যে জানেনা তোমাকে সে জানেনা কিছুই
জানেনা সে জীবনের অথৈ মানে
যে মানেনা তোমাকে সে মানেনা কিছুই
গভীর আঁধার তারে সতত টানে
বাসে না সে ভালো এই তামাম জাহান
কোন প্রাণ তার কাছে পায় নাকো দাম
অভিশাপ দেয় তারে কালের খরা।
সরল পথের দিশা তুমি ছাড়া কেউ আর
দেখাতে পারেনা ওগো পথের মালিক
মনের ভ্রান্তি যতো তুমি ছাড়া কেউ আর
মুছাতে পারেনা ওগো মহান খালিক।
দাম্ভিক সংশয়ী যুগে যুগে মিথ্যার
বে সাথী করায় বড় যোগ্যতর
নিজের স্বার্থ ছাড়া বোঝে না কিছুই
বস্তুই সব তার লক্ষ্য জড়
স্বদেশের ব্যাথা তারে করে না কাতর
বিবেকের ঘরে তার শুধুই পাথর
কি যে কি বোঝে না আহা বোঝেনা সে তা
কথাঃমতিউর রহমান মল্লিক
সুরঃ মশিউর রহমান
শিল্পী: নওশাদ মাহফুজ
Assalamualaikum :)
ReplyDeleteZazakallah
ReplyDeleteআমার অত্যন্ত প্রিয় একটি গান এটা ❤️🤍💚
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteঅনেক সুন্দর
ReplyDeleteমাশাল্লাহ অসাধারণ
ReplyDeleteমাশাল্লাহ
ReplyDeleteমাশাআল্লাহ আলহামদুলিল্লাহ
ReplyDelete