রহমত বরকত মাগফিরাতে এই মাহে রমজান
সৃষ্টির তরে স্রষ্ঠার এযে শ্রেষ্ঠ অবদান।
শারদুল হতে দ্বীনের পথে
আল্লহর ইশকের মজনু হতে
সুযোগ সুমহান।
রমজান হলো ঢালের মত
রুখবে বিপদ আপদ যত
শক্তি অফুরান।।
রমজান সেতো খোদার তরে
পুরস্কার অকাতরে
দেবেন রহমান।
যাকাত যেমন সব জিনিসের
রোযা তেমন যাকাত দেহের
রাসুলের ফরমান।
-মতিউর রহমান মল্লিক-
Thursday, 9 August 2012
আহলান সাহলান মারহাবান ইয়া রামাদ্বান
দিকে দিকে আজ দেখো খুশীর দোলা
আনন্দে নেঁচে উঠে এই প্রাণ
রহমত নাজাতের বাণী নিয়ে
এলোরে এলো রমজান
আহলান সাহলান মারহাবান ইয়া রামাদ্বান ।।
রোযা রাখো ওহে মূমিন
সিজদায় হওরে নত
রোযার মাসে প্রভুর রহম
ঝরে হেতা অবিরত
জান্নাতেরই দোয়ার খুলে
ডাকছে তোমায় রহমান
আহলান সাহলান মারহাবান ইয়া রামাদান ।।
অসীম অপার নিয়ামতের
জন্যে কাঁদো গো সবে
আল-কোরানের রঙে রাঙাও জীবন
পরপারে মুক্তি পাবে
মাগফেরাতের এইতো সময়
শুন রোযার আহবান
আহলান সাহলান মারহাবান ইয়া রামাদান ।।
কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ
আনন্দে নেঁচে উঠে এই প্রাণ
রহমত নাজাতের বাণী নিয়ে
এলোরে এলো রমজান
আহলান সাহলান মারহাবান ইয়া রামাদ্বান ।।
রোযা রাখো ওহে মূমিন
সিজদায় হওরে নত
রোযার মাসে প্রভুর রহম
ঝরে হেতা অবিরত
জান্নাতেরই দোয়ার খুলে
ডাকছে তোমায় রহমান
আহলান সাহলান মারহাবান ইয়া রামাদান ।।
অসীম অপার নিয়ামতের
জন্যে কাঁদো গো সবে
আল-কোরানের রঙে রাঙাও জীবন
পরপারে মুক্তি পাবে
মাগফেরাতের এইতো সময়
শুন রোযার আহবান
আহলান সাহলান মারহাবান ইয়া রামাদান ।।
কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ
এলো এলোরে মাহে রমযান
এলো এলোরে মাহে রমযান,
বছর ঘুরে রহমাতে ভরে দিতে সবার প্রাণ।
রোযার দিনে রোযা রেখে
হব সবাই রোযাদার,
খুশী হয়ে আল্লাহ তায়ালা
খুলবে রাইয়্যানের দ্বার।
সেই খুশিতে আমরা সবাই গাইছি এই রমযানেরই গান।
রোজার মাসে কোরআন পড়ে
হব প্রিয় আল্লাহ তায়ালার,
হাদীস পড়ে জীবন গড়ার
এমন সুযোগ তো নেই আর।
এই সুযোগে এক জামাতে শামিল হবার তুলেছি শ্লোগান।
কথা ও সুর: সুমন আজিজ
বছর ঘুরে রহমাতে ভরে দিতে সবার প্রাণ।
রোযার দিনে রোযা রেখে
হব সবাই রোযাদার,
খুশী হয়ে আল্লাহ তায়ালা
খুলবে রাইয়্যানের দ্বার।
সেই খুশিতে আমরা সবাই গাইছি এই রমযানেরই গান।
