বাবা তুমি কোথায় আছো
কেমন আছো জানতে ইচ্ছে করে
তোমায় স্মরে হৃদয় আমার
নি্ত্য কেঁদে মরে
কত দিন দেখিনা তোমারে ।।
তোমার মত আপন করে
ডাকেনা কেউ খোকা বলে
ক্ষিদে পেলে দেয় না খাবার
আদর করে মুখে তোলে
মাথায় স্নেহের পরশ দিয়ে
এখন তো আর ডাকে না কেউ রোজ ফজরে ।।
ব্যাথার নদী উথলে ওঠে
ঢলে পড়ে চোখের কোনে
আমায় ফেলে কেমনে থাক
জান্নাতেরই ফুল কাননে
চাই গো খোদা তোমার কাছে
বাবাকে মোর নাজাত দিও রোজ হাশরে ।।
কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ
Saturday, 21 May 2011
অমলিন বিশ্বাসে ডাকি তোমাকে প্রভূ
অমলিন বিশ্বাসে ডাকি তোমাকে প্রভূ
গাই তোমারই গান
তোমারই রহম দানে ভরে দাও এই মন
তুমি যে মহা মহিয়ান।।
হৃদয়ের যত কথা এমনে কি যে ব্যথা
সবই তো তুমি জানো
সুখের দিনেও তুমি দুঃখের দিনেও তুমি
ভালোবেসে কাছে টানো
অনুরাগে অনুভবে বাতাসেরা বলে দেয়
তোমারই দয়া অফুরান।।
তুমিতো রিযিক দাতা তুমি তো বিধান দাতা
তুমি যে মালিক সবার
তোমারই করূনা ছাড়া এই আমি দিশেহারা
দয়া কর হে পরওয়ার
হৃদয়ে বইছে খরা কে বাঁচাবে তুমি ছাড়া
মহিমা তোমার অফুরান।।
কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ
গাই তোমারই গান
তোমারই রহম দানে ভরে দাও এই মন
তুমি যে মহা মহিয়ান।।
হৃদয়ের যত কথা এমনে কি যে ব্যথা
সবই তো তুমি জানো
সুখের দিনেও তুমি দুঃখের দিনেও তুমি
ভালোবেসে কাছে টানো
অনুরাগে অনুভবে বাতাসেরা বলে দেয়
তোমারই দয়া অফুরান।।
তুমিতো রিযিক দাতা তুমি তো বিধান দাতা
তুমি যে মালিক সবার
তোমারই করূনা ছাড়া এই আমি দিশেহারা
দয়া কর হে পরওয়ার
হৃদয়ে বইছে খরা কে বাঁচাবে তুমি ছাড়া
মহিমা তোমার অফুরান।।
কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ
সব গান জানি প্রভু শেষ হয়ে যায়
সব গান জানি প্রভু শেষ হয়ে যায়
সব সুর জানি একদিন থেমে যায়
শুধু তোমারই নাম প্রভু তোমারই নাম
চিরদিন অমলিন রয়ে যায়।।
আকাশের নীলিমায় এতো যে তারার মেলা
সবুজের প্রান্তরে বাতাসের তান তোলে
প্রজাপতি করে খেলা
ঐ ঝর্ণাধারা আর সাগর নদীর জল
ছুটে যায় কোন অজানায়।।
পৃথিবীতে এতো রূপ এ্তো যে রঙের বাহার
এতো ফুল ফুটাফুটি এতো ভালোবাসাবাসি
অবশেষে থাকে না আর
এই সবুজ স্বপ্নগুলো ধুলায় ধুসর হয়
জীবনের শেষ মোহনায়।।
এলব্যামঃ সুরে বাঁধা প্রান
কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ
শিল্পীঃ মতিউর রহমান খালেদ, সুমন আজিজ, ইউসুফ বকুল
সব সুর জানি একদিন থেমে যায়
শুধু তোমারই নাম প্রভু তোমারই নাম
চিরদিন অমলিন রয়ে যায়।।
আকাশের নীলিমায় এতো যে তারার মেলা
সবুজের প্রান্তরে বাতাসের তান তোলে
প্রজাপতি করে খেলা
ঐ ঝর্ণাধারা আর সাগর নদীর জল
ছুটে যায় কোন অজানায়।।
পৃথিবীতে এতো রূপ এ্তো যে রঙের বাহার
এতো ফুল ফুটাফুটি এতো ভালোবাসাবাসি
অবশেষে থাকে না আর
এই সবুজ স্বপ্নগুলো ধুলায় ধুসর হয়
জীবনের শেষ মোহনায়।।
এলব্যামঃ সুরে বাঁধা প্রান
কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ
শিল্পীঃ মতিউর রহমান খালেদ, সুমন আজিজ, ইউসুফ বকুল
মেঘের ডানায় মনটা উড়ে যায় যে দুরের গায়
মেঘের ডানায় মনটা উড়ে যায় যে দুরের গায়
যেথায় আমার মা জননী বসে নিরালায়।।
মা জননী তোমার কথা পড়লে মনে হায়
বুকের মাঝে ব্যথার নদী নিত্য উছলায়
কত প্রহর রাত্রি কাটে তোমার দেখি না
তোমার স্নেহের বাঁধন মাগো......
