ইসলামী সঙ্গীত লিরিক্স

Tuesday, 22 December 2020

বিপদে মুসিবতে

বিপদে মুসিবতে সহায়তা কর তুমি 
দুঃখ বেদনায় শান্তনাও তুমি 
হারানোর ব্যাথা যদি ঘিরে ধরে আমাকে 
আল্লাহ......... 
তুমি তখন এসে, গভীর ভালোবেসে
কমিয়ে দিও ব্যাথার পাল্লা

একটি জীবনে মা-বাবা ভাই-বোন
থাকে আরো কত প্রিয় আপনজন 
কাউকে হারানোর ব্যাথায় কাঁদি যদি 
আল্লাহ.......... 
রহমও ধারায় ভিজে, স্মরণ করি তোমায় 
জাল্লা শানুহু জাল্লা 

নিঃস্ব অসহায় মানুষ যারা 
তোমার রহম ধারায়, পাগল তারা 
জীবনের একদিকে আনন্দ খুশির গান 
অন্য দিকে দুঃখ কান্না ব্যাথার তান 
আনন্দঘন ক্ষনে ভুলে তোমাকে 
আল্লাহ......... 

ব্যাথার প্রদীপ জ্বেলে, তোমার নাম জপি 
জাল্লা শানুহু জাল্লা 

শিল্পী : দিদারুল ইসলাম 
কথা ও সুর : আবুল আলা মাসুম

No comments:

Post a Comment