ইসলামী সঙ্গীত লিরিক্স

Saturday, 21 May 2011

বাবা তুমি কোথায় আছো

বাবা তুমি কোথায় আছো
কেমন আছো জানতে ইচ্ছে করে
তোমায় স্মরে হৃদয় আমার
নি্ত্য কেঁদে মরে
কত দিন দেখিনা তোমারে ।।

তোমার মত আপন করে
ডাকেনা কেউ খোকা বলে
ক্ষিদে পেলে দেয় না খাবার
আদর করে মুখে তোলে
মাথায় স্নেহের পরশ দিয়ে
এখন তো আর ডাকে না কেউ রোজ ফজরে ।।

ব্যাথার নদী উথলে ওঠে
ঢলে পড়ে চোখের কোনে
আমায় ফেলে কেমনে থাক
জান্নাতেরই ফুল কাননে
চাই গো খোদা তোমার কাছে
বাবাকে মোর নাজাত দিও রোজ হাশরে ।।

কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ

No comments:

Post a Comment