা আল্লার কোন কোন নিয়ামত করবে অস্বীকার
যেখানে তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার।।

যিনি তোমাদের শিক্ষা দিয়েছেন ‌আল কোরান, আল কোরান
কথা বলবার শক্তিও যিনি করেছেন দান, করেছেন দান।
সমস্ত সৃষ্টি তার স্বরনে রয়েছে মশগুল
কেবল মাত্র মানুষই তাকে চিন্তে করে ভুল
তার করুণা, তা'র করুণা
ঘিরে আছে পৃথিবীর চারিধার।।

আকাশের পর্দা ছিড়ে বৃষ্টি নামে তার ইশারায়, তার ইশারায়
দৃষ্টিহীন ঐ আকাশ ভরে দেয় তারায় তারায়, তারায় তারায়।
চামড়ার মত ফেটে যাবে ঐ আকাশটা একদিন
পৃথিবীর সবকিছুই একদিন হয়ে যাবে বিলীন
তার হুকুমে, তা'র হুকুমে
দেয়া হয় যদি এক ফুৎকার।।

প্রশংসা সবি কেবল তোমারি

প্রশংসা সবি কেবল তোমারি
রাব্বুল আলামিন।
দয়ালু মেহেরবান, করুণা অফুরান।
আর কেউ নয় তুমি মালিক,
শেষ বিচারের দিন।

কেবল তোমারি করি ইবাদাত,
কেবল তোমারি চাহি নিয়ামত।
দাও দিশা দাও,সরল পথের।
রিসাত মোস্তাকিম।

যাদের উপরে করেছ রহমত,
পেয়েছে তোমার অশেষ মোহাব্বত।
তাদের সে পথ,দাও আমাদের।
দাওগো তোমার দ্বীন

যাদের উপরে দিয়েছ গজব,
নাযিল করেছ দিয়েছ আজাব।,
তাদেরি ভাগ্য দিওনা মোদের,
হে অসিম সীমাহীন।

Saturday 15 February 2014

হতাশ হয়োনা তুমি

হতাশ হয়োনা তুমি হয়োনা হতাশ
সামনে এগিয়ে দ্যাখো উদার আকাশ

রজনী গভীর হলে প্রভাত কাছে
তটিনী শুকালে আবার শাওন আছে
তুমিও কখনো তাই হয়োনা নিরাশ

জীবনের রংধনু বড়ই নিঠুর
পথের স্মৃতির পাতা বেদনা বিধুর
বৈশাখী বয়ে আনে নতুন আবাস

পাখিদের গানে আসে স্নিগ্ধ আলো
মঞ্জিলে যেতে আরো কষ্ট ঢালো
বইবে জীবনে তোমার দখিনা বাতাস

কথা: ড. মাহফুজুর রহমান আখন্দ
সুর: মতিউর রহমান খালেদ

রাহাত ভাইয়ের স্মৃতি পড়লে মনে

রাহাত ভাইয়ের স্মৃতি পড়লে মনে
এই হৃদয়ে উঠে ঝড়
পারিনা ভুলিতে তার হাসি ঐ মাখা মুখ
এই দুটি চোখে ঝরে ঝরনা অঝর

হাসিমাখা ঐ মুখে কি দারুণ মমতা
দিয়েছিলে দয়াময় অনুপম সততা
ভালোবেসে কাছে টেনে নিত সব সাথীদের
আজ সে-ই চলে গেছে সাথী হয়ে বেলালের
এই বুকে খা খা করে ভুলি তারে কি করে
চারপাশে আজো তাঁর ঘ্রাণ তোলে ঝড়

সুরমার ঢেউ কাঁদে কাঁদে বণ অরণ্য
শাহজালালের মাটি কাঁদে তাঁর জন্য
দুঃখিনী মায়ের চোখে দুঃখিনী বোনের মুখে
সাথী হারা সাথীদের শুন্যতা বুকে বুকে

বিশ্বাসী দুটি চোখে ছিলো দৃঢ় প্রত্যয়
জীবনের দামে কেনা জান্নাত মোহময়
আল্লাহ’র ভালোবাসা পেয়ে হলো ধন্য
শহীদি ঈদগাহে সে চির অনন্য
জান্নাতি ফুল হয়ে ছড়ালো সুরভী
ঈমানের নুরে তাঁর আলোকিত ঘর

ভোটের নামে এ কি আজব খেলা

ভোটের নামে এ কি আজব খেলা
বুবুগো তুমি দেখাইলা
তোমার চেলা ইসি মারলো ঠেলা
রাইতের আন্ধারে তুমি এ কী কান্ড ঘটাইলা

৫ তারিখের সকাল দুপুর বিকেলও যায় গড়িয়ে
ভোটার বিহীন সব কেন্দ্র গুলো পড়লো যেন ঝিমিয়ে
এমন সময় সব সোনার ছেলে
চেতনার আগুনে উঠলো জ্বলে
নির্বাক জাতী দেখে টিভিস্ক্রিনে
ভোট দিলো দিলো ভোট বাস্কো ফাটাইয়া

পুলিশ র‍্যাব দিয়া মারছো মানুষ
ক্ষমতার লোভে তুমি হইছো বেহুশ
নষ্ট বামের পাল্লায় পইড়া
জাল ভোটের মহোৎসবে হইছো তুমি খোশ

ভাগা ভাগী কইরা আসন ভোটের নাটক সাজাইয়া
ভোট ডাকাতি কইরা তুমি গেলা শেষে ফাসিয়া
মিডিয়াতে সব হইলো প্রচার
দালালরা তবু বলে সফল সরকার
বিশ্ব অবাক বলে এ কী কারবার
চলছে হায় বাংলাদেশে দেখো চাহিয়া

কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ

তোরা- যতই করিস চেঁচামেচি আর আনন্দ- হৈ হল্লা

তোরা- যতই করিস চেঁচামেচি আর আনন্দ- হৈ হল্লা,
ফাঁসির দড়িকে পায় না তো ভয় মুমিন কাদের মোল্লা !

