কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায় ॥
তোমার প্রেমে যে মজেছে মাওলা প্রেমেই ডুবে মরেছে।
ইব্রাহিমকে হাত-পা বেঁধে,
নমরুদ মনের জ্বালা মেটাতে
ছিটকে দিল অনল ও কুপে।
তুমি সেই অনলে ফুল ফোটাইলে নিখুঁত কলাকৌশলে।
ইসমাইলের গলা খানি,
দুই ভাগ হবে ভেবে স্বামী
অবলারে করলা কুরবানী।
তুমি মরিয়ামকে মা বানাইলে নিখুঁত কলাকৌশলে।
কিযে ভেবে নদীর মাছে,
ঠায় দিলো ইউনুসকে পেটে
রাখে আল্লাহ মারে বলো কে।
তুমি মুসাকে ছেড়ে তুর পুড়াইলে নিখুঁত কলাকৌশলে ।
কথা ও সুরঃ লিটন হাফিজ চৌধুরী
এলবামঃ চেতনা
প্রত্যয় শিল্পীগোষ্ঠী, রাজশাহী
Sunday, 2 March 2014
ছেড়ে দাও অন্যায় অনাচার
ছেড়ে দাও অন্যায় অনাচার
ভুলে যাও জীবনের যত ভুল
ফিরে এসো সত্যের নতুন পথে
কোরানের পথ শুধু নির্ভুল ॥
মানুষে মানুষে কেন বিভেদ আছি
কেউ বা মুনাফিক কেউ বা গাজি।
কেউ গেছে শহীদের বেশে পরপার
কেউ আজও খোঁজে ফেরে নরকের দ্বার।
ছাড়লে খোদার পথ হবেই পতন
লগ্ন ফুরাবে ভুল হবে না শোধন।
দু'চোখে আসবে ছেয়ে যখনি আঁধার
মনে হবে ফিরে চলি যে পথ খোদার।
কথা ও সুরঃ লিটন হাফিজ চৌধুরী
এলবামঃ চেতনা,
প্রত্যয় শিল্পীগোষ্ঠী, রাজশাহী
ভুলে যাও জীবনের যত ভুল
ফিরে এসো সত্যের নতুন পথে
কোরানের পথ শুধু নির্ভুল ॥
মানুষে মানুষে কেন বিভেদ আছি
কেউ বা মুনাফিক কেউ বা গাজি।
কেউ গেছে শহীদের বেশে পরপার
কেউ আজও খোঁজে ফেরে নরকের দ্বার।
ছাড়লে খোদার পথ হবেই পতন
লগ্ন ফুরাবে ভুল হবে না শোধন।
দু'চোখে আসবে ছেয়ে যখনি আঁধার
মনে হবে ফিরে চলি যে পথ খোদার।
কথা ও সুরঃ লিটন হাফিজ চৌধুরী
এলবামঃ চেতনা,
প্রত্যয় শিল্পীগোষ্ঠী, রাজশাহী
ওরা আমায় বুঝলো না মা
ওরা আমায় বুঝলো না মা
জীবনের দাম দিতে জানলোনা মা
তোমার কোলে জড়িয়ে গিয়ে
শেষ কথাটি বলতে দিল না ॥
তুমি তো বলেছিলে মা,
বাতিলের কাছে মাথা নোয়াবে না
শুধু এই টুকু অপরাধে, তোমার খোকার বুকে
রক্ত ঝরালো মা, ওরা আমার বুঝলো না মা।
তুমি না বলেছিলে মা,
কোরানের পথ ছেড়ে যাসনে খোকা।
শুধু এই টুকু অপরাধে, তোমার খুশির চোখে
অশ্রু ঝরালো মা, ওরা আমায় বুঝলোনা মা ।
আসলামও নেই মা আসগরও নেই
শফিক আর ইয়াহিয়া, সাব্বির ও নেই মা
মালেকও নেই মা, জাব্বারও নেই
কাসেম আর রশিদ ইকবালও নেই মা
প্রাণের মায়া ভুলে, তাঁরাও তোমাকে ফেলে
খোদার প্রিয় হতে চলে গেছে মা আলবিদা মা আলবিদা ।
কথা ও সুরঃ লিটন হাফিজ চৌধুরী
এলবামঃ চেতনা,
প্রত্যয় শিল্পীগোষ্ঠী, রাজশাহী
জীবনের দাম দিতে জানলোনা মা
তোমার কোলে জড়িয়ে গিয়ে
