ইসলামী সঙ্গীত লিরিক্স

Saturday 21 May 2011

সবুজ চাঁদরে ঢাকা রঙধনু রঙে আঁকা

সবুজ চাঁদরে ঢাকা রঙধনু রঙে আঁকা
এ আমার রূপসী বাংলাদেশ
হাজার নদীর ঐ কল কল কলতানে
মুখরিত সবুজের রূপ অনিঃশেষ।।

আঁকা বাঁকা পথে নদী যায় ছুটে যায়
পানসি নায়ের মাঝি ভাটিয়ালী গায়
দক্ষিনা পবন তালে/ কাঁশফুল দোলে দোলে
ছড়ায় রূপের আভা মুগ্ধ আবেশ।।

ছায়া ঢাকা মেঠ পথে রাখালিয়া সুর
উদাসী দুপূর বেলা আহা কি মধুর
কাজল দিঘীর জলে/ শুভ্র কোমল দোলে
সারি সারি মহুয়ার রূপ অনিঃশেষ।।

এলব্যামঃ পানসি (সাইমুম- ৩৯)
সাইমুম শিল্পী গোষ্ঠী
কথা ও সুর মতিউর রহমান খালেদ

No comments:

Post a Comment