সারা জীবনের প্রাণ-পণ চাওয়া শহীদী মৃত্যু, যার-
ফাঁসির মঞ্চে হাসিমুখে যেতে কোন দ্বিধা নেই তার !

সে-ও জেনেছিল, ঈমানের পথে ফুল নেই, ফুল নেই-
তবু এই পথে সফলতা আছে, ভুল নেই, ভুল নেই-

এই পথে আছে- সাহারার মরু, রক্ত-নদীর বান,
কণ্টক-ভরা প্রান্তর আর, মৃত্যুর আহ্বান !

সেই আহ্বানে সাড়া দিয়ে সে-ও পাষাণে বেঁধেছে বুক-
ভুলে গেছে যত মিথ্যে মমতা, পৃথিবীর মায়া-মুখ !

তার অপরাধ ? একটাই শুধু- ঈমানের পথে চলা,
আল্লা’র প্রেমে, রাসুলের প্রেমে সত্যের কথা বলা !

এই অপরাধে অপরাধী হয়ে, মরণেও ভয় নেই-
হাজার বছর পেরিয়ে গেলেও ক্ষয় নেই, ক্ষয় নেই।

কাদের মোল্লা মরলেও, তার আদর্শ মরবে না-
তার অগণিত সহযাত্রীরা পথ থেকে সরবে না !

সুতরাং তোরা নাচছিস কেন ওরে ও পেঁচার দল,
তোদের জন্য বরাদ্দ শুধু নর্দমা-জঙ্গল।

সব বিচারের বিচার যে হবে জানিস কখনো তোরা ?
আল্লা’র কাছে চির অপরাধী তোরাই, কপালপোড়া !

কাদের মোল্লা বেঁচেই থাকবে তোরা-ই যে মরে যাবি-
তিল তিল করে সব জুলুমের প্রতিদান তোরা পাবি !

তুমি মাফ করে দাও প্রভূ

তুমি মাফ করে দাও প্রভূ ,
আমার হৃদয় পাপে তাপে ভরা
ক্ষমা তুমি করো প্রভূ।

করিনি সিজদা মাসজিদে গিয়ে
গাহিনি তোমার গুণগান ।
বইতে পারি না, আর এই বঞ্চনা
আঁধারে ডুবেছি শুধু ।

পারিনি যাকাতের মূল্য দিতে
আমি করিনি সিয়াম সাধনা ।
বইতে পারিনা, আর এই গঞ্জনা
ভুল ভেঙ্গে দাও মোর প্রভূ।

কাঁদিছে বেদনায় দুটি আঁখি যেন
কাঁদিছে বেদনায় প্রাণ ।
সইতে পারিনা, আর এই যন্ত্রনা
ক্ষমা কি করবে না প্রভূ ?

কথা ও সুরঃ লিটন হাফিজ

লেকার খোদাকা নাম ফাসনা শুরুকিয়া

লেকার খোদাকা নাম
ফাসনা শুরুকিয়া
মেরে কালমা নাবিজীকে পাড়হে
তারানা শুরুকিয়া,
আজিবে মৌলেকি পারদা হাঠাকার জাবদিখা
মেরে নাবীজী কাহা লা ইলাহা ইল­াল­াহ।

তাইবামে তাইবামে মিল গায়িহে জান্নাত
যাউ কাহাদার ছোড়কে (ও নবী )।

মেরে নাবী রাবকে দুলার হে
আমেনাকে আখোকে তার হে।
ও আল­াহ তায়ালা হালিমানে পালা হালিমানে পালা
ও আল­াহ তাওলা।
ঢালাহে ছাঁচেকে নূরমে।

হামার আমান জিসকে লিয়ে রোথে
ওহি নাবী সারদারে কায়েনাতে।
ও আল­াহ তায়ালা গোরে হইয়া কালা
গোরে হইয়া কালা ও আল­াহ তায়ালা।
মুমিন যো ওহি পার হো তাহে।।

কথা ও সুরঃ হাসিনুর রব মানু

অনন্ত দিগন্ত ছাড়িয়ে এসেছি মাঠ ঘাট কত প্রান্তর

অনন্ত দিগন্ত ছাড়িয়ে এসেছি
মাঠ ঘাট কত প্রান্তর পেরিয়ে এসেছি,
তোমার প্রেমে স্নেহ মায়া
ছেড়েছি সুখের নীড়,
এসেছি বীর মুজাহিদ বীর
আমরা বীর মুজাহিদ বীর।

দেবো না ডুবাতে শিরক বিদয়াতে সোনার ইসলাম,
থাকবো অটুক উর্দ্ধে রেখে খোদারি কালাম।
খোদার মতে খোদার পথে
রুখে দিতে রাজি শির।

