ইসলামী সঙ্গীত লিরিক্স

Friday, 23 September 2011

মরতেই হবে যখন শহীদি মরন দিও আমাকে

মরতেই হবে যখন শহীদি মরন দিও আমাকে
শাহাদাত জানি শুধুই জীবন
সে জীবন দিও আমাকে।

মরনেও সুখ আমি পাব জানি শাহাদাতে
হিসেব ও নিকেশ হতে ত্রান আছে জানি শাহাদাতে
তাই মিনতি তোমার কাছে
হাজার শাহাদাত দিও আমাকে।

রোগে শোকে মরন দিও না আমায়
বিপদে মুসিবতে নিওনা আমায়
এমন মৃত্যু দিও চোখ বুঝে যেন দেখি তোমাকে।


9 comments:

  1. অসাারন একটা গান।
    আরো বেশী বেশী গান আপলোড দিন।

    ReplyDelete
  2. পুরোনো দিনের কথা মনে পরে গেল।
    বাংলাদের মাটিতে জন্মনিয়ে ধন্য হলাম চিরধন্য

    ReplyDelete
  3. অসাধারণ লিখনি

    ReplyDelete
  4. অনেক সুন্দর

    ReplyDelete
  5. মাশাআল্লাহ

    ReplyDelete
  6. আমিন

    ReplyDelete