যখন ছিলনা কিছুই ছিলে শুধু তুমি
যখন ছিলনা কিছুই ছিলে শুধু তুমি
যখন রবে কিছুই রবে শুধু তুমি
আমি যে তোমার তুমি আমারই যে তাই
শুধুই তোমাকে চাই
দিনের শুরুতে আমি তোমাকে চাই
রাতের শেষেও আমি তোমাকে চাই
ঘুম ঘুম চোখে আমি তোমাকে চাই
শুধু তোমাকে চাই
পরম আনন্দে আমি তোমাকে চাই
গভীর শোকেও আমি তোমাকে চাই
হপ্তাশা বেথায় আমি তোমাকে চাই
শুধুই তোমাকি চাই
মরনের মুখে আমি তোমাকে চাই
একাকি কবরে আমি তোমাকে চাই
কঠিন বিচার দিনে তোমাকে চাই
শুধুই তোমাকে চাই
হিসাবের খাতা হাতে তোমাকে চাই
পুলসিরাতের কাছে তোমাকে চাই
ফেরদাউসের পাশে তোমাকে চাই
শুধুই তোমাকে চাই
কথাঃ খাদিজা আক্তার রেজায়ী
সুরঃ মশিউর রহমান
শিল্পিঃ এস এম শামীমুল হক
Friday, 5 July 2013
আমার মন শুধুই কাঁদে হায়
আমার মন শুধুই কাঁদে হায়
উদাসী হই যারও লাগি
বুকে সেই নাম বাজে হায়
বাঁশির বীণায় শুধু হাহাকার
শুনছি আমি দিকে দিকে
এ কোন সুরের তানে মলিন হিয়া
গুনছে প্রহর তোমার ডাকে
সুখের আশায় জীবন আমার
ভুলেছে ওগো তোমার দিশা
অনেক ভুলের মাঝে আমি অসহায়
তাইতো খুজি মনের তৃষা
কথা ও সুরঃ মোহাম্মদ পারভেজ
উদাসী হই যারও লাগি
বুকে সেই নাম বাজে হায়
বাঁশির বীণায় শুধু হাহাকার
শুনছি আমি দিকে দিকে
এ কোন সুরের তানে মলিন হিয়া
গুনছে প্রহর তোমার ডাকে
সুখের আশায় জীবন আমার
ভুলেছে ওগো তোমার দিশা
অনেক ভুলের মাঝে আমি অসহায়
তাইতো খুজি মনের তৃষা
কথা ও সুরঃ মোহাম্মদ পারভেজ
রোজার মাসে হৃদয় হাসে
রোজার মাসে হৃদয় হাসে
হাসে বনের ফুল
আকাশ নদী চাঁদ সিতারা
আনন্দে মাশগুল
কেউ বা বসে কোরয়ান পড়ে
তাসবিহ জপে জিকির করে
রবের কাছে ধরনা ধরে
ভাঙ্গে মনের ভুল
যার নসিবে সিয়াম জুটে
সেই তো বড় সুখি
জীবন জুড়ে ফুটতে থাকে
হাজার সূর্যমুখী
সামনে ভাসে নেকির ডালা
এখন শুধু নেয়ার পালা
সু-স্বাগতম হে রোজারদার
গায় পাখি বুলবুল
কথাঃ বিলাল হোসাইন নুরী
সুরঃ মশিউর রহমান
হাসে বনের ফুল
আকাশ নদী চাঁদ সিতারা
আনন্দে মাশগুল
কেউ বা বসে কোরয়ান পড়ে
তাসবিহ জপে জিকির করে
রবের কাছে ধরনা ধরে
ভাঙ্গে মনের ভুল
যার নসিবে সিয়াম জুটে
সেই তো বড় সুখি
জীবন জুড়ে ফুটতে থাকে
হাজার সূর্যমুখী
সামনে ভাসে নেকির ডালা
এখন শুধু নেয়ার পালা
সু-স্বাগতম হে রোজারদার
গায় পাখি বুলবুল
কথাঃ বিলাল হোসাইন নুরী
সুরঃ মশিউর রহমান
Wednesday, 3 July 2013
রমজান তো চলে যায়
রমজান তো চলে যায়
কেন তবে হায় অলস মায়ায়
রইলে ডুবে ঘুমের নেশায়।
জাগো জাগো জাগো অলসতা ছাড়
কাটায়োনা দিনগুলি শুধুই হেলায়।
মুসলিম তুমি ভেবে দেখ মনে,
করেছ কি তুমি সারা জীবনে।
পাড়ি দেবে ভরা নদী কোন ভরসায়।
কখনো জীবনে আসেনাকো ফিরে,
যে দিন চলে যায় অতীতের তীরে।
রবেনা তো কেউ জানি এই দুনিয়ায়।
সময় থাকিতে ওরে ও মুসাফির,
কুড়ায়ে নে রহমত এলাহীর।
তা না হলে নেই কারো কোনই উপায়।
কথা: সিরাজুল ইসলাম
সুর: মামুন ও গালিব সর্দার
কেন তবে হায় অলস মায়ায়
রইলে ডুবে ঘুমের নেশায়।
জাগো জাগো জাগো অলসতা ছাড়
কাটায়োনা দিনগুলি শুধুই হেলায়।
মুসলিম তুমি ভেবে দেখ মনে,
করেছ কি তুমি সারা জীবনে।
পাড়ি দেবে ভরা নদী কোন ভরসায়।
কখনো জীবনে আসেনাকো ফিরে,
যে দিন চলে যায় অতীতের তীরে।
রবেনা তো কেউ জানি এই দুনিয়ায়।
সময় থাকিতে ওরে ও মুসাফির,
কুড়ায়ে নে রহমত এলাহীর।
তা না হলে নেই কারো কোনই উপায়।
কথা: সিরাজুল ইসলাম
সুর: মামুন ও গালিব সর্দার
Tuesday, 2 July 2013
একটি বছর পরে আবার
একটি বছর পরে আবার
ফিরে এলো মাহে রমযান
মুমিন হৃদয়ে পড়লো সাড়া
উঠলো জেগে নতুন প্রাণ।।
আল্লাহ তায়ালার তরে রোযা
পালন করো ওহে গুনাহগার
নিজের হাতে দিবেন তিনি
সিয়াম সাধনার পুরস্কার
রমযানের এই রোযা পালন
আল্লাহ তায়ালার ফরমান।।
রমযানের এই মাসে প্রভু
সত্য পথে গড়বো জীবন
বিপদ আপদ থাকবেনা যে
ঠিকমতো হয় যদি রোযা পালন
রমযান সেতো ঢাল স্বরূপ
হৃদয় ভরে গাও তার গান।।
কথা- আব্দুল্লাহ আল কাফী
সুর- মশিউর রহমান
ফিরে এলো মাহে রমযান
মুমিন হৃদয়ে পড়লো সাড়া
উঠলো জেগে নতুন প্রাণ।।
আল্লাহ তায়ালার তরে রোযা
পালন করো ওহে গুনাহগার
নিজের হাতে দিবেন তিনি
সিয়াম সাধনার পুরস্কার
রমযানের এই রোযা পালন
আল্লাহ তায়ালার ফরমান।।
রমযানের এই মাসে প্রভু
সত্য পথে গড়বো জীবন
বিপদ আপদ থাকবেনা যে
ঠিকমতো হয় যদি রোযা পালন
রমযান সেতো ঢাল স্বরূপ
হৃদয় ভরে গাও তার গান।।
কথা- আব্দুল্লাহ আল কাফী
সুর- মশিউর রহমান
এসো মুক্তির পথে হে নবীন
কথা ও সুরঃ ফখরুল ইসলাম
এসো মুক্তির পথে হে নবীন
এ ধরাতে আনতে সুদিন,
এই আহ্বান তোমাদের কাছে
কোরানের রঙ্গে রাঙ্গাও জীবন।
চার দিকে দেখ বইছে দূষিত বাতাস
এসো দলে দলে আনতে সুখের আভাস।
রবের দেয়া জীবন বিধান,
বুকে নিয়ে হও আগুয়ান। ঐ
কাটাতে অমানিসা এসো তাই হাতে রাখি হাত,
সব কালো দূর করে আনবো নতুন প্রভাত।
সব নিপীড়ন আর যুলুমের করে অবসান
ফিরায়ে আনব সোনালী শাশন রাশেদার।
আকাশে বাতাসে ভেসে আসবে
অবারিত শান্তির বীণ।
এসো মুক্তির পথে হে নবীন
এ ধরাতে আনতে সুদিন,
এই আহ্বান তোমাদের কাছে
কোরানের রঙ্গে রাঙ্গাও জীবন।
চার দিকে দেখ বইছে দূষিত বাতাস
এসো দলে দলে আনতে সুখের আভাস।