রোজার মাসে কোরআন পড়ে
হব প্রিয় আল্লাহ তায়ালার,
হাদীস পড়ে জীবন গড়ার
এমন সুযোগ তো নেই আর।
এই সুযোগে এক জামাতে শামিল হবার তুলেছি শ্লোগান।
কথা ও সুর: সুমন আজিজ
রোযার পরে দিনের শেষে
রোযার পরে দিনের শেষে
ইফতারের সময় আসে
এ যে আনন্দেরই ক্ষণ
কি আনন্দে মেতে ওঠে মুমিন মুসলমান।
রহমতেরই দ্বার খুলে যায়
বরকতেরই দ্বার,
হয় যে কবুল এই লগনে
মোনাজাত সবার।
মোদের নিয়ে গর্ব করেন স্বয়ং রহমান।
ইফতারেরই এই সে ক্ষণে
ক্লান্তি হয় যে ম্লান,
রোযাদারের মুখের ঘ্রাণে
খুশবু অফুরান।
রোযার সওয়াব ঢেলে দেবেন স্বয়ং রহমান।
কথা ও সুর: আব্দুস শাকুর তুহিন
ইফতারের সময় আসে
এ যে আনন্দেরই ক্ষণ
কি আনন্দে মেতে ওঠে মুমিন মুসলমান।
রহমতেরই দ্বার খুলে যায়
বরকতেরই দ্বার,
হয় যে কবুল এই লগনে
মোনাজাত সবার।
মোদের নিয়ে গর্ব করেন স্বয়ং রহমান।
ইফতারেরই এই সে ক্ষণে
ক্লান্তি হয় যে ম্লান,
রোযাদারের মুখের ঘ্রাণে
খুশবু অফুরান।
রোযার সওয়াব ঢেলে দেবেন স্বয়ং রহমান।
কথা ও সুর: আব্দুস শাকুর তুহিন
রমজান তো চলে যায়
রমজান তো চলে যায়,
কেন তবে হায় অলস মায়ায়
রইলে ডুবে ঘুমের নেশায়।
জাগো জাগো জাগো অলসতা ছাড়
কাটায়োনা দিনগুলি শুধুই হেলায়।
মুসলিম তুমি ভেবে দেখ মনে,
করেছ কি তুমি সারা জীবনে।
পাড়ি দেবে ভরা নদী কোন ভরসায়।
কখনো জীবনে আসেনাকো ফিরে,
যে দিন চলে যায় অতীতের তীরে।
রবেনা তো কেউ জানি এই দুনিয়ায়।
সময় থাকিতে ওরে ও মুসাফির,
কুড়ায়ে নে রহমত এলাহীর।
তা না হলে নেই কারো কোনই উপায়।
কথা: সিরাজুল ইসলাম
সুর: মামুন ও গালিব সর্দার
কেন তবে হায় অলস মায়ায়
রইলে ডুবে ঘুমের নেশায়।
জাগো জাগো জাগো অলসতা ছাড়
কাটায়োনা দিনগুলি শুধুই হেলায়।
মুসলিম তুমি ভেবে দেখ মনে,
করেছ কি তুমি সারা জীবনে।
পাড়ি দেবে ভরা নদী কোন ভরসায়।
কখনো জীবনে আসেনাকো ফিরে,
যে দিন চলে যায় অতীতের তীরে।
রবেনা তো কেউ জানি এই দুনিয়ায়।
সময় থাকিতে ওরে ও মুসাফির,
কুড়ায়ে নে রহমত এলাহীর।
তা না হলে নেই কারো কোনই উপায়।
কথা: সিরাজুল ইসলাম
সুর: মামুন ও গালিব সর্দার
Tuesday, 7 February 2012
আকাশের বুক জুড়ে কালো কালো মেঘ
আকাশের বুক জুড়ে কালো কালো মেঘ
বাতাসের বুকে পঁচা গন্ধ
রাজপথে ছোপ ছোপ রক্তের দাগ
জীবনের নেই কোন ছন্দ
(ফিরাবই জীবনের ছন্দ)
ফুল খেকো মিসাইল চারিদিকে আজ
