ইসলামী সঙ্গীত লিরিক্স

Sunday, 2 March 2014

ছেড়ে দাও অন্যায় অনাচার

ছেড়ে দাও অন্যায় অনাচার
ভুলে যাও জীবনের যত ভুল
ফিরে এসো সত্যের নতুন পথে
কোরানের পথ শুধু নির্ভুল ॥

মানুষে মানুষে কেন বিভেদ আছি
কেউ বা মুনাফিক কেউ বা গাজি।
কেউ গেছে শহীদের বেশে পরপার
কেউ আজও খোঁজে ফেরে নরকের দ্বার।

ছাড়লে খোদার পথ হবেই পতন
লগ্ন ফুরাবে ভুল হবে না শোধন।
দু'চোখে আসবে ছেয়ে যখনি আঁধার
মনে হবে ফিরে চলি যে পথ খোদার।

কথা ও সুরঃ লিটন হাফিজ চৌধুরী
এলবামঃ চেতনা,
প্রত্যয় শিল্পীগোষ্ঠী, রাজশাহী

2 comments:

  1. ভাইয়া আমি কিভাবে mp3 song Download করবো??
    এই গান গুলুর please জানাবেন।

    ReplyDelete