রমজান তো চলে যায়
কেন তবে হায় অলস মায়ায়
রইলে ডুবে ঘুমের নেশায়।
জাগো জাগো জাগো অলসতা ছাড়
কাটায়োনা দিনগুলি শুধুই হেলায়।
মুসলিম তুমি ভেবে দেখ মনে,
করেছ কি তুমি সারা জীবনে।
পাড়ি দেবে ভরা নদী কোন ভরসায়।
কখনো জীবনে আসেনাকো ফিরে,
যে দিন চলে যায় অতীতের তীরে।
রবেনা তো কেউ জানি এই দুনিয়ায়।
সময় থাকিতে ওরে ও মুসাফির,
কুড়ায়ে নে রহমত এলাহীর।
তা না হলে নেই কারো কোনই উপায়।
কথা: সিরাজুল ইসলাম
সুর: মামুন ও গালিব সর্দার
No comments:
Post a Comment