দেবো না ছড়াতে খোদার ধরাতে খোদার অসম্মান,
মুজাহিদ মোরা মুজাহিদ মোরা সাবধান বেঈমান।
খোদার মতে খোদার পথে
রুখে দিতে রাজি শির।

কথা ও সুরঃ লিটন হাফিজ

ধান কাইটপ্যা যামু চ ধান কাইটপ্যা যামু

ধান কাইটপ্যা যামু চ
ধান কাইটপ্যা যামু,
নবান্ন করমু বউ
পিড়্যাতে বসি রানবে পায়েশ ও ক্ষীর হো।

ও মতি ও দুরুল
ও জব্বার ও মকবুল,
নি আয় কাইদা নি আয় নি
আয় ভাইরা নি আয়,
নি আয় গরুর গাড়ী কাটমু ধান ।
হাঁরা নবান্ন করমু ঐ
আসার আগে ভরা বাণ।

ও চম্পা ও যাদু
ও বিলকিস ও খুদু,
তোরা নানাকো কস
মিয়া ভাই ও কো কস,
ওরা নবান খাবার আসে যেন।
শোন ঢেঁকিরও শব্দ তোর
মাও বুঝি কোটোছে ধান।

কথা ও সুরঃ লিটন হাফিজ

আকাশের জোছনা খানি কার ইশারায় জ্বলতাছে

আকাশের জোছনা খানি
কার ইশারায় জ্বলতাছে,
মাওলা ছাড়া কে জ্বালাবে
দেখা নয়ন জুড়তাছে।
আকাশের লক্ষ তারা
কার ইশারায় জ্বলতাছে,
মাওলা ছাড়া কে জ্বালাবে
দেখা পরাণ ভরতাছে।

আঁধারের ঘুম ভাঙ্গায়ে
প্রভাতের সুরুজ খানি,
আলোময় করতাছে ভাই
খোদারি এই ধরনী ।
বলতো কার ইশারায়
সুরুজ খানি উঠতাছে,
মাওলার ইশারায় সুরুজ
উঠতাছে আর ডুবতাছে।

লক্ষ লক্ষ বৃক্ষ শাখে
ফুটতাছে কলি,
সুবাসিত করতাছে ভাই
পরানের অলি-গলি ।
বলতো কার ইশারায়
এমন কলি ফুটতাছে,
মাওলার ইশারায় কলি
ফুটতাছে আর ঝরতাছে।

কথা ও সুরঃ লিটন হাফিজ

আমাদের সেই লোকের প্রয়োজন

আমাদের সেই লোকের প্রয়োজন-
যার জামার কোণা কাঁটায় বিধে আটকে গেলেও
যাবে ছুটে দ্বীনের কাজে ভাববে জামা নিষ্প্রয়োজন।

আঁধারের পথ হারানো পথিক যারা,
জীবনের ভুলগুলি আজ করছে তারা।
(তাদের পিছে) দড়িয়া ছুটিয়া যারা,
আপনার পাপের ফাঁদে আটকে গেছে,
সেই আধ মরাদের বাঁচার পথে আনবে যে জন।

জমিনে পাপের সাগর গড়লো যারা হাবুডুবু
সেই সাগরেই খাচ্ছে তারা।
(মরণ বিষে) জ্বলিয়া পুড়িয়া যারা,
অঙ্গার হইয়া গেল অবশেষে,
সেই আধ মরাদের বাঁচার পথে আনবে যেজন।

কথা ও সুরঃ লিটন হাফিজ

সাইয়্যেদুল মুরসালিন মুরসালিন মুরসালিন

সাইয়্যেদুল মুরসালিন মুরসালিন মুরসালিন
কাটতো না জাহেলী আঁধার তুমি বিহীন ।
তুমি এলে অরুণ হয়ে মরুর বুকে,
তুমি হলে দীন ভিক্ষারী দিপ্ত পিদিম।

তুমি এলে ছড়ালে ন্যায়ের আলো,
হৃদয়ের সুপ্ত আশা জগত ছড়ালো।
জোনাকির আলোর মত জাগলো শপথ,
সে শপথ অনির্বাণ অন্তবিহীন।

তুমি এলে শান্তির ঝান্ডা হাতে,
হলো দুর দুঃস্বপ্ন দুঃখীর হৃদয় হতে।
সে বাণী সবার প্রাণের ঘুম ভাঙালো,
সে বাণী অর্নিবাণ অন্তবিহীন।

কথা ও সুরঃ লিটন হাফিজ

দ্বীন দুনিয়ার বাদশা তুমি

দ্বীন দুনিয়ার বাদশা তুমি
তুলনাবিহীন অসীম অপার,
তোমার ইশারায় ঝরে রহমাত
খুলে যে যায় বেহেশতের দ্বার।

সৃজিলে তুমি জ্বীন ইনসান
গাইবে যারা তব গুনগান।
আকাশ জমিন চাঁদ সিতারা
সবি তোমার দান।
যে পায় ওগো তোমার পরিচয়,
সে পরে তব প্রেমের হার।

আলোর দিশারী কামলিওয়ালা
তৃষিত মরুর শীতল ধারা ।
যার বিরহে ভাসে এ বুক
নিশি কাটে তন্দ্রা হারা।
তুমি পাঠালে প্রিয় সেই জন
সকল কালের সেরা রাহ্বার।

কথাঃ সেলিম আশরাফ
সূরঃ ইউসুফ বকুল

O prophet Muhummad

O prophet Muhummad
O prophet Muhummad
Our thought will never be end,
Our Song will never be end,
Always you are prophet in our heart.

If we see crimes on earth
And any terrorism,
We must fight against
Leftism Communism.

We believe heart and soul
Islam our religion,
Here so much peace happiness
Here no terrorism.

Lyric & Tone : Liton Hafiz

খুশবু কিসের জানো মা রক্ত কিসের

খুশবু কিসের জানো মা রক্ত কিসের,
এযে শহীদী দেহ তোমার তরে ।

তুমি মা কেঁদোনা মা-ও---------
আছে আরও লক্ষ সেনা তোমার কোলে ।
তুমি মা স্মরিও মোরে তাদের পরশে,
ওরা মা আনবে বিজয় আল- কোরআনের।

তুমি মা ভেবোনা মা-ও------------
চিরদিন কেউ রবে না দুনিয়াতে।
তুমি মা করিও দোয়া খোদার আরশে,
ওরা মা ভাঙবে শিকল অত্যাচারের।

কথা ও সুরঃ লিটন হাফিজ

তুমি জাগরণে থেকো শয়নে স্বপন জুড়ে তুমি

তুমি জাগরণে থেকো
শয়নে স্বপন জুড়ে তুমি,
আমার হৃদয় আকাশে তুমি রবি শশি
তুমি হাজার তারার মেলা ঝিকিমিকি ।

তুমি চোখের নীলে থেকো মিশে
আজীবন চোখের জলে ভেসে ।
প্রাণ সাগরে থেকো উর্মি হয়ে।
আমার ধমণী জুড়ে থেকো মুহাম্মাদ
চোখের তারা হয়ে তুমি ।

তুমি থেকো তাসবি হয়ে মুখে
আজীবন আমার সুখে-দুঃখে ।
পাপিয়া হয়ে থেকো মন কাননে।
আমার দমে দমে থেকো আহাম্মাদ
কণ্ঠেতে গান হয়ে তুমি।

কথা ও সুরঃ লিটন হাফিজ

ইয়া আল­াহ তোমার অসীম করুণায় আমরা মুসলমান

ইয়া আল­াহ ........................
তোমার অসীম করুণায় আমরা মুসলমান
তোমার আইন দিয়ে মোরা গড়বো এই জাহান
সেই শক্তি দান কর সেই শক্তি দান ।

যায় না দেয়া তোমার দানের কোন প্রতিদান।
তোমার আদেশ তোমার নিষেধ তোমারী সম্মান-
মোরা রাখবো অটুট ।।
শুধু কবুল করো হে দয়াবান
মোদের এই আরমান।

মোদের প্রিয় রাসূল যে পথে করেছে গমন,
চলবো সে পথে যে পথে বলেছ হে সুমহান ।
ঝরে রক্ত ঝরুক -
তবু আগলে যেন রাখতে পারি
বুকে আল কোরআন ।

কথা ও সুরঃ লিটন হাফিজ
এলবামঃ রুহী

ভোরের পাখি হয়ে আমরা দ্বীনের কথা বলি চলো

ভোরের পাখি হয়ে আমরা
দ্বীনের কথা বলি চলো,
দ্বীনের মুসাফির হয়ে
দ্বীনের পথে চলি চলো ।

আল­াহ দিয়েছে আলো কোরআনের
আল­াহ দিয়েছে পথ রাসূলের ।
হৃদয়টা সে আলোতে ভরি
সে পথে আমরা চলি চলো।

যে পথে খোদাকে পেতে বাধা নেই
যে পথে রাসূল ছাড়া কিছু নেই ।
সে পথে প্রাণের মায়া ভুলি
এই প্রত্যয়ে চলি চলো।

কথা ও সুরঃ লিটন হাফিজ
এলবামঃ রুহী

Thursday 13 February 2014

ইয়া পারওয়ার দিগার, জীনকো তু ভেজা ইস জাগমে

ইয়া পারওয়ার দিগার,
জীনকো তু ভেজা ইস জাগমে,
উনকা তারিফ মে কিয়া কারো।
কোই পুছে তুমে কাহো
বাস এহি কাহো কে জওয়াব নেহি ।
সারে জাহা কিও কারতা রাহি হে ইয়া রাসুলল্লাহ,
ক্যাইসা যাদু তুনে দিখায়া ইয়া নাবী আল্লাহ
পেয়ারে ইয়া হাবিবাল্লাহ।

জিনেসে আচ্ছা মারনা ওহি জো তেরে রাসতে মে,
সুখসে আচ্ছা দুঃখ ওহি জো তেরে গামমে।
তুনে হামলোগো কো শিখায়া পাক কালামুল্লাহ
পেয়ারে ইয়া রাসুলাল্লাহ ।

উসসে বাড়া কোয়ি বীর নেহি তুঝ পেজো কোরবায়ো,
উসসে বাড়া কোন আশিক হোগা তুজপে পিয়ার যিসকো।
তু না হোতে তো দুনিয়া না হোতে তুহি সাফি আল্লাহ
পেয়ারে ইয়া রাসুলাল্লাহ।

