ইসলামী সঙ্গীত লিরিক্স

Sunday, 16 February 2014

প্রশংসা সবি কেবল তোমারি

প্রশংসা সবি কেবল তোমারি
রাব্বুল আলামিন।
দয়ালু মেহেরবান, করুণা অফুরান।
আর কেউ নয় তুমি মালিক,
শেষ বিচারের দিন।

কেবল তোমারি করি ইবাদাত,
কেবল তোমারি চাহি নিয়ামত।
দাও দিশা দাও,সরল পথের।
রিসাত মোস্তাকিম।

যাদের উপরে করেছ রহমত,
পেয়েছে তোমার অশেষ মোহাব্বত।
তাদের সে পথ,দাও আমাদের।
দাওগো তোমার দ্বীন

যাদের উপরে দিয়েছ গজব,
নাযিল করেছ দিয়েছ আজাব।,
তাদেরি ভাগ্য দিওনা মোদের,
হে অসিম সীমাহীন।

12 comments:

  1. মাশা-আল্লাহ

    ReplyDelete
    Replies
    1. মাশাআল্লাহ

      Delete
  2. ❣️❣️🥰

    ReplyDelete
  3. অসাধারণ

    ReplyDelete
  4. মাশাল্লাহ

    ReplyDelete
  5. মাশাআল্লাহ

    ReplyDelete
  6. মাশাল্লাহ

    ReplyDelete
  7. মাসআল্লাহ

    ReplyDelete
  8. মাশাআল্লাহ

    ReplyDelete
  9. মাশাআল্লাহ

    ReplyDelete
  10. মাশাআল্লাহ

    ReplyDelete
  11. মাশাল্লাহ

    ReplyDelete