ইসলামী সঙ্গীত লিরিক্স

Saturday 17 July 2010

গাছের সবুজ পাতা নিয়ে গান লিখে অনেকে

গাছের সবুজ পাতা নিয়ে গান লিখে অনেকে,
সাগর জলের অতল নীলে সুর খুঁজে অনেকে।
আমি কোন গান জানিনা
সুরের কারু কাজ বুঝিনা
ডাকি শুধু তোমাকে ( ও আল্লাহ )।

চাঁদ সেতারা গ্রহ নিয়ে কাব্য লিখে কবি,
ছড়াকারের ধুসর খাতায় রঙ ছড়ালো রবি।
আমি কোন কবিও না
লেখিয়ে ছড়াকারও না
ভালোবাসি তোমাকে।

রঙ তুলিতে হাতের ছোঁয়ায় নানান ছবি ফোটে
অভিনেতার অভিনয়ে সমাজ আসে উঠে ।
আমি কোন শিল্পীও না
দক্ষ অভিনেতাও না
চাহি শুধু তোমাকে।

কথা, সুর ও শিল্পীঃ আব্দুস শাকুর তুহিন

No comments:

Post a Comment