ইসলামী সঙ্গীত লিরিক্স

Sunday, 2 March 2014

মত্ত হইবিনারে মন চিত্তেরো লাগিয়া

মত্ত হইবিনারে মন চিত্তেরো লাগিয়া,
বিত্তেরো পিছে ছুটিয়া যাইবি না ডুবিয়া।

সংসারে সং সাজিলি আসিয়া
তোর জীবন খেয়া পথ ভুলিয়া যায়তাছে ভাসিয়া।
রঙের সাগরে নতুন বাদাম তুলিয়া।
ও তোর সামনে যে সেই মহান প্লাবন রে
নে তোর নাওখানি সামলাইয়া।

হিরা ফেলে কাঁচ নিলি তুলিয়া
তুই কিনলি নারে ভবের সদা বিধির লাগিয়া।
চোরা বালিত ঘর বাধিলি গোসল করিয়া।
ও তোর সামনে যে হিসেবের পালা রে
নে তোর হুশখানি ফেরাইয়া।

এলবামঃ চেতনা
প্রত্যয় শিল্পীগোষ্ঠী, রাজশাহী

No comments:

Post a Comment