ইসলামী সঙ্গীত লিরিক্স

Sunday, 29 December 2013

যদি আমার গান শুনতেই মন চায়

যদি আমার গান শুনতেই মন চায়
কোরআনের সুর তুমি শুনে নিও
যদি আমার গান বুঝতেই মন চায়
মজলুমানের ব্যথা বুঝে নিও।

যেখানে মানবতা লাঞ্ছিত হয়
সেখানেই আমার এ গান,
জালিমের বিরুদ্ধে লড়তে শেখ
গানে গানে সেই আহ্বান।

আমার গানের ভাষা বুঝতে চাও
আযানের সূর তুমি শুনে নিও।

যে গানের সুরে সুরে জাগবে মানুষ
জাগবে ঘুমের পাড়া,
কোরআনের পথ পানে ছুটবে সবাই
পড়বে নতুন সাড়া।

সে গানের সুর তুমি শুনতে যদি চাও
শহীদি মিছিলে তুমি শামিল হয়ো।।

38 comments:

  1. একটা খুব ভাল গান ।

    ReplyDelete
    Replies
    1. মাশাআল্লাহ

      Delete
  2. আমার প্রিয় একটি গান এটি।

    ReplyDelete
  3. আমার প্রিয় একটিগান

    ReplyDelete
  4. আমার প্রিয় একটিগান

    ReplyDelete
  5. অসাধারণ একটা নাসিদ

    ReplyDelete
  6. আমার প্রিয় গান

    ReplyDelete
  7. মাশা-আল্লাহ

    ReplyDelete
  8. অনেক ভালো লাগার মতো একটা সংগীত

    ReplyDelete
  9. আমারও প্রিয় গান

    ReplyDelete
  10. আমার প্রিয় একটা গান 👌

    ReplyDelete
  11. মাশা-আল্লাহ

    ReplyDelete
  12. Most beautiful gojol

    ReplyDelete
  13. মাশাল্লাহ অসাধারণ একটি নাসিদ❤️

    ReplyDelete
  14. আমার মনের তামান্না এ গান

    ReplyDelete
  15. প্রিয় গান

    ReplyDelete
  16. মাশাআল্লাহ অনেক ভালোলাগার একটি সংগীত

    ReplyDelete
  17. লেখক ??

    ReplyDelete
    Replies
    1. রুকনুজ্জামান ভাই

      Delete
  18. মাশা-আল্লাহ এক মনোমুগ্ধকর নাশিদ ❣️

    ReplyDelete
  19. প্রানটা জুড়িয়ে গেলো 🥰

    ReplyDelete
  20. মাশাআল্লাহ, অসাধারণ লাগে গাইতে।

    ReplyDelete
  21. এই গান আমার মনের খোরাক।

    ReplyDelete
  22. মাশাল্লাহ মারহাবা অনেক চমৎকার গান।

    ReplyDelete
  23. আজকে মন ভরে গাইলাম

    ReplyDelete
  24. মাশাল্লাহ, মন জোড়ানো ইসলামি সংগীত

    ReplyDelete
  25. মাশা আল্লাহ, প্রিয় সঙ্গীত

    ReplyDelete
  26. আমার সবচেয়ে প্রিয় গান

    ReplyDelete
  27. সুপার স্টার গজল 🌟

    ReplyDelete
  28. আমার ভালো লাগার একটি সুন্দর গান

    ReplyDelete
  29. সুন্দর গান

    ReplyDelete
  30. ফেভারিট নাশিদ

    ReplyDelete
  31. মাশাল্লাহ

    ReplyDelete