ইসলামী সঙ্গীত লিরিক্স

Saturday 24 September 2011

জান্নাতই হলো তার বিনিময়

ফুলে ফুলে রাঙা নয় ঈমানের পথ
এই পথ সীমাহীন মরুময়
ত্যাগের মহিমা নিয়ে সারাটা জীবন
পুড়ে পুড়ে মুমিনেরা খাটি হয় ।।

মনে পড়ে বেলালের সেই ইতিহাস
কতনা জুলুম সয়ে কত পরিহাস
আহাদ আহাদ বলে কেঁদেছে কেবল
মানেনি মানেনি তবু পরাজয় ।।

চোখে যার দোল খায় খাবাবের মুখ
শাহাদাত পেতে সে যে থাকে উন্মুখ
হানজালা হামজার বিজয় গাঁথায়
খুজে পায় মুমিনের পরিচয় ।।

ঈমানের পথে আজও হলে আগুয়ান
দিতে হয় কত খুন দিতে হয় প্র্রাণ
কারাগারে কেটে যায় কত রাত দিন
জান্নাতই হলো তার বিনিময় ।।

কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ

No comments:

Post a Comment