শেষ কথাটি বলতে দিল না ॥
তুমি তো বলেছিলে মা,
বাতিলের কাছে মাথা নোয়াবে না
শুধু এই টুকু অপরাধে, তোমার খোকার বুকে
রক্ত ঝরালো মা, ওরা আমার বুঝলো না মা।
তুমি না বলেছিলে মা,
কোরানের পথ ছেড়ে যাসনে খোকা।
শুধু এই টুকু অপরাধে, তোমার খুশির চোখে
অশ্রু ঝরালো মা, ওরা আমায় বুঝলোনা মা ।
আসলামও নেই মা আসগরও নেই
শফিক আর ইয়াহিয়া, সাব্বির ও নেই মা
মালেকও নেই মা, জাব্বারও নেই
কাসেম আর রশিদ ইকবালও নেই মা
প্রাণের মায়া ভুলে, তাঁরাও তোমাকে ফেলে
খোদার প্রিয় হতে চলে গেছে মা আলবিদা মা আলবিদা ।
কথা ও সুরঃ লিটন হাফিজ চৌধুরী
এলবামঃ চেতনা,
প্রত্যয় শিল্পীগোষ্ঠী, রাজশাহী
আমারে পার করো হে মাঝি (এ নদী )
আমারে পার করো হে মাঝি (এ নদী )
আমি অধম ভবের মেলায় হারাইয়াছি কড়ি।
আর কত বসিবো আমি বেলা গেল গড়ি
এত কাঁদলাম তবু ওকি শোধ হলো না কড়ি।
জানতাম যদি পারা ঘাটে এত কড়াকড়ি
তাহলে কি হারাইতাম কও এমন সাধের কড়ি।
কত আশিক উঠলো নায়ে গেয়ে প্রেমের সারি
দয়া কইরা আমায় তোল তোমার পায়ে পড়ি।
এলবামঃ চেতনা
প্রত্যয় শিল্পীগোষ্ঠী, রাজশাহী
আমি অধম ভবের মেলায় হারাইয়াছি কড়ি।
আর কত বসিবো আমি বেলা গেল গড়ি
এত কাঁদলাম তবু ওকি শোধ হলো না কড়ি।
জানতাম যদি পারা ঘাটে এত কড়াকড়ি
তাহলে কি হারাইতাম কও এমন সাধের কড়ি।
কত আশিক উঠলো নায়ে গেয়ে প্রেমের সারি
দয়া কইরা আমায় তোল তোমার পায়ে পড়ি।
এলবামঃ চেতনা
প্রত্যয় শিল্পীগোষ্ঠী, রাজশাহী
মত্ত হইবিনারে মন চিত্তেরো লাগিয়া
মত্ত হইবিনারে মন চিত্তেরো লাগিয়া,
বিত্তেরো পিছে ছুটিয়া যাইবি না ডুবিয়া।
সংসারে সং সাজিলি আসিয়া
তোর জীবন খেয়া পথ ভুলিয়া যায়তাছে ভাসিয়া।
রঙের সাগরে নতুন বাদাম তুলিয়া।
ও তোর সামনে যে সেই মহান প্লাবন রে
নে তোর নাওখানি সামলাইয়া।
হিরা ফেলে কাঁচ নিলি তুলিয়া
তুই কিনলি নারে ভবের সদা বিধির লাগিয়া।
চোরা বালিত ঘর বাধিলি গোসল করিয়া।
ও তোর সামনে যে হিসেবের পালা রে
নে তোর হুশখানি ফেরাইয়া।
এলবামঃ চেতনা
প্রত্যয় শিল্পীগোষ্ঠী, রাজশাহী
বিত্তেরো পিছে ছুটিয়া যাইবি না ডুবিয়া।
সংসারে সং সাজিলি আসিয়া
তোর জীবন খেয়া পথ ভুলিয়া যায়তাছে ভাসিয়া।
রঙের সাগরে নতুন বাদাম তুলিয়া।
ও তোর সামনে যে সেই মহান প্লাবন রে
নে তোর নাওখানি সামলাইয়া।
হিরা ফেলে কাঁচ নিলি তুলিয়া
তুই কিনলি নারে ভবের সদা বিধির লাগিয়া।
চোরা বালিত ঘর বাধিলি গোসল করিয়া।
ও তোর সামনে যে হিসেবের পালা রে
নে তোর হুশখানি ফেরাইয়া।
এলবামঃ চেতনা
প্রত্যয় শিল্পীগোষ্ঠী, রাজশাহী