আমাকে কাঁদায়।।
মুকুল ফেটে লাল হয়েছে নতুন গাছের আম
আমায় ফেলে খাওনা তুমি কাঁঠাল কিবা জাম
আসবো বাড়ী বলেও মা আসতে পারি না
কাজের মাঝেই থাকি পড়ে সময় তো হয় না
মনের গহীন শুন্য ঘরে জমাট হাহাকার
তোমার স্নেহের পরশ পেতে......
এ মন কাঁদে হায়।।
কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ
যেথায় আমার মা জননী বসে নিরালায়।।
মা জননী তোমার কথা পড়লে মনে হায়
বুকের মাঝে ব্যথার নদী নিত্য উছলায়
কত প্রহর রাত্রি কাটে তোমার দেখি না
তোমার স্নেহের বাঁধন মাগো......
আমাকে কাঁদায়।।
মুকুল ফেটে লাল হয়েছে নতুন গাছের আম
আমায় ফেলে খাওনা তুমি কাঁঠাল কিবা জাম
আসবো বাড়ী বলেও মা আসতে পারি না
কাজের মাঝেই থাকি পড়ে সময় তো হয় না
মনের গহীন শুন্য ঘরে জমাট হাহাকার
তোমার স্নেহের পরশ পেতে......
এ মন কাঁদে হায়।।
কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ
সবুজ চাঁদরে ঢাকা রঙধনু রঙে আঁকা
সবুজ চাঁদরে ঢাকা রঙধনু রঙে আঁকা
এ আমার রূপসী বাংলাদেশ
হাজার নদীর ঐ কল কল কলতানে
মুখরিত সবুজের রূপ অনিঃশেষ।।
আঁকা বাঁকা পথে নদী যায় ছুটে যায়
পানসি নায়ের মাঝি ভাটিয়ালী গায়
দক্ষিনা পবন তালে/ কাঁশফুল দোলে দোলে
ছড়ায় রূপের আভা মুগ্ধ আবেশ।।
ছায়া ঢাকা মেঠ পথে রাখালিয়া সুর
উদাসী দুপূর বেলা আহা কি মধুর
কাজল দিঘীর জলে/ শুভ্র কোমল দোলে
সারি সারি মহুয়ার রূপ অনিঃশেষ।।
এলব্যামঃ পানসি (সাইমুম- ৩৯)
সাইমুম শিল্পী গোষ্ঠী
কথা ও সুর মতিউর রহমান খালেদ
এ আমার রূপসী বাংলাদেশ
হাজার নদীর ঐ কল কল কলতানে
মুখরিত সবুজের রূপ অনিঃশেষ।।
আঁকা বাঁকা পথে নদী যায় ছুটে যায়
পানসি নায়ের মাঝি ভাটিয়ালী গায়
দক্ষিনা পবন তালে/ কাঁশফুল দোলে দোলে
ছড়ায় রূপের আভা মুগ্ধ আবেশ।।
ছায়া ঢাকা মেঠ পথে রাখালিয়া সুর
উদাসী দুপূর বেলা আহা কি মধুর
কাজল দিঘীর জলে/ শুভ্র কোমল দোলে
সারি সারি মহুয়ার রূপ অনিঃশেষ।।
এলব্যামঃ পানসি (সাইমুম- ৩৯)
সাইমুম শিল্পী গোষ্ঠী
কথা ও সুর মতিউর রহমান খালেদ
লাল সবুজের এই পতাকা
লাল সবুজের এই পতাকা
আমার মায়ের মনিহার
এ মাটির মমতা হৃদয়ে জড়ানো
বুকেতে স্বপ্ন অপার।
বাংলাদেশ তুমি আমার আশা
বাংলাদেশ তুমি আমার ভালোবাসা
তুমি আমার অহংকার।।
সবুজ শ্যামলে আঁকা এই প্রকৃতি
পাহাড়ী ঝর্ণার গান
বয়ে চলা তটিনীর বাঁকে বাঁকে
কাঁশফুল করে আহবান
মেঠো পথে রাখালিয়া সুর
উতলা হৃদয় আমার।।
নীলাম্বরী ঐ নীল আকাশে
গাংচীল মন উড়ে যায়
