ও রেবো মিয়া ভাই
কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ
ও রেবো মিয়া ভাই
খই গেলায় যলদি আও
টাউঙ্গার বিলো মাইনষে
মাছ মারইন দেখি যাও ।।
ছড়ি কুছা লওরে তারাতারি
ছাঙ তাকি ফলো লামাউ লগে লইও দরি
জাইগি আমি বিলর ফারো
যলদি তুমি আও ।।
লাগছে বিলো ফলো বাইছর খেলা
মানুষ তাকি বড় ছিতল যায়না ফাড় তোলা
হিঙগি মাছর গালা খাইল
বেদনা খরে ফাও ।।
দরলে গুয়াল খাইমু মজা খইরা
দুইটা গুয়াল যাইও তোমার হউর বাড়ী লইয়া
অইয়া খুশি বউ'য়ে তোমার
রানবো গুটা লাউ ।।
Wednesday, 29 June 2011
আজ জোছনা রাতে
আজ জোছনা রাতে
কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ
আজ জোছনা রাতে তারার মেলা
জোনাকি আলো কথা কয়
আর আমার মনের মাঝে
তোমার প্রেমের ধারা বয় (প্রভু) ।।
মৌনতা চৌদিকে বইছে বাতাস ঝিরিঝির
মন চায় পরে থাকি সিজদায় নত করে শির
প্রভুর রহমে যেন এ জীবন হয় মধুময়
আর আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয় (প্রভু) ।।
চাঁদিমার লোকচুরি শুভ্র মেঘের আড়ালে
এ কেমন সুখ বল আঁধারের অন্তরালে
কামিনির সুরভিতে এ লগন হয় মোহময়
আর আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয় (প্রভু) ।।
শিল্পীঃ মশিউর রহমান
এ্যলবামঃ সুরে বাঁধা প্রাণ
কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ
আজ জোছনা রাতে তারার মেলা
জোনাকি আলো কথা কয়
আর আমার মনের মাঝে
তোমার প্রেমের ধারা বয় (প্রভু) ।।
মৌনতা চৌদিকে বইছে বাতাস ঝিরিঝির
মন চায় পরে থাকি সিজদায় নত করে শির
প্রভুর রহমে যেন এ জীবন হয় মধুময়
আর আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয় (প্রভু) ।।
চাঁদিমার লোকচুরি শুভ্র মেঘের আড়ালে
এ কেমন সুখ বল আঁধারের অন্তরালে
কামিনির সুরভিতে এ লগন হয় মোহময়
আর আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয় (প্রভু) ।।
শিল্পীঃ মশিউর রহমান
এ্যলবামঃ সুরে বাঁধা প্রাণ
Sunday, 26 June 2011
কবি মতিউর রহমান মল্লিক কে নিয়ে গানঃ প্রিয় মল্লিক
প্রিয় মল্লিক
প্রিয় মোদের সবার
প্রিয় যেন হোন তিনি মহান আল্লাহর ।।
হৃদয় ছিল তাঁর উদার আকাশ
জান্নাতি মেশক মুখে ছড়াত সুবাস
গানের পাখি ছিল সুরের সাকি
সুরের আকাশে তিনি সেরা রাহবার ।।
গানের পাখি সে যে ভাঙ্গালো সকলের ঘুম
সুরের পরশে তাঁর আলোর নহর ঝরে
কেটে গেল অমানিশা রাত্রী নিঝুম।।
অথৈ সাগর পাড়ি দিয়েছ একা
বিশ্বাসী প্রাণে কভূ লাগেনি ধোকা
চাওয়া পাওয়া সব তুচ্ছ করে
হৃদয়ে বুনেছো সদা স্বপ্ন কাবার ।।
কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ
প্রিয় মোদের সবার
প্রিয় যেন হোন তিনি মহান আল্লাহর ।।
হৃদয় ছিল তাঁর উদার আকাশ
জান্নাতি মেশক মুখে ছড়াত সুবাস
গানের পাখি ছিল সুরের সাকি
সুরের আকাশে তিনি সেরা রাহবার ।।
গানের পাখি সে যে ভাঙ্গালো সকলের ঘুম
সুরের পরশে তাঁর আলোর নহর ঝরে
কেটে গেল অমানিশা রাত্রী নিঝুম।।
অথৈ সাগর পাড়ি দিয়েছ একা
বিশ্বাসী প্রাণে কভূ লাগেনি ধোকা
চাওয়া পাওয়া সব তুচ্ছ করে
হৃদয়ে বুনেছো সদা স্বপ্ন কাবার ।।
কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ
Subscribe to:
Posts (Atom)