বহুদিন ধরে হয় না লেখা গান
বহুদিন ধরে হয় না লেখা গান
কণ্ঠ ছেড়ে যে হয় না সাধা সুর
কবিতার খাতা ধূসর মলিন আজ
হৃদয় তটিনী বেদনাবিধূর।
নদী আজ ছন্দহীন পাখিরাও নির্বাক
থেমে গেছে আজ জীবনের হাঁকডাক
ভোরের সূর্য ঐ আঁধারে ঢাকা
ঘুম নেই আঁখিতে গাঁয়ের বধুর।
ফুলেরাও গন্ধহীন ঝরে যায় নিশ্চুপ
ঝর্ণাকে মনে হয় মরনেরই কুপ
সবুজ শ্যামলে বর্ণহীন কষ্ট
বাঁশরীর তাল-লয় লাগে না মধুর।
কথাঃ আবু তাহের বেলাল
সুরঃ মশিউর রহমান
No comments:
Post a Comment