নীল আকাশে লক্ষ তারার জোনাক জ্বলেছে
নীল আকাশে লক্ষ তারার জোনাক জ্বলেছে
আল্লাহ তায়ালা রহমতের দোয়ার খুলেছে ॥
মক্কা ধামে ছিল আমার মা আমিনার ঘর
এলেন সেথায় জ্যোতির্ময় এক আলোর সওদাগর।
তামাম জাহান তাই তো খুশির জোয়ার তুলেছে।
সর্ব কালের সেরা মানুষ নবী কূলের তাজ
স্বর্গলোকে নিয়ে এলেন আল- কোরআনের রাজ।
খোদাদ্রোহী শক্তি গুলোর মুখোশ খুলেছে।
আকাশ, মাটি, ফুল-পাখিদের আজকে মধুর মিতালী
মারহাবা মারহাবা বলে গাইছে সবাই গিতালী।
অন্ধকারে নতুন দিনের প্রদ্বীপ জ্বলেছে।
রহমতের ফলগুধারা মোহাম্মদ রাসূল
মরুর বুকে ফুটলো যেন মনমাতানো ফুল।
সালাম দিতে বনের পশুর জবান খুলেছে।
কথা ও সুরঃ হাসিনুর রব মানু
এলবামঃ চেতনা
প্রত্যয় শিল্পীগোষ্ঠী, রাজশাহী
আল্লাহ তায়ালা রহমতের দোয়ার খুলেছে ॥
মক্কা ধামে ছিল আমার মা আমিনার ঘর
এলেন সেথায় জ্যোতির্ময় এক আলোর সওদাগর।
তামাম জাহান তাই তো খুশির জোয়ার তুলেছে।
সর্ব কালের সেরা মানুষ নবী কূলের তাজ
স্বর্গলোকে নিয়ে এলেন আল- কোরআনের রাজ।
খোদাদ্রোহী শক্তি গুলোর মুখোশ খুলেছে।
আকাশ, মাটি, ফুল-পাখিদের আজকে মধুর মিতালী
মারহাবা মারহাবা বলে গাইছে সবাই গিতালী।
অন্ধকারে নতুন দিনের প্রদ্বীপ জ্বলেছে।
রহমতের ফলগুধারা মোহাম্মদ রাসূল
মরুর বুকে ফুটলো যেন মনমাতানো ফুল।
সালাম দিতে বনের পশুর জবান খুলেছে।
কথা ও সুরঃ হাসিনুর রব মানু
এলবামঃ চেতনা
প্রত্যয় শিল্পীগোষ্ঠী, রাজশাহী
এক পা দুপা করিয়া মাওলা গো
এক পা দুপা করিয়া মাওলা গো
আমারে নিইয়া চলো তুমি,
গুনার বোঝা বইবো আর কত কাল আমি।
অন্তর দহন সদায় সদায়,
প্রাণের জ্বালা কেউ বোঝে না
ঘাটের মরা ঘাটেই রইলাম,
পাড়ের ভাঙন আর থামে না।
দয়াল মোরে পার করো গো তুমি।
এই বুঝি এই বেলা যায়রে হায় ডুবে
একটু খানি আলো জ্বালো আমার আধার ভবে ।
(মাওলাগো) তোমার নামে সকল আসান পার হয়ে যায় জানি
(মাওলাগো) তুমি আমার জীবন খেযার মাঝি।
কথা ও সুরঃ লিটন হাফিজ
এলবামঃ চেতনা
প্রত্যয় শিল্পীগোষ্ঠী, রাজশাহী
আমারে নিইয়া চলো তুমি,
গুনার বোঝা বইবো আর কত কাল আমি।
অন্তর দহন সদায় সদায়,
প্রাণের জ্বালা কেউ বোঝে না
ঘাটের মরা ঘাটেই রইলাম,
পাড়ের ভাঙন আর থামে না।
দয়াল মোরে পার করো গো তুমি।
এই বুঝি এই বেলা যায়রে হায় ডুবে
একটু খানি আলো জ্বালো আমার আধার ভবে ।
(মাওলাগো) তোমার নামে সকল আসান পার হয়ে যায় জানি
(মাওলাগো) তুমি আমার জীবন খেযার মাঝি।
কথা ও সুরঃ লিটন হাফিজ
এলবামঃ চেতনা
প্রত্যয় শিল্পীগোষ্ঠী, রাজশাহী
Subscribe to:
Posts (Atom)