ইসলামী সঙ্গীত লিরিক্স

Friday, 23 July 2010

সময়ের গান

সময় সময় সময়ই হয়
সময় পথের বাধা,
কখনো সে জীবন হাসায়
কখনো সে কাঁদা ।।

সময় আনে পথের গ্লানী
সময় ধরে বাজি,
সময় ঘুমায় সময় সময়
কখনো বা তাজী ।
সময় সহজ সমীকরণ কিংবা কঠিন ধাঁধাঁ ।

সময় আনে অনেক প্রাণে
আঁধার কালো রাতি,
সময় জ্বালে স্বপ্ন সকাল
সময় আশার তাঁতী ।
আমার সময় বাগানে হায় ঝরে সজীব গাঁদা ।

কথা ও সুর : আব্দুস শাকুর তুহিন

No comments:

Post a Comment