ইসলামী সঙ্গীত লিরিক্স

Tuesday, 2 July 2013

একটি বছর পরে আবার

একটি বছর পরে আবার
ফিরে এলো মাহে রমযান
মুমিন হৃদয়ে পড়লো সাড়া
উঠলো জেগে নতুন প্রাণ।।

আল্লাহ তায়ালার তরে রোযা
পালন করো ওহে গুনাহগার
নিজের হাতে দিবেন তিনি
সিয়াম সাধনার পুরস্কার
রমযানের এই রোযা পালন
আল্লাহ তায়ালার ফরমান।।

রমযানের এই মাসে প্রভু
সত্য পথে গড়বো জীবন
বিপদ আপদ থাকবেনা যে
ঠিকমতো হয় যদি রোযা পালন
রমযান সেতো ঢাল স্বরূপ
হৃদয় ভরে গাও তার গান।।


কথা- আব্দুল্লাহ আল কাফী
সুর- মশিউর রহমান

1 comment: