ইসলামী সঙ্গীত লিরিক্স

Sunday, 2 March 2014

কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়

কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায় ॥
তোমার প্রেমে যে মজেছে মাওলা প্রেমেই ডুবে মরেছে।

ইব্রাহিমকে হাত-পা বেঁধে,
নমরুদ মনের জ্বালা মেটাতে
ছিটকে দিল অনল ও কুপে।
তুমি সেই অনলে ফুল ফোটাইলে নিখুঁত কলাকৌশলে।

ইসমাইলের গলা খানি,
দুই ভাগ হবে ভেবে স্বামী
অবলারে করলা কুরবানী।
তুমি মরিয়ামকে মা বানাইলে নিখুঁত কলাকৌশলে।

কিযে ভেবে নদীর মাছে,
ঠায় দিলো ইউনুসকে পেটে
রাখে আল্লাহ মারে বলো কে।
তুমি মুসাকে ছেড়ে তুর পুড়াইলে নিখুঁত কলাকৌশলে ।

কথা ও সুরঃ লিটন হাফিজ চৌধুরী
এলবামঃ চেতনা
প্রত্যয় শিল্পীগোষ্ঠী, রাজশাহী

No comments:

Post a Comment