ইসলামী সঙ্গীত লিরিক্স

Sunday 2 March 2014

আমারে পার করো হে মাঝি (এ নদী )

আমারে পার করো হে মাঝি (এ নদী )
আমি অধম ভবের মেলায় হারাইয়াছি কড়ি।

আর কত বসিবো আমি বেলা গেল গড়ি
এত কাঁদলাম তবু ওকি শোধ হলো না কড়ি।

জানতাম যদি পারা ঘাটে এত কড়াকড়ি
তাহলে কি হারাইতাম কও এমন সাধের কড়ি।

কত আশিক উঠলো নায়ে গেয়ে প্রেমের সারি
দয়া কইরা আমায় তোল তোমার পায়ে পড়ি।

এলবামঃ চেতনা
প্রত্যয় শিল্পীগোষ্ঠী, রাজশাহী

No comments:

Post a Comment