রোজার মাসে হৃদয় হাসে
হাসে বনের ফুল
আকাশ নদী চাঁদ সিতারা
আনন্দে মাশগুল
কেউ বা বসে কোরয়ান পড়ে
তাসবিহ জপে জিকির করে
রবের কাছে ধরনা ধরে
ভাঙ্গে মনের ভুল
যার নসিবে সিয়াম জুটে
সেই তো বড় সুখি
জীবন জুড়ে ফুটতে থাকে
হাজার সূর্যমুখী
সামনে ভাসে নেকির ডালা
এখন শুধু নেয়ার পালা
সু-স্বাগতম হে রোজারদার
গায় পাখি বুলবুল
কথাঃ বিলাল হোসাইন নুরী
সুরঃ মশিউর রহমান
No comments:
Post a Comment