রবের দেয়া জীবন বিধান,
বুকে নিয়ে হও আগুয়ান। ঐ
কাটাতে অমানিসা এসো তাই হাতে রাখি হাত,
সব কালো দূর করে আনবো নতুন প্রভাত।
সব নিপীড়ন আর যুলুমের করে অবসান
ফিরায়ে আনব সোনালী শাশন রাশেদার।
আকাশে বাতাসে ভেসে আসবে
অবারিত শান্তির বীণ।
আল্লাহকে সত্যি ভালোবাসে যে
আল্লাহকে সত্যি ভালোবাসে যে
আল্লাহর দ্বীনকেও
সে আলোর ক্ষীণকেও
মনের গভির থেকে ভালোবাসে সে ।।
ভালোবাসে রাসুলের পবিত্র সুন্নাহ
সুন্নাই মেনে নেয় তার খাঁটি উম্মাহ
হোক না তা বিয়ে শাদী
অনুরোধ সাধা সাধি
মেনে নেয় তার সবই অনায়াসে ।।
আল্লাহকে সত্যি ভালোবাসে যে
ভালোবাসে কোরআন হাদিসের আহবান
জীবনের ঘানি টানে ঐ দুটি নির্দেশে
ভালোবাসে রাসুলের অনুপম সংস্কৃতি
হোক না তা যুদ্ধ শান্তির রাজনীতি
হোক না তা দেশ সেবা
লেনদেন নেবা দেবা
ত্যাগ কোরবানি করে হেঁসে হেঁসে ।।
কথা :: কবি মতিউর রহমান মল্লিক
সুর :: মশিউর রহমান
শিল্পী :: শাহাবুদ্দিন
এলবাম :: আল্লাহকে সত্যি ভালোবাসে যে
আল্লাহর দ্বীনকেও
সে আলোর ক্ষীণকেও
মনের গভির থেকে ভালোবাসে সে ।।
ভালোবাসে রাসুলের পবিত্র সুন্নাহ
সুন্নাই মেনে নেয় তার খাঁটি উম্মাহ
হোক না তা বিয়ে শাদী
অনুরোধ সাধা সাধি
মেনে নেয় তার সবই অনায়াসে ।।
আল্লাহকে সত্যি ভালোবাসে যে
ভালোবাসে কোরআন হাদিসের আহবান
জীবনের ঘানি টানে ঐ দুটি নির্দেশে
ভালোবাসে রাসুলের অনুপম সংস্কৃতি
হোক না তা যুদ্ধ শান্তির রাজনীতি
হোক না তা দেশ সেবা
লেনদেন নেবা দেবা
ত্যাগ কোরবানি করে হেঁসে হেঁসে ।।
কথা :: কবি মতিউর রহমান মল্লিক
সুর :: মশিউর রহমান
শিল্পী :: শাহাবুদ্দিন
এলবাম :: আল্লাহকে সত্যি ভালোবাসে যে
সুন্নাত নয় শুধু
সুন্নাত নয় শুধু
দাওয়াতের মেহমান
সুন্নাত নয় শুধু
খাওয়া শেষে মধুপান,
আরও কিছু সুন্নাত
আছে তুমি জান কি?
জানলেও
জীবনে কখনো তা মান
কি?
সুন্নাত শুধু নয়
মজলুমের সহায়ক
সুন্নাত
ওহুদে জালিমের
প্রতিরোধ।
সুন্নাত শুধু নয় নির্জন
ধ্যানে যাওয়া
আরও সুন্নাত হল
পাথরের আঘাত খাওয়া।
মুহাব্বতে তার সুদিনের
সাথী তুমি,
দুর্দিনেও তার
পাশে থাক কি?
সুন্নাত কোরআনের
সমাজ বিনির্মাণে
বৈরী সকল পথ
মাড়িয়ে চলা,
সুন্নাত
দাওয়াতে দীনের
পাশাপাশি
ইসলাম রক্ষায়
হাতে তলোয়ার তোলা।
সুন্নাত শুধু নয় নমনীয়
আলাপন
সুন্নাত
প্রয়োজনে হুঙ্কার
গর্জন,
সুন্নাত শুধু নয় মেষ
চড়াতে যাওয়া
আরও সুন্নাত হল
রাষ্ট্র নায়ক হওয়া।
মুহাব্বতে তার খালিদ-
ওমর-আলী
আবুবকরের মত
পাশে থাক কি???
আরও কিছু সুন্নাত
আছে তুমি জান কি?
জানলেও
জীবনে কখনো তা মান
কি?
