ইসলামী সঙ্গীত লিরিক্স

Wednesday, 28 September 2011

আমরা দিশারী

দিশারী শিল্পী গোষ্টি সিলেট এর দলীয় সংগীত
আমরা দিশারীঃ
সত্যের কথকতা গানে গানে সুরে সুরে
আমরা করছি জারি
আমাদের কথা গান ছন্দ সুরে
কেটে যাবে ঘোর আঁধারি
আমরা দিশারী...
আমরা সত্যের দিশারী।।

গান নয় সুর নয় নয় কবিতা
এ যেন সত্যের পূতঃ বারতা
আমাদের অভিনয় আমাদের পরিচয়
মুছে যাবে সমাজের সব জড়তা।।

গড়বো সুন্দর সোনালী স্বদেশ
সত্যের মোহনায় সুবিমল আবেশ
আমাদের কথা গান অভিনয় সুর ও তান
বিশ্বাসী কোরাসের সুর লহড়ী।।

কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ

No comments:

Post a Comment