ইসলামী সঙ্গীত লিরিক্স

Wednesday 28 September 2011

নতুন নতুন পল্লবে আজ খুশীর শিহরন

দিশারী শিল্পী গোষ্টির ৩৪ পূর্তি

উৎসবের গানঃ
নতুন নতুন পল্লবে আজ খুশীর শিহরন
বৃষ্টি জলে সিক্ত সবার মন
নতুন নতুন গল্প গানের মধুর আয়োজন
উৎসবে আজ সবার নিমন্ত্রন।।

এই আয়োজন ধন্য হবে খোদার করূনায়
হেরার পথে ডাক দিয়ে যাই ছন্দ কবিতায়
সুরের দোলায় নাট্য গানের মধুর আয়োজন
বিশ্বাদের প্রানে প্রানে জাগুক তোমার মহিমায়
আমাদের এই ক্ষুদ্র আয়োজন।।

মন পবনের পাল ভেসে যায় তেপান্তরের গায়
আলোর পথে ডাল দিয়ে যাই আয়রে ছুটে আয়
আর কত কাল রইবি ঘুমে ওরে বেখবর
জানিস না তুই আঁধার শেষে আসবে নতুন ভোর

সবুজ হবে মনের মিনার সতেজ হবে প্রান
আল্লহ নামের গান ধরেছি আল্লাহ নামের গান
হাজার মিলন মেলায় খুশীর কলরব
গানে গানে মুখর আজি 'দিশারী'র" উৎসব
নতুন আলোয় উঠবে হেঁসে সবুজ সবুজ মন
ফুলে ফুলে ওলির গুঞ্জরন।।

কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ

No comments:

Post a Comment