সুন্নাত নয় শুধু
দাওয়াতের মেহমান
সুন্নাত নয় শুধু
খাওয়া শেষে মধুপান,
আরও কিছু সুন্নাত
আছে তুমি জান কি?
জানলেও
জীবনে কখনো তা মান
কি
দাওয়াতের মেহমান
সুন্নাত নয় শুধু
খাওয়া শেষে মধুপান,
আরও কিছু সুন্নাত
আছে তুমি জান কি?
জানলেও
জীবনে কখনো তা মান
কি?
সুন্নাত শুধু নয়
মজলুমের সহায়ক
সুন্নাত
ওহুদে জালিমের
প্রতিরোধ।
সুন্নাত শুধু নয় নির্জন
ধ্যানে যাওয়া
আরও সুন্নাত হল
পাথরের আঘাত খাওয়া।
মুহাব্বতে তার সুদিনের
সাথী তুমি,
দুর্দিনেও তার
পাশে থাক কি?
সুন্নাত কোরআনের
সমাজ বিনির্মাণে
বৈরী সকল পথ
মাড়িয়ে চলা,
সুন্নাত
দাওয়াতে দীনের
পাশাপাশি
ইসলাম রক্ষায়
হাতে তলোয়ার তোলা।
সুন্নাত শুধু নয় নমনীয়
আলাপন
সুন্নাত
প্রয়োজনে হুঙ্কার
গর্জন,
সুন্নাত শুধু নয় মেষ
চড়াতে যাওয়া
আরও সুন্নাত হল
রাষ্ট্র নায়ক হওয়া।
মুহাব্বতে তার খালিদ-
ওমর-আলী
আবুবকরের মত
পাশে থাক কি???
আরও কিছু সুন্নাত
আছে তুমি জান কি?
জানলেও
জীবনে কখনো তা মান
কি?
সুন্নাত নয় শুধু
দাওয়াতের মেহমান
সুন্নাত নয় শুধু
খাওয়া শেষে মধুপান,
আরও কিছু সুন্নাত
আছে তুমি জান কি?
জানলেও
জীবনে কখনো তা মান
কি
যদি তিতুর বাঁশের ঐ ভাঙ্গা কেল্লা হতে
যদি তিতুর বাঁশের ঐ ভাঙ্গা কেল্লা হতে
যদি তিতুর বাঁশের ঐ ভাঙ্গা কেল্লা হতে
ভেসে আসে জিহাদের সুর
তবে সর্বশক্তি নিয়ে চলে যাব আমি আজ
হোকনা সে দূর বহূদূর।।
এ পথে যদি যেয়ে কেটে যায় ডান হাত
বা হাতে করব জিহাদ
আসুক যত ঝড় বাঁধার শত পাহাড়
আসুক শত বিপদ
এগিয়ে যাব আমি বাঁধার পাহাড় দলে
থামবনা আমি কভু আর।।
জীবনের সব স্বাধ করে দিয়ে বিঃস্বাধ
এগিয়ে চলে মুজাহিদ
রনাঙ্গনে যেয়েও তাদের কামনা
কবুল কর শাহাদাত
কোরানের বাণীগুলো পৌঁছাতে দ্বারে দ্বারে
ছুটছে ওরা বারেবার।।
-আবুল আলা মাসুম-
যদি তিতুর বাঁশের ঐ ভাঙ্গা কেল্লা হতে
ভেসে আসে জিহাদের সুর
তবে সর্বশক্তি নিয়ে চলে যাব আমি আজ
হোকনা সে দূর বহূদূর।।
এ পথে যদি যেয়ে কেটে যায় ডান হাত
বা হাতে করব জিহাদ
আসুক যত ঝড় বাঁধার শত পাহাড়
আসুক শত বিপদ
এগিয়ে যাব আমি বাঁধার পাহাড় দলে
থামবনা আমি কভু আর।।
জীবনের সব স্বাধ করে দিয়ে বিঃস্বাধ
এগিয়ে চলে মুজাহিদ
রনাঙ্গনে যেয়েও তাদের কামনা
কবুল কর শাহাদাত
কোরানের বাণীগুলো পৌঁছাতে দ্বারে দ্বারে
ছুটছে ওরা বারেবার।।
-আবুল আলা মাসুম-
কিছু কিছু কথা আছে বলা যায় না
কিছু কিছু কথা
কিছু কিছু কথা আছে বলা যায় না
কিছু কিছু ব্যাথা আছে সওয়া যায় না
কলবের মাঝে যার কালো ছাপ মারা
কে বাঁচাবে তাকে বলো রব তুমি ছাড়া
কখন সে ভাবে না ঐ পথে যাবেনা
যে পথে তোমার খুশি পাওয়া যায় না ।।
কিছু কিছু পথিকের পথ বলে দাও
কিছু কিছু পথিকের সাহস বাড়াও
খোলা তলোয়ার ছিলো ওমরের হাতে
দুশমনি ছিলো তার রাসুলের সাথে
তুমি দিলে তার মনে কিযে ভালোবাসা এনে
এমন নজির আর পাওয়া যায় না ।।
কিছু কিছু কথা আছে বলা যায় না
কিছু কিছু ব্যাথা আছে সওয়া যায় না
কলবের মাঝে যার কালো ছাপ মারা
