সেই সংগ্রামী মানুষের সারিতে
আমাকেও রাখিও রহমান
যারা কোরানের আহবানে নির্ভিক
নির্ভয়ে সব করে দান।।
তোমারই রঙ্গে যারা রঙ্গিন
তোমারই ডাকে ধরে সঙ্গীন
যারা সকল শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকে
মিথ্যার করে অবসান।।
ফুলেল মানুষ করে ঘ্রানে উজালা
প্রানে ভালোবাসা আর সৌরভ
আকাশ সমান বুকে উদার সাহস
নিজেকে বিলিয়ে তার উৎসব।।
শাহাদাতে চলে শত ব্যথা ভুলে
তোমার প্রেমের ফুল হৃদয়ে তুলে
আছে সেই আলোময় ফুলের পথে
বিজয়ের পূত উদ্যান।।
-গোলাম মোহাম্মদ-
আসসালামু আলায়কুম।
ReplyDeleteআলোময় সঙ্গীতের পক্ষ থেকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে যোগাযোগ করতে চাচ্ছি। কিভাবে করলে ভালো হয়?
বলেন ভাইয়া
Deleteআলহামদুলিল্লাহ,, আরো ভালো ভালো ইসলামি গান।
Deleteআরো ইসলামী গান আাই
DeleteWhats app apni ki bolen baiya
Deleteআরো ইসলামী সংগীতের সংগ্রহ চাই।
ReplyDeleteYes
DeleteYes
DeleteHello vaiya
ReplyDeleteWhat's appআপনি কী বলেন বাইয়া
ReplyDeleteআরো বেশি ইসলামী সংগীত চাই,অনেক ধন্যবাদ।
ReplyDeleteমাশাআল্লাহ
ReplyDelete