কথা ও সুরঃ হাসিনুর রব মানু
এলবামঃ শিহরণ
প্রত্যয় শিল্পী গোষ্ঠী

নাও বাধিস না, নাও বাধিস না

নাও বাধিস না, নাও বাধিস না,
নাও বাধিস না ঘাটে, ও মোর নাও এর মাঝিরে,
নাও যাবে মোর সোনার মদীনাতে।

কুল কিনারা নাহি দেখি
চলি আমি প্রবল স্রোতে,
মাঝিরে, মাঝি আমার....
ঝড় বাদল আর বৃষ্টি আসুক
থামবে না কোনটাতে।

আরব ধরনীর উপরে
নবী আমার আছেন শুয়ে,
নদীরে, নদী আমার....
সেই দেশেতে গিয়া আমার
চাই প্রাণ জুড়াতে।

কথা ও সুরঃ হাসিনুর রব মানু
এলবামঃ শিহরণ
প্রত্যয় শিল্পী গোষ্ঠী

রাতটা যখন নিঝুম হয় চোখে সবার ঘুম

রাতটা যখন নিঝুম হয়
চোখে সবার ঘুম,
বিজলি বাহন বোরাক
এসে ধরায় দিল চুম।

জাগলো না কেউ রাসুল ছাড়া,
দেখল জগত এ কোন ধারা।
সাত আকাশের মধ্যে আজি
বসলো সে কি ধুম !

রাসুল যাবেন খোদার কাছে,
এর চেয়ে খুশির কি বা আছে।
মানব জনম ধন্য হল ধন্য ধরা ঘুম।

কথাঃ শাহ আলম বাদশা
সুরঃ লিটন হাফিজ
এলবামঃ শিহরণ
প্রত্যয় শিল্পী গোষ্ঠী

কলকাতায় জল থৈ থৈ ঢাকার বুকে খরা

কলকাতায় জল থৈ থৈ ঢাকার বুকে খরা,
ভালোই ভালোই বলছি দাদা ফারাক্কা বাঁধ সরা ॥

মাঠের ফসল যায় পুড়ে যায় নদী নালা শেষ,
আমার ঘরে নাইরে এখন বাঁচার পরিবেশ।
সবুজ শ্যামল দেশটা আমার তোর কারণে মরা ।

আমার স্বদেশ বিরাণ ভুমি বানাইয়া পাজি,
স্বর্গসুখে থাকবি রে তুই হয় কখনো কি ।
শ্যামলিন এই প্রকৃতিটা তোর বাবার কি গড়া।

কথাঃ মমিনুর রহমান
সুরঃ হাসিনুর রব মানু

আমরা মানুষ কেন এমন মরতে হবে যেনেও

আমরা মানুষ কেন এমন
মরতে হবে যেনেও,
না জানার ভান করি
না বোঝার মত চলি।

সকলে আমরা জানি জান্নাতে কি শান্তি,
তবুও আমরা মিছে আলেয়ার পিছে পিছে
ছুটে ছুটে আনি যে ক্লান্তি ।
শুনবে কে প্রভু মোদের আহাজারি।

জুমাতে শরিক হই সুগন্ধি পোশাকে,
পরিণত হয় খোদার খাঁটি আশেকে।
অফিসেতে ঘুষ খাই ব্যবসাতে চুরি,
ভাবি না খোদার চোখ সমগ্র জুড়ি।

সকলে আমরা জানি দোযখে কি শাস্তি ,
কাঁদিনা তার কাছে ভুল বুঝে অবশেষে
আসবে কি করে মনে স্বস্তি।
কেনই নেবে প্রভু তরী পার করি।

কথা ও সুরঃ হাসিনুর রব মানু
এলবামঃ শিহরণ
প্রত্যয় শিল্পী গোষ্ঠী

তোমার মত নাই দরদী নাইরে দয়াবান

তোমার মত নাই দরদী নাইরে দয়াবান
খোদা তুমি মেহেরবান ॥ মোদের যখন যা প্রয়োজন তাই কর দান
তুমি বড়ই মেহেরবান।

ক্ষুধা পিপাসায় অন্ন পানি,
সবিই তো তুমি যে দাও গো আনি।
মাঠে মাঠে সোনার ফসল
বৃক্ষ ফলবান তুমি বড়ই মেহেরবান।

দিনের বেলায় সুর্য দিয়ে ঘুচাও রাতের কালো
রাতের আঁধার দুর কর যে জ্বেলে চাঁদের আলো।

বুক ভরিয়া নেই যে নিঃশ্বাস
তুমি দাও সেই মধুর বাতাস।
তোমার দয়া সকল খানে
রয় যে অফুরান তুমি বড়ই মেহেরবান।

কথাঃ আব্দুল লতিফ
সুরঃ হাসিনুর রব মানু
এলবামঃ শিহরণ
প্রত্যয় শিল্পী গোষ্ঠী

ঘড়ি চলে সময় যায় চলে

ঘড়ি চলে সময় যায় চলে,
যে সময় যায় চলে তা কখনো পাবেনা
স্রোত যেন এগুবে, পেছনে ফিরবেনা।

কোন কিছুর মোহে আজ পড়ে থাকলে চলবেনা,
ভুলে যেতে হবে সব দ্বীন কায়েমের তরে।

আসবে তো জীবনে ঝড় তুফান,
সত্যের সম্মুখে হবে অবসান।
এই ক্ষণ ফুরালে তা কখোন পাবেনা।