কে বাঁচাবে তাকে বলো রব তুমি ছাড়া
কখন সে ভাবে না ঐ পথে যাবেনা
যে পথে তোমার খুশি পাওয়া যায় না ।।
কিছু কিছু পথিকের পথ বলে দাও
কিছু কিছু পথিকের সাহস বাড়াও
খোলা তলোয়ার ছিলো ওমরের হাতে
দুশমনি ছিলো তার রাসুলের সাথে
তুমি দিলে তার মনে কিযে ভালোবাসা এনে
এমন নজির আর পাওয়া যায় না ।।
বহুদিন ধরে হয় না লেখা গান
বহুদিন ধরে হয় না লেখা গান
বহুদিন ধরে হয় না লেখা গান
কণ্ঠ ছেড়ে যে হয় না সাধা সুর
কবিতার খাতা ধূসর মলিন আজ
হৃদয় তটিনী বেদনাবিধূর।
নদী আজ ছন্দহীন পাখিরাও নির্বাক
থেমে গেছে আজ জীবনের হাঁকডাক
ভোরের সূর্য ঐ আঁধারে ঢাকা
ঘুম নেই আঁখিতে গাঁয়ের বধুর।
ফুলেরাও গন্ধহীন ঝরে যায় নিশ্চুপ
ঝর্ণাকে মনে হয় মরনেরই কুপ
সবুজ শ্যামলে বর্ণহীন কষ্ট
বাঁশরীর তাল-লয় লাগে না মধুর।
কথাঃ আবু তাহের বেলাল
সুরঃ মশিউর রহমান
বহুদিন ধরে হয় না লেখা গান
কণ্ঠ ছেড়ে যে হয় না সাধা সুর
কবিতার খাতা ধূসর মলিন আজ
হৃদয় তটিনী বেদনাবিধূর।
নদী আজ ছন্দহীন পাখিরাও নির্বাক
থেমে গেছে আজ জীবনের হাঁকডাক
ভোরের সূর্য ঐ আঁধারে ঢাকা
ঘুম নেই আঁখিতে গাঁয়ের বধুর।
ফুলেরাও গন্ধহীন ঝরে যায় নিশ্চুপ
ঝর্ণাকে মনে হয় মরনেরই কুপ
সবুজ শ্যামলে বর্ণহীন কষ্ট
বাঁশরীর তাল-লয় লাগে না মধুর।
কথাঃ আবু তাহের বেলাল
সুরঃ মশিউর রহমান
বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে
বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে
ধন্য হলাম চির ধন্য,
আমি জীবন দিতে পারি তাইতো
এই দেশের মাটির জন্য ।
তিতুমীর শরিয়ত উল্লাহর
রক্তে ভেজানো এই দেশ
লাখো কোটি মুমিনের দৃপ্ত চেতনায়
মিশে আছে আমাদের এই দেশ
এই দেশটাকে তাই হতে দেবো না
বর্গীর হাতে কোন পণ্য ।
বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে
ধন্য হলাম চির ধন্য,
আমি জীবন দিতে পারি তাইতো
এই দেশের মাটির জন্য ।
শাহ মাখদুম শাহ জালালের
দ্বীন কায়েমের এই দেশ
কবি ফররূখের কবিতা গানে
মিশে আছে আমার এই দেশ ।
এই দেশটাকে তাই হতে দেবো না
বর্গীর হাতে কোন পণ্য।
গীতিকার ও সুরকারঃ আমিরুল মু'মিনিন মানিক
গাওয়াঃ বিকল্প রাজশাহী
এ্যালবামঃ নোলক
ধন্য হলাম চির ধন্য,
আমি জীবন দিতে পারি তাইতো
এই দেশের মাটির জন্য ।
তিতুমীর শরিয়ত উল্লাহর
রক্তে ভেজানো এই দেশ
লাখো কোটি মুমিনের দৃপ্ত চেতনায়
মিশে আছে আমাদের এই দেশ
এই দেশটাকে তাই হতে দেবো না
বর্গীর হাতে কোন পণ্য ।
বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে
ধন্য হলাম চির ধন্য,
আমি জীবন দিতে পারি তাইতো
এই দেশের মাটির জন্য ।
শাহ মাখদুম শাহ জালালের
দ্বীন কায়েমের এই দেশ
কবি ফররূখের কবিতা গানে
মিশে আছে আমার এই দেশ ।
এই দেশটাকে তাই হতে দেবো না
বর্গীর হাতে কোন পণ্য।
গীতিকার ও সুরকারঃ আমিরুল মু'মিনিন মানিক
গাওয়াঃ বিকল্প রাজশাহী
এ্যালবামঃ নোলক
রাত কেটেছে স্বপ্নে বিভোর
রাত কেটেছে স্বপ্নে বিভোর
দিন কেটেছে ভাবতে
কতটা সময় লাগবে তোমার
দ্বীনের পথে নামতে?
