আল্লাহকে যারা বেসেছে ভালো
দু:খ কি আর তাদের থাকতে পারে
যারা লয়েছে মুখে কোরানের বাণী
হতাশা কি আর তাদের থাকতে পারে।।
সামনে বাড়ালো পা যারা আজ নতুন পৃথিবী গড়তে
জানাতো আছে তাদের সবার কত যে হবে লড়তে
জীবনের সব পিছুটান তাই হেরে যায় বারে বারে
দুঃখ কি আর .........
মায়ের আদর বোনের হাসি
সংসার সুখ প্রিয়ার ও মুখ
সব ছেড়ে চলে অজানার পথে
শত বেদনার স্মৃতি বয়ে যায়
মুখে যোদ্ধার হাসি
জীবন বাজি রেখেছে যে তারা মরন দিয়েও সুখ
আনবে আনবে ভাঙা মসনদে রাশেদার সেরা যুগ
শহীদি মিছিল চলে সম্মুখে রুখবে কে আজ তারে
দুঃখ কি আর .........
-চৌধুরী গোলাম মাওলা-
মহাকালের অন্যব্দ্য সৃষ্টি এঈ গানটি
ReplyDeleteঅনেক সুন্দর একটি ইসলামিক সংগীত
ReplyDeleteঅনুপ্রেরণার ইসলামিক সংগীত ❤️
ReplyDeleteপ্রশান্তির গান।
ReplyDeleteমাশাআল্লাহ, সেরা সৃষ্টি
ReplyDeleteমাশা-আল্লাহ
ReplyDeleteমাশাল্লাহ
ReplyDeleteমাশা আল্লাহ
ReplyDeleteMashAllah
ReplyDeleteআলহামদুলিল্লাহ
ReplyDeleteঅসাধারণ
ReplyDeleteমারহাবা মারহাবা
ReplyDeleteMashallah
ReplyDeleteجزاك الله خيرا
ReplyDeleteচির অমর গান এ্যালবাম গুলো।
ReplyDelete♥️
ReplyDeleteমাশাআল্লাহ। অসাধারণ একটি ইসলামী আন্দোলনের কর্মীদের প্রেরণার সংগীত।
ReplyDeleteঅনবদ্য একটি ইসলামিক সংগীত
ReplyDeleteমাশাআল্লাহ চমৎকার
ReplyDeleteগানটা যুগযুগ ধরে প্রেরণা দেবে।
ReplyDeletemindblowing
ReplyDeleteঅন্তর ছুয়ে কথাগুলো বের হয়ে
ReplyDeleteما شاء الله
ReplyDeleteমাশাআল্লাহ
ReplyDelete