ইসলামী সঙ্গীত লিরিক্স

Saturday, 24 July 2010

রাসুলুল্লাহ

লাখো মানুষের ভিরে
এ চোখ খুঁজে ফিরে
সে মানুষ, যিনি শুধু একজন।

রাসুলাল্লা হাবীবাল্লা শাফিআল্লা নাবীআল্লা

দুশমন পথে তাঁর কাঁটা বিছিয়ে দিতো
হাসি মুখে তিনি তা সয়ে যেতেন
যদি কোনো একদিন থাকতোনা পথে কাঁটা
তার কথা ভেবে মনে দুঃখ পেতেন

হয়তো বিপদ তার নয়তো কোনো অসুখ
শত্রুর তরেও বিলিয়ে যেতেন সুখ
এসো তার মতো আজ ভালোবেসে যাই
সকলের তরে আজ নিজেকে বিলাই

অভাবীর দূঃখে তার ঝরতো চোখের জল
বুক ভরা বেদনার নদী বয় অবিরল
অনাহারী অভাগা অসহায়ের মুখে
নিজের খাবার তুলে দিতেন কত সুখে

আজকে এ পৃথিবীর অসহায় মানবতা
খুঁজে ফেরে তেমনি মানুষ একজন
অন্যায় প্রতিরোধে সাহসী পাহাড়
সত্য ও মুক্তির চির আপন

হাসান আল বান্না
(coming soon...)

No comments:

Post a Comment