হয়েছে ঐ দেখ সত্যের সুর্যদয়
চোখ মেলে দেখ আজ আছ কেন ঘুমিয়ে।

ঘুম থেকে আজ তুমি ওঠো দাঁড়িয়ে,
বিপ্লব ডাকে যেন হাত বাড়িয়ে।
এই পথে না এলে মুক্তি মিলবে না।

কথা ও সুরঃ মামুনুর রশিদ
এলবামঃ শিহরণ
প্রত্যয় শিল্পী গোষ্ঠী

রকেট তো নয় বিজলি যানে ছুটল কে

রকেট তো নয় বিজলি যানে ছুটল কে
সাত আকাশের পর্দাখানি টুটল কে ॥

মেঘলা রাতে লাগলকে সে,
খোদার সাথে মিলল এসে।
ইনাম রেদা রাজলা বোনে লুটলকে।

ঘটল একি তারার বুকে,
নাচল সকল সৃষ্টি সুখে।
কোন সে মহান সাত আকাশে উঠলকে ।

কুলের জোড়ায় কান্না সাথে
ছড়িয়ে দিল উদার হাতে
ফুলের সেরা ফুল হয়ে সে ফুটল কে।

কথাঃ শাহ আলম বাদশা
সুরঃ আলী আহাদ
এলবামঃ শিহরণ
প্রত্যয় শিল্পী গোষ্ঠী

যারা দিন আনে দিন খায়, ফুটপাতে ঘুম যায়

যারা দিন আনে দিন খায়,
ফুটপাতে ঘুম যায়,
কি যেন কি বলতে চাচ্ছে ওরা ,
শোষকের হাত থেকে এদেশকে বাঁচাতে
একদল মুজাহিদ দাও হে খোদা,
সে তো আমরা, সে তো আমরা, সে তো আমরা।

বন্যায় কবলিত জীর্ণ শিশু
দ্বারে দ্বারে ঘুরে ফিরে ঝরে অশ্রু,
আরশ কাঁপে তার দীর্ঘ শ্বাসে
তবুও মানুষ দেখে যায়না পাশে।
তাদের কে বাঁচাতে, হাসিমুখ ফেরাতে
একদল সৈনিক দাও হে খোদা।

রক্তকে ঘাম করে রিক্সা টানে
চৈত্রের খরা রোদে ইট যে ভাঙ্গে,
পিঠে বোঝা চাপিয়ে হাটে কে পাশে
চলতে পারেনা কুলি বয়স শেষে।
এদেরকে বাঁচাতে, হাসিমুখ ফোটাতে
একদল সৈনিক দাও হে খোদা।

কথা ও সুরঃ হাসিনুর রব মানু
এলবামঃ শিহরণ
প্রত্যয় শিল্পী গোষ্ঠী

ও আমার দেশ, প্রাণ প্রিয় দেশ

ও আমার দেশ,
প্রাণ প্রিয় দেশ সুখে দুখে তোমায় জড়িয়ে রবো ॥

তোমার জন্যে রক্ত দিয়েছি ঢেলে,
তোমার জন্যে দুচোখ ভরেছি জলে॥
তোমার জন্যে উজাড় করে প্রাণ বিলিয়ে দেব
জীবন বিলিয়ে দেব ।

তোমায় একেছি লাল সবুজ পতাকায়,
তোমায় এঁকেছি ভালোবাসার আঙ্গিনাই ॥
অনুরাগে অনুভবে তোমাকেই ভালোবাসাবোই।

তোমার মাঝে পেয়েছি মায়ের পরিচয়,
তোমাকে পেয়েছি স্বপ্নের মত মায়াময়॥
মমতার ঐ বন্ধনে তোমাকেই প্রাণে রাখবই।

কথাঃ শাহাদাত হোসেন স্বপন
সুরঃ হাসিনুর রব মানু
এলবামঃ শিহরণ
প্রত্যয় শিল্পী গোষ্ঠী

সবার সুখে হাঁসব মোরা কাঁদব সবার দুখে

সবার সুখে হাঁসব মোরা কাঁদব সবার দুখে,
নিজের খাবার বিলিয়ে দেব অনাহারীর মুখে ॥
এই তো আমরা করেছি পণ,
সবার মাঝে বিলেয়ে দেব আমাদের জীবন।

থাকব না আর বসে মোরা এবার কিছু করব,
সমাজটাকে ভেঙ্গে চুরে নতুন করে গড়ব ॥
জীর্ণ সমাজ চাইনা মোরা
জালিমের প্রাসাদ ভাঙ্গবই।

যে সমাজটা গড়ে গেছে আলী ওমর উসমান,
যে সমাজে মা বোনেরা পেল তাদের সম্মান ॥
মানবতার মুক্তির লক্ষে,
সেই সমাজটা প্রয়োজন।

কথা ও সুরঃ সুমন আজিজ
এলবামঃ শিহরণ
প্রত্যয় শিল্পী গোষ্ঠী

ইসলাম আসছে সে আসবেই আসবেই আসবে

ইসলাম আসছে সে আসবেই আসবেই আসবে।
শত্র“রা হাত বসে পরাজিত ক্ষোভে রসে
হতাশার আঁখি লরে ভাসছে, সে ভাসবেই ভাসবেই ভাসবে।

