যদি আমার গান শুনতেই মন চায়
কোরআনের সুর তুমি শুনে নিও
যদি আমার গান বুঝতেই মন চায়
মজলুমানের ব্যথা বুঝে নিও।
যেখানে মানবতা লাঞ্ছিত হয়
সেখানেই আমার এ গান,
জালিমের বিরুদ্ধে লড়তে শেখ
গানে গানে সেই আহ্বান।
আমার গানের ভাষা বুঝতে চাও
আযানের সূর তুমি শুনে নিও।
যে গানের সুরে সুরে জাগবে মানুষ
জাগবে ঘুমের পাড়া,
কোরআনের পথ পানে ছুটবে সবাই
পড়বে নতুন সাড়া।
সে গানের সুর তুমি শুনতে যদি চাও
শহীদি মিছিলে তুমি শামিল হয়ো।।
একটা খুব ভাল গান ।
ReplyDeleteমাশাআল্লাহ
Deleteঅসাধারণ
ReplyDeleteআমার প্রিয় একটি গান এটি।
ReplyDeleteআমার প্রিয় একটিগান
ReplyDeleteআমার প্রিয় একটিগান
ReplyDeleteঅসাধারণ একটা নাসিদ
ReplyDeleteআমার প্রিয় গান
ReplyDeleteamar priyo son
ReplyDeleteমাশা-আল্লাহ
ReplyDeleteঅনেক ভালো লাগার মতো একটা সংগীত
ReplyDeleteআমারও প্রিয় গান
ReplyDeleteما شاء الله
ReplyDeleteআমার প্রিয় একটা গান 👌
ReplyDeleteমাশা-আল্লাহ
ReplyDeleteMost beautiful gojol
ReplyDeleteমাশাল্লাহ অসাধারণ একটি নাসিদ❤️
ReplyDeleteআমার মনের তামান্না এ গান
ReplyDeleteপ্রিয় গান
ReplyDeleteমাশাআল্লাহ অনেক ভালোলাগার একটি সংগীত
ReplyDeleteলেখক ??
ReplyDeleteরুকনুজ্জামান ভাই
Deleteমাশা-আল্লাহ এক মনোমুগ্ধকর নাশিদ ❣️
ReplyDeleteনাইচ
ReplyDeleteপ্রানটা জুড়িয়ে গেলো 🥰
ReplyDeleteMashallah
ReplyDeleteমাশাআল্লাহ, অসাধারণ লাগে গাইতে।
ReplyDeleteএই গান আমার মনের খোরাক।
ReplyDeleteমাশাল্লাহ মারহাবা অনেক চমৎকার গান।
ReplyDeleteআজকে মন ভরে গাইলাম
ReplyDeleteমাশাল্লাহ, মন জোড়ানো ইসলামি সংগীত
ReplyDeleteমাশা আল্লাহ, প্রিয় সঙ্গীত
ReplyDeleteআমার সবচেয়ে প্রিয় গান
ReplyDeleteসুপার স্টার গজল 🌟
ReplyDeleteআমার ভালো লাগার একটি সুন্দর গান
ReplyDeleteসুন্দর গান
ReplyDeleteফেভারিট নাশিদ
ReplyDeleteমাশাল্লাহ
ReplyDelete