কিছু কিছু কথা
কিছু কিছু কথা আছে বলা যায় না
কিছু কিছু ব্যাথা আছে সওয়া যায় না
কলবের মাঝে যার কালো ছাপ মারা
কে বাঁচাবে তাকে বলো রব তুমি ছাড়া
কখন সে ভাবে না ঐ পথে যাবেনা
যে পথে তোমার খুশি পাওয়া যায় না ।।
কিছু কিছু পথিকের পথ বলে দাও
কিছু কিছু পথিকের সাহস বাড়াও
খোলা তলোয়ার ছিলো ওমরের হাতে
দুশমনি ছিলো তার রাসুলের সাথে
তুমি দিলে তার মনে কিযে ভালোবাসা এনে
এমন নজির আর পাওয়া যায় না ।।
খুব ভাল ।
ReplyDeleteমাশাআল্লাহ
ReplyDeleteআমার খুব পছন্দের গান।
ReplyDeleteগান টা কি এপর্যন্তই নাকি আরো আছে।?
ReplyDeleteআমার মনের মত একটা সংগীত
ReplyDeleteমাশাআল্লাহ
ReplyDelete