ওরা আমায় বুঝলো না মা
জীবনের দাম দিতে জানলোনা মা
তোমার কোলে জড়িয়ে গিয়ে
শেষ কথাটি বলতে দিল না ॥
তুমি তো বলেছিলে মা,
বাতিলের কাছে মাথা নোয়াবে না
শুধু এই টুকু অপরাধে, তোমার খোকার বুকে
রক্ত ঝরালো মা, ওরা আমার বুঝলো না মা।
তুমি না বলেছিলে মা,
কোরানের পথ ছেড়ে যাসনে খোকা।
শুধু এই টুকু অপরাধে, তোমার খুশির চোখে
অশ্রু ঝরালো মা, ওরা আমায় বুঝলোনা মা ।
আসলামও নেই মা আসগরও নেই
শফিক আর ইয়াহিয়া, সাব্বির ও নেই মা
মালেকও নেই মা, জাব্বারও নেই
কাসেম আর রশিদ ইকবালও নেই মা
প্রাণের মায়া ভুলে, তাঁরাও তোমাকে ফেলে
খোদার প্রিয় হতে চলে গেছে মা আলবিদা মা আলবিদা ।
কথা ও সুরঃ লিটন হাফিজ চৌধুরী
এলবামঃ চেতনা,
প্রত্যয় শিল্পীগোষ্ঠী, রাজশাহী
No comments:
Post a Comment