ইসলামী সঙ্গীত লিরিক্স

Saturday, 16 January 2021

জীবনের খেলাঘর ভেঙ্গে যাবে একদিন

জীবনের খেলাঘর ভেঙ্গে যাবে একদিন
থাকবে না সে তো চিরকাল
নিঃশেষ হয়ে যাবে সোনালী সকাল
থাকবে না সে তো চিরকাল
ফুল ফুটে ঝরে যায় থাকে অনুক্ষণ
দীপ জ্বলে নিভে যায় এই তো নিয়ম
উঠলে বেলা ডুবে যায়
জমলো মেলা ভেঙ্গে যায়
প্রকৃতির এইতো বিধান
ওওওওও
থাকবে না সে তো চিরকাল
দুনিয়ার জীবন সেতো ক্ষণকাল
পরপারে যাবে চলে আজ নয়তো কাল
বহতা নদীর মতো যায় বয়ে যায়
বরফের মতো সেতো যায় গলে যায়
দিন দিন প্রতিদিন হয়েছে সে তো বিলীন
একদিন ছিড়ে যাবে পাল
থাকবে না সে তো চিরকাল

4 comments: