ইসলামী সঙ্গীত লিরিক্স

Saturday, 17 July 2010

সোনালী সে দিন কবে খুলবে দুয়ার

সোনালী সে দিন কবে খুলবে দুয়ার
ব্যাথিত মানুষের চোখের পানি
নীরবে নিভৃতে ঝরবে না আর

ক্ষুধার্ত লোকেরা খাবার পাবে
মজলুম অসহায় বিচার পাবে
বঞ্চিত ঘরহীন পাবে আশ্রয়

বুক থেকে নেমে যাবে কষ্টের ভার

পবিত্র আলোতে ভরবে উঠোন
হিংসা ক্রোধ হবে বন্ধ
মানুষ মানুষ হবে মধুর স্বজন
ছুটবে মৃগনাভী গন্ধ

উপকারী মানুষের মনের আভায়
দেশ ভরে উঠবে সবুজ রাঙায়
ইনসাফ আদলের সজীব ধারায়

দূর হয়ে যাবে সকল আধার

1 comment: