ইসলামী সঙ্গীত লিরিক্স

Wednesday 28 September 2011

গরম গরম কিযে গরম গরম চারদিকে

গরম গরম কিযে গরম গরম চারদিকে
এই গরমে বেঁচে থাকার স্বপ্ন হলো ফিকে।।

বাজারে মাছের দরে লাগ্লো আগুন গরম গরম
সবজি আলো পটল কিনতে লাগে শরম শরম
চাল ডাল তেল মরিচের মুল্য এখন আকাশ ছোঁয়া
এখন আর একশ টাকায় পদ্মার ইলিশ যায় না পাওয়া
দ্রব্য মূল্যের এত উর্ধ গতি কেনরে ভাই
মধ্যবিত্তের এখন বেঁচে থাকা হলো যে দায়।।

দেশে আজ বইছে হাওয়া উলটো হাওয়া গরম গরম
নেতাদের কীর্তি কলাপ শুনতে লাগে শরম শরম
ক্ষমতার অপব্যায় আর র‍্যাব পুলিশের বাহাদুরি
ক্ষমা নেই নেইরে ক্ষমা যতই কর ছলচাতুরি
দাদা আর মাসি পিসির আর্শীবাদেই তুষ্ট তারা
মনেতে প্রশ্ন সবার কোন দেশে হায় আছি মোরা।।

কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ

No comments:

Post a Comment