দ্বীনের পথে নামতে?
রাত কেটেছে স্বপ্নে বিভোর
দিন কেটেছে ভাবতে
কতটা সময় লাগবে তোমার
দ্বীনের পথে নামতে?
দ্বীনের পথে নামতে?
সামনে রয়েছে দূরের যাত্রা
বিভিষীকাময় রাত্রি
রয়েছে শ্বাপদ অরণ্যঘন
দুর্বল অভিযাত্রী
জানলে কী আর এই পথে কখনো
জানলে কী আর এই পথে কখনো
অসময়ে তুমি আসতে?
রাত কেটেছে স্বপ্নে বিভোর
দিন কেটেছে ভাবতে
কতটা সময় লাগবে তোমার
দ্বীনের পথে নামতে ?
দ্বীনের পথে নামতে ?
সময় তোমায় করবে না ক্ষমা
অক্ষমতার জন্যে
তোমার বিচার করবেই দেখো
সহসা জনারণ্যে
ভেঙ্গে ফেলো এই সপ্ন প্রাসাদ
নেমে এসো রাজপথে ।
জনতা মিছিল সংগ দেবে
একপথে এক মতে
হাত তুলে ওরা দোয়া করে দেখো,
হাত তুলে ওরা দোয়া করে দেখো,
বিজয় তোমার আনতে ।
রাত কেটেছে স্বপ্নে বিভোর
দিন কেটেছে ভাবতে
কতটা সময় লাগবে তোমার
দ্বীনের পথে নামতে?
দ্বীনের পথে নামতে?
দিন কেটেছে ভাবতে
কতটা সময় লাগবে তোমার
দ্বীনের পথে নামতে?
দ্বীনের পথে নামতে?
রাত কেটেছে স্বপ্নে বিভোর
দিন কেটেছে ভাবতে
কতটা সময় লাগবে তোমার
দ্বীনের পথে নামতে?
দ্বীনের পথে নামতে?
সামনে রয়েছে দূরের যাত্রা
বিভিষীকাময় রাত্রি
রয়েছে শ্বাপদ অরণ্যঘন
দুর্বল অভিযাত্রী
জানলে কী আর এই পথে কখনো
জানলে কী আর এই পথে কখনো
অসময়ে তুমি আসতে?
রাত কেটেছে স্বপ্নে বিভোর
দিন কেটেছে ভাবতে
কতটা সময় লাগবে তোমার
দ্বীনের পথে নামতে ?
দ্বীনের পথে নামতে ?
সময় তোমায় করবে না ক্ষমা
অক্ষমতার জন্যে
তোমার বিচার করবেই দেখো
সহসা জনারণ্যে
ভেঙ্গে ফেলো এই সপ্ন প্রাসাদ
নেমে এসো রাজপথে ।
জনতা মিছিল সংগ দেবে
একপথে এক মতে
হাত তুলে ওরা দোয়া করে দেখো,
হাত তুলে ওরা দোয়া করে দেখো,
বিজয় তোমার আনতে ।
রাত কেটেছে স্বপ্নে বিভোর
দিন কেটেছে ভাবতে
কতটা সময় লাগবে তোমার
দ্বীনের পথে নামতে?
দ্বীনের পথে নামতে?
Subscribe to:
Posts (Atom)