জীবনের খেলাঘর ভেঙ্গে যাবে একদিন
থাকবে না সে তো চিরকাল
নিঃশেষ হয়ে যাবে সোনালী সকাল
থাকবে না সে তো চিরকাল
ফুল ফুটে ঝরে যায় থাকে অনুক্ষণ
দীপ জ্বলে নিভে যায় এই তো নিয়ম
উঠলে বেলা ডুবে যায়
জমলো মেলা ভেঙ্গে যায়
প্রকৃতির এইতো বিধান
ওওওওও
থাকবে না সে তো চিরকাল
দুনিয়ার জীবন সেতো ক্ষণকাল
পরপারে যাবে চলে আজ নয়তো কাল
বহতা নদীর মতো যায় বয়ে যায়
বরফের মতো সেতো যায় গলে যায়
দিন দিন প্রতিদিন হয়েছে সে তো বিলীন
একদিন ছিড়ে যাবে পাল
থাকবে না সে তো চিরকাল
চমৎকার
ReplyDeleteমাশাহআল্লাহ
ReplyDeleteঅসাধারণ গান
ReplyDeleteমাশা আল্লাহ
ReplyDelete