ইসলামী সঙ্গীত লিরিক্স

Sunday, 2 March 2014

এক পা দুপা করিয়া মাওলা গো

এক পা দুপা করিয়া মাওলা গো
আমারে নিইয়া চলো তুমি,
গুনার বোঝা বইবো আর কত কাল আমি।

অন্তর দহন সদায় সদায়,
প্রাণের জ্বালা কেউ বোঝে না
ঘাটের মরা ঘাটেই রইলাম,
পাড়ের ভাঙন আর থামে না।
দয়াল মোরে পার করো গো তুমি।

এই বুঝি এই বেলা যায়রে হায় ডুবে
একটু খানি আলো জ্বালো আমার আধার ভবে ।
(মাওলাগো) তোমার নামে সকল আসান পার হয়ে যায় জানি
(মাওলাগো) তুমি আমার জীবন খেযার মাঝি।

কথা ও সুরঃ লিটন হাফিজ
এলবামঃ চেতনা
প্রত্যয় শিল্পীগোষ্ঠী, রাজশাহী

1 comment:

  1. সব গানের অডিও দিলে ভাল হত

    ReplyDelete