ফসলের মাঠে মাঠে ঢেউ তোলে ঢেউ
পবন সুদুরে হারা
সবুজ আচল গায়ে জড়িয়ে
দাঁড়িয়ে আছে পাহাড়।।
কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ
এলব্যামঃ মনিহার/ সাইমুম শিল্পী গোষ্ঠী
আমার মায়ের মনিহার
এ মাটির মমতা হৃদয়ে জড়ানো
বুকেতে স্বপ্ন অপার।
বাংলাদেশ তুমি আমার আশা
বাংলাদেশ তুমি আমার ভালোবাসা
তুমি আমার অহংকার।।
সবুজ শ্যামলে আঁকা এই প্রকৃতি
পাহাড়ী ঝর্ণার গান
বয়ে চলা তটিনীর বাঁকে বাঁকে
কাঁশফুল করে আহবান
মেঠো পথে রাখালিয়া সুর
উতলা হৃদয় আমার।।
নীলাম্বরী ঐ নীল আকাশে
গাংচীল মন উড়ে যায়
ফসলের মাঠে মাঠে ঢেউ তোলে ঢেউ
পবন সুদুরে হারা
সবুজ আচল গায়ে জড়িয়ে
দাঁড়িয়ে আছে পাহাড়।।
কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ
এলব্যামঃ মনিহার/ সাইমুম শিল্পী গোষ্ঠী
Wednesday, 11 May 2011
রব্বানা লা তুযিগ ক্কুলুবানা
মাটির কলসের অবিরত পরশে পাথর ক্ষয়ে যায়,
অবুঝ এ হৃদয়
নয় কোন পাথর নয়
পাপেরও কুঠার আঘাতে তবু ভাঙ্গে না সে হায় ।।
রব্বানা লা তুযিগ ক্কুলুবানা
বা'দা ইয হাদায়তানা
ওয়াহাবলানা মিল্লা দুনকা রহমাহ।
দৃষ্টির সীমা যায় যতদুর,
পাপের নদী বহে বিধুর ।।
হাত পা নাক কান
সব জুড়ে অপরাধের বাণ।
অবুঝ এ হৃদয়
নয় কোন পাথর নয়
পাপেরও কুঠার আঘাতে তবু ভাঙ্গে না সে হায় ।।
রব্বানা লা তুযিগ ক্কুলুবানা..............
I've Done Enormous Evil Deeds,
Heart's Blackened by Satanic Bids.
I Couldn't Control My Passion,
There's Been the Worst Deviation,
Became the Slave Of Nafs-Ammara.
রব্বানা লা তুযিগ ক্কুলুবানা..............
কথা ও সুর : আব্দুস শাকুর তুহিন
অবুঝ এ হৃদয়
নয় কোন পাথর নয়
পাপেরও কুঠার আঘাতে তবু ভাঙ্গে না সে হায় ।।
রব্বানা লা তুযিগ ক্কুলুবানা
বা'দা ইয হাদায়তানা
ওয়াহাবলানা মিল্লা দুনকা রহমাহ।
দৃষ্টির সীমা যায় যতদুর,
পাপের নদী বহে বিধুর ।।
হাত পা নাক কান
সব জুড়ে অপরাধের বাণ।
অবুঝ এ হৃদয়
নয় কোন পাথর নয়
পাপেরও কুঠার আঘাতে তবু ভাঙ্গে না সে হায় ।।
রব্বানা লা তুযিগ ক্কুলুবানা..............
I've Done Enormous Evil Deeds,
Heart's Blackened by Satanic Bids.
I Couldn't Control My Passion,
There's Been the Worst Deviation,
Became the Slave Of Nafs-Ammara.
রব্বানা লা তুযিগ ক্কুলুবানা..............
কথা ও সুর : আব্দুস শাকুর তুহিন
Subscribe to:
Posts (Atom)