বাগানের বুক জুড়ে কান্না
ভুখা নাঙ্গা মানুষের বাড়ছে মিছিল
লুটেরার ঘরে হিরে পান্না
আর কতো কঙ্কাল দেখবে মানুষ
স্বপ্নটা আরো কত মন্দ
মিথ্যার আগুনে জ্বলছে স্বদেশ
পুড়ছে নতুন পাতা ফাগুনের রেশ
আলেয়ারা সেজে আছে সত্যি আগুন
মুক্তির নিশানে জাগুন জাগুন
নদী বন মাঠ ঘাট পাহাড় চুড়ায়
একসুরে তুলি আজ মুক্তির গান
মনে ডাকি হামজাহ তারিক মুসা
সীসা ঢালা ঐক্যে জাগাই পরান
মিছিলের তাকবীরে মুক্তি আনি
ফিরে আনি জীবনের ছন্দ
কথা ও সুরঃ মাহফুজুর রহমান আখন্দ
বাতাসের বুকে পঁচা গন্ধ
রাজপথে ছোপ ছোপ রক্তের দাগ
জীবনের নেই কোন ছন্দ
(ফিরাবই জীবনের ছন্দ)
ফুল খেকো মিসাইল চারিদিকে আজ
বাগানের বুক জুড়ে কান্না
ভুখা নাঙ্গা মানুষের বাড়ছে মিছিল
লুটেরার ঘরে হিরে পান্না
আর কতো কঙ্কাল দেখবে মানুষ
স্বপ্নটা আরো কত মন্দ
মিথ্যার আগুনে জ্বলছে স্বদেশ
পুড়ছে নতুন পাতা ফাগুনের রেশ
আলেয়ারা সেজে আছে সত্যি আগুন
মুক্তির নিশানে জাগুন জাগুন
নদী বন মাঠ ঘাট পাহাড় চুড়ায়
একসুরে তুলি আজ মুক্তির গান
মনে ডাকি হামজাহ তারিক মুসা
সীসা ঢালা ঐক্যে জাগাই পরান
মিছিলের তাকবীরে মুক্তি আনি
ফিরে আনি জীবনের ছন্দ
কথা ও সুরঃ মাহফুজুর রহমান আখন্দ
পাষান দিলে তোর একটুকি মায়া জাগেনা
পাষান দিলে তোর একটুকি মায়া জাগেনা?
পাষান দিলে তোর একটুকি মায়া জাগেনা?
স্বজাতীর হাহাকারে বাতাস কাঁদে
অন্তরে তবু কি ব্যথার প্রলেপ পড়েনা?
অন্তরে ব্যথার প্রলেপ পড়েনা?
আফগানে লোহ ঝরে শত ভাইয়ের
বুকের কলিজা ছিঁড়ে কত মায়ের
কাশ্মীরে লাঞ্চিত বোনের আঁচল
অন্তরে সে কথা কি দাগ কাটেনা?
আরশের পানে তারা তুলে দুটি হাত
পাক দরবারে জানায় ফরিয়াদ
ফিলিস্তিনে খুন পথের পাশে
বোমার আঘাত হেনে কুফর হাসে
ইরাক জুড়ে বহে শোকের মাতম
বসরার গুলবাগে ঝরে বেদনা
পাষান দিলে তোর একটুকি মায়া জাগেনা?
স্বজাতীর হাহাকারে বাতাস কাঁদে
অন্তরে তবু কি ব্যথার প্রলেপ পড়েনা?
অন্তরে ব্যথার প্রলেপ পড়েনা?
আফগানে লোহ ঝরে শত ভাইয়ের
বুকের কলিজা ছিঁড়ে কত মায়ের
কাশ্মীরে লাঞ্চিত বোনের আঁচল
অন্তরে সে কথা কি দাগ কাটেনা?
আরশের পানে তারা তুলে দুটি হাত
পাক দরবারে জানায় ফরিয়াদ
ফিলিস্তিনে খুন পথের পাশে
বোমার আঘাত হেনে কুফর হাসে
ইরাক জুড়ে বহে শোকের মাতম
বসরার গুলবাগে ঝরে বেদনা
Subscribe to:
Posts (Atom)