ইসলামী সঙ্গীত লিরিক্স

Friday, 23 September 2011

বল তো কার ইশারায়

বলতো কার ইশারায়
গোলাপ তার গন্ধ বিলায়
বলতো কার ইশারায়
মেঘের পাহাড় বৃষ্টি ঝরায়
এই দুনিয়ায়...এই দুনিয়ায়...

বলতো কার ইশারায় হাসে চাঁদ আকাশে
জোনাকি দেয় যে আলো মায়াবী আবেশে x2
সে কথা ভেবে ভেবে মন আমার যায় হারিয়ে
দূর অজানায়...দুর অজানায়...

বলতো কার ইশারায় সাগর জলধি
দোলে উঠে জোয়ার ভাটায় নিরবধি
বলতো কার ইশারায় রাসুল মরু সাহারায়
কোরানের আলো নিয়ে আঁধারের আঙ্গিনায়

কার এমন সৃষ্টি বলো এ জীবন ধন্য হলো
যার উসিলায়......যার উসিলায়......

3 comments:

  1. এটা কার লেখা?

    ReplyDelete
    Replies
    1. উস্তাদ তাফাজ্জাল হোসাইন খান

      Delete
    2. উস্তাদ তাফাজ্জাল হোসাইন খান

      Delete