ইসলামী সঙ্গীত লিরিক্স

Tuesday, 2 July 2013

যদি তিতুর বাঁশের ঐ ভাঙ্গা কেল্লা হতে

যদি তিতুর বাঁশের ঐ ভাঙ্গা কেল্লা হতে

যদি তিতুর বাঁশের ঐ ভাঙ্গা কেল্লা হতে
ভেসে আসে জিহাদের সুর
তবে সর্বশক্তি নিয়ে চলে যাব আমি আজ
হোকনা সে দূর বহূদূর।।

এ পথে যদি যেয়ে কেটে যায় ডান হাত
বা হাতে করব জিহাদ
আসুক যত ঝড় বাঁধার শত পাহাড়
আসুক শত বিপদ
এগিয়ে যাব আমি বাঁধার পাহাড় দলে
থামবনা আমি কভু আর।।

জীবনের সব স্বাধ করে দিয়ে বিঃস্বাধ
এগিয়ে চলে মুজাহিদ
রনাঙ্গনে যেয়েও তাদের কামনা
কবুল কর শাহাদাত
কোরানের বাণীগুলো পৌঁছাতে দ্বারে দ্বারে
ছুটছে ওরা বারেবার।।

-আবুল আলা মাসুম-

1 comment: