ইসলামী সঙ্গীত লিরিক্স

Saturday, 21 May 2011

অমলিন বিশ্বাসে ডাকি তোমাকে প্রভূ

অমলিন বিশ্বাসে ডাকি তোমাকে প্রভূ
গাই তোমারই গান
তোমারই রহম দানে ভরে দাও এই মন
তুমি যে মহা মহিয়ান।।

হৃদয়ের যত কথা এমনে কি যে ব্যথা
সবই তো তুমি জানো
সুখের দিনেও তুমি দুঃখের দিনেও তুমি
ভালোবেসে কাছে টানো
অনুরাগে অনুভবে বাতাসেরা বলে দেয়
তোমারই দয়া অফুরান।।

তুমিতো রিযিক দাতা তুমি তো বিধান দাতা
তুমি যে মালিক সবার
তোমারই করূনা ছাড়া এই আমি দিশেহারা
দয়া কর হে পরওয়ার
হৃদয়ে বইছে খরা কে বাঁচাবে তুমি ছাড়া
মহিমা তোমার অফুরান।।

কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ

2 comments: