ইসলামী সঙ্গীত লিরিক্স

Tuesday, 26 July 2011

মে দিবসের গান

আজ মে দিবসে এসো ভাই
এসো মুক্তির গান গেয়ে যাই
এসো বঞ্চিত নিপীড়িত অসহায় মানুষ যত
এসো শোষিতের পাশে দাঁড়াই।।

শ্রমিকের ঘামে ভেজা এই জনপদ
লাঞ্চনা বঞ্চনা হয় যেন রদ
মজলুম এক সাথে তোলরে আওয়াজ
সব মানুষের যেন অধিকার পাই।।

দুনিয়ার মজদুর হাত রাখো হাতে
অধিকার আদায়ে রই একসাথে
ঘামে ভেজা এই দেহ শুকানোর আগে
সব শ্রমিকের যেন অধিকার পাই।।

কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ

No comments:

Post a Comment