ইসলামী সঙ্গীত লিরিক্স

Saturday, 21 May 2011

মেঘের ডানায় মনটা উড়ে যায় যে দুরের গায়

মেঘের ডানায় মনটা উড়ে যায় যে দুরের গায়
যেথায় আমার মা জননী বসে নিরালায়।।

মা জননী তোমার কথা পড়লে মনে হায়
বুকের মাঝে ব্যথার নদী নিত্য উছলায়
কত প্রহর রাত্রি কাটে তোমার দেখি না
তোমার স্নেহের বাঁধন মাগো......
আমাকে কাঁদায়।।

মুকুল ফেটে লাল হয়েছে নতুন গাছের আম
আমায় ফেলে খাওনা তুমি কাঁঠাল কিবা জাম

আসবো বাড়ী বলেও মা আসতে পারি না
কাজের মাঝেই থাকি পড়ে সময় তো হয় না
মনের গহীন শুন্য ঘরে জমাট হাহাকার
তোমার স্নেহের পরশ পেতে......
এ মন কাঁদে হায়।।

কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ

No comments:

Post a Comment