নাস্তিকতার দিন হয়েছে বিলিন,
শ্বেত ভল্লুক তার দেহ প্রাণহীন।
দ্বীন আসে বিজয়ের, দ্বীন আসে কোরানের,
সেই সুখে সারাদেশ হাসছে ।
হাসবেই হাসবেই হাসবে।

মরণের ভয়ে আজ থর থর কাঁপে
সব আযাযিল আর সব শয়তান,
ভেঙ্গে পড়ে অবশেষে কুফরী ও বাতিলের
সমস্ত আস্তানা সব জিন্দান।

মজলুমানের ঐ মিলিত মিছিল,
পায় সন্ধান নব হেরার নিখিল।
শোষকের পতনে দ্বীন আসে দু’চোখে
তৌহিদী জনগন জাগছে ।
সে জাগবেই জাগবেই জাগবে।

কথাঃ মতিউর রহমান মল্লিক
সুরঃ হাসিনুর রব মানু
এলবামঃ শিহরণ
প্রত্যয় শিল্পী গোষ্ঠী

আমার রবের দয়ার কথা গাছ গাছালি জানে

আমার রবের দয়ার কথা গাছ গাছালি জানে,
চাঁদ সুরুজ ঐ আগের মত নিয়ম কানুন মানে।
(জানি) ক্লান্তি নিয়েও নায়ের মাঝি কোন সুখে দাঁড় টানে (গানে)
ঐ রবেরি গুন গাহিছি আমরা গানে গানে।

পৌষ মাঘে শীত আসে যে হিমেল শাড়ি পরে,
কার ইশারায় পাতা গজায় পুরান পাতা ঝরে ॥
বর্ষাকালে ঝিলে ডোবায় হাজার কোলা ব্যাঙ
কোন সুখেতে গেয়ে উঠে ঘ্যাঙ্গর ঘ্যাঙ্গর ঘ্যাং।

কৃষক শ্রমিক মুটে মাঝি খাটে যে দিন ভরে,
ভেসে আসা আজান শুনে মাঠে নামাজ ধরে ॥
ক্লান্ত চাষীর কর্ণ বেয়ে গড়িয়ে পড়ে ঘাম
তবুও মুখে ফোটে ওঠে প্রভুর গুনগান ।

কথা ও সুরঃ হাসিনুর রব মানু
এলবামঃ শিহরণ
প্রত্যয় শিল্পীগোষ্ঠী রাজশাহী

Saturday 1 February 2014

ঈমানের লেশ যার অন্তরে আছে

ঈমানের লেশ যার অন্তরে আছে-
চোখ মুদে থেকো না
মুখ বুজে আর-
কান পেতে শোন- কান পেতে শোন
শোনা যায় নাকি হাহাকার!
চোখ মুদে থেকো না
মুখ বুজে থেকো না,
ঘুম ঘোরে থেকো না আর
ঘর কোনে থেকো না আর ।

মানবতা শব্দে আযাযিল অধিকার,
মুমিনের বুক আর পাঁজরের রক্ত।
জমে যাওয়া রক্তে কেন দাও গড়তে
ফেরাঊন নমরুদ হামানের তখত?
আ...আ...
চেনা চেনা প্রিয় প্রিয় মুখ গুলো
চোখ থেকে কেড়ে নেয় চোখ খুলো। (মেলো)
কত বাড়ি পুড়ে হল ছার !

প্রতিবাদ শব্দে সূর্‍যের তেজ দাও
বজ্রের গতি দাও তাকবীর শ্লোগানে,
অবসাদ ভেঙ্গে দাও সীসা ঢালা ঐক্যের
আল্লাহু আকবার আল্লাহ গানে।
আ...আ...
খালিদ আর হামজাকে বুকে ধরে
বদরের আল্লাহ স্মরণ করে
জেগে ওঠো জাগো আর এক বার।

কথাঃ ও সুরঃ আব্দুস শাকুর তুহিন

ছুটে চল চল ছুটে সম্মুখে,

ছুটে চল চল ছুটে সম্মুখে,
করতে কি পারে বলো বন্দুকে?
খালিদের মত আজ হাঁক বীর
নারায়ে তাকবীর।

ভুলে যাবে পিছু টান ভুলে যাবে ভয় ডর,
হাক জোরে আরো জোরে আল্লাহু আকবার।
পথ ভুলা পথিকে ঠিক পথে ডাক বীর
আর শুধু খালিদের মত আজ হাক বীর
নারায়ে তাকবীর।

নারায়ে তাকবীর আল্লাহু আকবার।
এই হাতে কাঁপে মাটি সমুদ্র থর থর।

সমশের হাতে নিয়ে ছুটবার দিন আজ
শাহাদাতে শোধ হবে জন্মের ঋণ আজ ।
রক্তেই পৃথিবীর পাপ ধুয়ে যাক বীর
খালিদের মত আজ প্রাণ পনে হাক বীর
নারায়ে তাকবীর।

কথাঃ সায়ীদ আবু বকর
সুরঃ প্রত্যয় শিল্পীগোষ্ঠী
রাজশাহী অ্যালবামঃ হৃদয়ের স্বরলিপি

যদি গড়তে হয়

যদি গড়তে হয়
ও গো দয়াময় প্রেমের নদী গড়ে
হয়ে ভালবেসে যাব তোমাকে
হৃদয়ের সুগভীরে পাবো তোমাকে।

তুমি যে আমার জান
গান, ভালবাসা অফুরান,
শোণিতের সুরে সুরে আমি শুধু গাব তোমাকে।

দুরে দুরে থাকো এই প্রাণে সই না,
পর করে রাখা এই প্রাণে সই না।

আমি যে তোমার হবো,
তোমাতে বিভোর রব
একবার পেলে কাছে,
আর না হারাবো তোমাকে।

কথাঃ সায়ীদ আবু বকর
সুরঃ প্রত্যয় শিল্পীগোষ্ঠী,
রাজশাহী অ্যালবামঃ হৃদয়ের স্বরলিপি

বিপ্লব বিপ্লব হই আগুয়ান

বিপ্লব বিপ্লব হই আগুয়ান
বীর সেনা মুসলিম বীর নওজোয়ান।
দ্বীন কায়েমের তরে এলো আহ্বান,
সেই ডাকে গেয়ে যাবো জিহাদের গান।

যত সব মন গড়া বিধান ছেড়ে
বেঁচে রবো রাসুলের সুন্নাহ ধরে।
আঘাত আসুক, বাধা আসুক
কিংবা আসুক ঝড় তুফান।

মানুষের তৈরি মন গড়া মতবাদ
কায়েমী স্বার্থে দুনিয়াটা বরবাদ।
সাম্যের লেবাসে শোষনের হাতিয়ার
শান্তির লেশ নেই আছে শুধু হাহাকার।
কোরআনের রাজ কর হে কায়েম
হটায়ে নাফরমান।

কথাঃ হাসিনুর রব মানু
প্রত্যয় শিল্পীগোষ্ঠী, রাজশাহী

আমার বাপে আমারে ভার্সিটি পাঠাইলো

আমার বাপে আমারে ভার্সিটি পাঠাইলো
জাইনা শুইনা ক্যান যে আমায় জলে ডুবাইলো।

প্রাইমারী হাই স্কুল আর কলেজ পাশ করিয়া
কোন খানেতে আইলাম আমি গেলাম যে গো ভাইসা।
ভর্তির আগে ভালোই ছিলাম পাগল হইলাম শেষে।

কিলাস টিলাস বাদ দিয়া বাগানের ওপারে
নাচের প্রাক্টিস দেখো তাদের হলিউড ফেল মারে।
এই হানেতে পাস করলেনি হইবো প্রফেসর।

কথাঃ হাসিনুর রব মানু
প্রত্যয় শিল্পীগোষ্ঠী, রাজশাহী

ও বুবুজান দেইখা যা না আমার কলেজে

ও বুবুজান দেইখা যা না আমার কলেজে,
লেহাপড়া অহন আমার নাই তো নলেজে।

আব্বাজানের কাঁচা টাকায় সওয়ার হইয়া তাই
কলম ছাইড়া অস্ত্র নিছি মন্দ করি নাই।
লেহা পড়ায় কি কাম হইবো,
সবাই বেকার পোলা কইবো।
আব্বারে কও ভালা আছি বাড়ি যামু না।

বিধি তুমি কইরা গেলা মানুষ সবাই সমান
পুলিশ একা অস্ত্র পাইবো এ কেমন বিধান।
জ্ঞান দিয়া ভাত জোটে না,
অর্থ ছাড়া প্রেম মেলে না।
ফুটুস ফাটুস মাইরা গুলি নাইরে কোন ভাবনা।

কথাঃ হাসিনুর রব মানু
প্রত্যয় শিল্পীগোষ্ঠী, রাজশাহী

দে খোদা তোর শাসন দে

দে খোদা তোর শাসন দে,
জাহেলী এ সমাজ ভেঙে দে।
হাবীবে রাসুল আসবে না যে,
এ দায়িত্ব কে নেবে।

এই সমাজে নেই আবু বকর
নেই যে ওমর আর বীর হামজা,
নেই যে খালিদ নেই যে ওসমান
নেই যে বেলাল নেই কোন সাহাবা।
তবু মানবের মুক্তির-
কোরআনের এ সমাজ আনতে হবে যে মুমিনকে।

কত মানুষ না খেয়ে থাকে
মাথাগুজার নেই কোন ঠায়,
যৌতুকের ফাঁসে গলা ঝুলিয়ে
কত বোন যে প্রাণ হারায়।
সুদ ঘুস মদ হিরোইন নারী হরণ
ভেঙে দে যেনার বস্তীকে।

কথাঃ হাসিনুর রব মানু
প্রত্যয় শিল্পীগোষ্ঠী, রাজশাহী

তুমি কি গো মোহাম্মদ

তুমি কি গো মোহাম্মদ
সারাজাহানের আলো দিশা,
মুমিনদের সুর্যদয় নাকি কাফিরদের সূর্যাস্ত।

মদিনা ডুবে ছিল জাহেলী অন্ধকারে,
কোরআনের আলো নিয়ে এলে গো তুমি পথ দেখাতে।
সেই দিন সবাই জানল তুমি স্বয়ং খোদার দোস্ত।

বদর ওহুদ আর খন্দক যুদ্ধে,
মূল্য বুঝিয়ে গেছ কি বা গাজি আর কি আছে শহীদে।
একদিন করব মোরা তামাম নাস্তিকদের পরাস্ত।

কথা: হাসিনুর রব মানু