ইসলামী সঙ্গীত লিরিক্স

Tuesday, 26 July 2011

দু'চোখের সীমানায় সবুজ খামের চিঠি

দু'চোখের সীমানায় সবুজ খামের চিঠি
মুগ্ধ নয়নে দেখি অপরূপ পরিপাটি।।

ফসলের মাঠে মাঠে ঢেউ খেলে যায়
উদাসী হাওয়া শাখে কোকিলেরা গায়
যতদুর চখ যায় অবারিত হয়
সবুজের কোমল পাটি।।

মহুয়ার শাখে দোলে দোয়েলেরা হায়
পাল তোলা নায় মাঝি ভাটিয়ালী গায়
বাংলার রূপ আহা কি যে অপরূপ
কি নিপুন নিখাঁদ খাঁটি।।

কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ

No comments:

Post a Comment